12/12/2024
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন প্রদেশের মংডো শহরের শেষ সেনাঘাঁটিও দখলে নেয়ার দাবি করেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। এসময় জান্তার সামরিক বাহিনীর কুখ্যাত ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনসহ সরকারি বাহিনীর শত শত সেনাকে বন্দির কথা জানিয়েছে গোষ্ঠীটি।