Gono Jagoron

Gono Jagoron গণমানুষের কণ্ঠস্বর — স্থানীয় ও জাতীয় সংবাদ, বিশ্লেষণ ও প্রতিবাদে সত্যের পথে, জনতার সাথে।

05/05/2025


নতুন করে ওড়িশায় বাঙালি ফেরিওয়ালাদের ওপর হামলা, ক্ষোভ ছড়াল

ওড়িশায় বাঙালি ফেরিওয়ালাদের উপর আবারও হামলার ঘটনা ঘটেছে, যার পেছনে তথাকথিত গেরুয়া শিবিরের সমর্থকদের হাত রয়েছে বলে অভিযোগ। বিজেপি ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে সাম্প্রদায়িক উত্তেজনা ক্রমেই বাড়ছে, যার শিকার হচ্ছেন এ রাজ্যের বাইরে থেকে আসা এসব পরিশ্রমী মানুষ। আক্রান্ত ফেরিওয়ালারা জানান, তাদের ওপর নির্মমভাবে হামলা চালানো হচ্ছে এবং জোর করে তাদের দোকানপাট ও বসতি থেকে উচ্ছেদ করা হচ্ছে। এই ঘটনার পর পরই অভিবাসী শ্রমিকদের সুরক্ষা ও বাড়তে থাকা হিংসা প্রতিরোধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।


ভিডিও- সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহীত

সাবধান✅ লোভ করলেই শেষ😊
05/05/2025

সাবধান✅ লোভ করলেই শেষ😊

Margram Police station Birbhum District Police West Bengal Police
14/04/2025

Margram Police station Birbhum District Police West Bengal Police

সচেতন থাকুন,  নিজে সুরক্ষিত থাকুন অপর কে সুরক্ষিত রাখুন। সদাইপুর থানা সর্বদাই আপনাদের সাথে আছে।Sadaipur PS Birbhum Distr...
14/04/2025

সচেতন থাকুন, নিজে সুরক্ষিত থাকুন অপর কে সুরক্ষিত রাখুন। সদাইপুর থানা সর্বদাই আপনাদের সাথে আছে।

Sadaipur PS Birbhum District Police West Bengal Police

14/04/2025

⭕বীরভূমের লোহাপুরের জনগণকে বলবো কোনো প্ররোচনায় পা দেবেন না প্লীজ.. এলাকায় কোনো রকম কিছু আভাস পেলে নিচের দেওয়া নম্বরে জানান👇
Addl SP - 9147888482
DSP(HQ)- 9147888486
DSP(D&T) - 9147888487
SDPO RAMPURHAT - 9147888485
OC NALHATI- 9147888509

বর্তমান সময়ে কোনো অপ্রীতিকর ঘটনার মোকাবিলা শুধু পুলিশ প্রশাসন এই করতে পারবে তাই নিজেরা কোনো ঘটনায় লিপ্ত না হয়ে সোজা উপরের দেওয়া নম্বরে জানাবেন✅
তারপরও কাজ না হলে আমাদের ইনবক্স করবেন✅
বাংলাকে অশান্ত করতে দেওয়া যাবে না তাই সচেতন নাগরিক হিসেবে প্রশাসনকে সর্বোচ্চ কাজে লাগাতে হবে✅

13/04/2025

লালগোলা,মুর্শিদাবাদে ঘটনা গতকাল একটি স্কুলের ছাত্ররা রাস্তায় নেমে পুলিশ মন্ত্রী শিক্ষা মন্ত্রীকে সরাসরি প্রশ্ন করলেন রাজ্যে শিক্ষা ব্যবস্থার এই বেহাল দশার জন্য কারা দায়ী ?
এই ছোটো ছোটো স্ফূলিঙ্গ যাতে দাবানল যাতে না তৈরি করতে পারে তাই নজর ঘোরাতেই এতো হানাহানি রাজ্য জুড়ে।

ভিডিও- সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহীত

13/04/2025

খিদের কোনো ধর্ম হয় না।
সন্দীপ সাহা এবং সুলেমান শেখ দুই বন্ধু একসাথে।
Olitola Primary School, মোথাবাড়ি নিউ সার্কেল, মালদহ
ভিডিও টা যদিও আগের,বর্তমান পরিস্থিতিতে ছড়িয়ে পড়ুক এই ভিডিও গুলো।

ভিডিও- Social Media

12/04/2025

যা ঘটছে সব বিজেপির উস্কানিতে হচ্ছে। এই ফাঁদে পা দেবেন না। মন্তব্য ফিরহাদ হাকিমের।

 কলকাতার মেয়র ফিরহাদ হাকিম মুর্শিদাবাদের ওয়াকফ বিল নিয়ে অশান্তি ঘিরে বিজেপিকে তুলোধোনা করলেনমুর্শিদাবাদের সুতী ও ধূলি...
12/04/2025


কলকাতার মেয়র ফিরহাদ হাকিম মুর্শিদাবাদের ওয়াকফ বিল নিয়ে অশান্তি ঘিরে বিজেপিকে তুলোধোনা করলেন

মুর্শিদাবাদের সুতী ও ধূলিয়ানে ওয়াকফ বিলের বিরোধিতায় তীব্র বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে এলাকা, কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। পথ অবরোধকারী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক ছাত্র, যিনি সপ্তম শ্রেণিতে পড়ে, গুলিবিদ্ধ হয়ে আহত হয়। কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এই অশান্তির তীব্র নিন্দা জানিয়ে অভিযোগ করেন, বিজেপি “মিরজাফরদের” ব্যবহার করে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র করছে। তিনি প্রতিবাদীদের উদাহরণ দিয়ে বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলির—বিশেষ করে উত্তরপ্রদেশের—বুলডোজার রাজনীতি যেখানে মুসলিমদের সম্পত্তি ধ্বংস করা হয়, সেগুলির বিরুদ্ধে রুখে দাঁড়াতে। হাকিম আরও বলেন, বাংলা পুলিশের কোনও জনতার উপরে গুলি চালানোর রীতি নেই, যা অন্যান্য রাজ্যে দেখা যায়।

30/03/2025

ওড়িশার কেন্দপাড়া স্টেশনের কাছে লাইনচ্যুত কামাখ্যা এক্সপ্রেসের ১১ টি কামরা। কোচ গুলি কোনোটাই উল্টে যায়নি বলে জানা যাচ্ছে। ফলে বড় দুর্ঘটনা এড়ানো গেছে।

28/03/2025

National Center for Seismology জানিয়েছে শুক্রবার মায়ানমারে ৭.২ ও ৭.৭ রিখটার স্কেলে দুটি ভূমিকম্প হয়েছে

এক ঘন্টার মধ্যে হওয়া দুটি আফটারশকের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৬.৪ ও ৪.৯

মার্কিন জিওলজিক্যাল সার্ভে ও জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, ভূমিকম্পের উৎস ছিল ম্যান্ডালয়ের ১৬কিমি উত্তর-পশ্চিমে থাকা স্যাগায়িং এলাকার ১০কিমি গভীরে

Address

Rampurhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gono Jagoron posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share