05/05/2025
নতুন করে ওড়িশায় বাঙালি ফেরিওয়ালাদের ওপর হামলা, ক্ষোভ ছড়াল
ওড়িশায় বাঙালি ফেরিওয়ালাদের উপর আবারও হামলার ঘটনা ঘটেছে, যার পেছনে তথাকথিত গেরুয়া শিবিরের সমর্থকদের হাত রয়েছে বলে অভিযোগ। বিজেপি ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে সাম্প্রদায়িক উত্তেজনা ক্রমেই বাড়ছে, যার শিকার হচ্ছেন এ রাজ্যের বাইরে থেকে আসা এসব পরিশ্রমী মানুষ। আক্রান্ত ফেরিওয়ালারা জানান, তাদের ওপর নির্মমভাবে হামলা চালানো হচ্ছে এবং জোর করে তাদের দোকানপাট ও বসতি থেকে উচ্ছেদ করা হচ্ছে। এই ঘটনার পর পরই অভিবাসী শ্রমিকদের সুরক্ষা ও বাড়তে থাকা হিংসা প্রতিরোধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
ভিডিও- সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহীত