Koushik Baral

Koushik Baral this is video creator page.

*গোটা দেশে প্রথম কাটোয়ার নিলুফা! UGC NET JRF 2025 রেজাল্টে তাক লাগিয়ে গলি থেকে রাজপথের উড়ান স্কুলশিক্ষকের মেয়ের...*UGC ...
24/07/2025

*গোটা দেশে প্রথম কাটোয়ার নিলুফা! UGC NET JRF 2025 রেজাল্টে তাক লাগিয়ে গলি থেকে রাজপথের উড়ান স্কুলশিক্ষকের মেয়ের...*

UGC NET JRF 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১ কাটোয়ার গর্ব নিলুফা ইয়াসমিন। সাফল্যের শিখরে উঠে গোটা কাটোয়াকে (Katwa) গর্বিত করলেন নিলুফা ইয়াসমিন। সর্ব ভারতীয় স্তরের অন্যতম কঠিন প্রতিযোগিতা UGC NET JRF 2025 পরীক্ষায় ১০০ পার্সেন্টাইল নম্বর পেয়ে অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১ অর্জন করেছেন তিনি। কাটোয়ার পালিটা রোড এলাকার বাসিন্দা নিলুফার এই কৃতিত্বে উৎসবে মেতেছে তার পরিবার, পাড়া, এমনকি গোটা শহর।

এই চূড়ান্ত সাফল্যের পেছনে রয়েছে এক অবিচল মনোযোগ, কঠোর অধ্যবসায় আর অদম্য জেদ। নিলুফা জানিয়েছেন, এর আগেও দু'বার তিনি এই পরীক্ষায় বসেছিলেন, কিন্তু ফল আশানুরূপ হয়নি। অনেকেই হয়ত সেখানেই থেমে যেতেন কিন্তু নিলুফা থামেননি। বরং প্রতিবার ব্যর্থতার পর নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন, নিজের ভুলগুলো বিশ্লেষণ করে এগিয়ে গেছেন।

তিনি বলেন,প্রথম দু'বার ব্যর্থ হই। মন খারাপ হয়েছিল, কিন্তু ভেঙে পড়িনি। জানতাম আমি পারব। এবারের প্রস্তুতিতে ছিল দৃঢ় লক্ষ্য। শুধুই পাশ নয়, শীর্ষে পৌঁছনোর। ফলাফল প্রকাশের পর প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি নিলুফা। তাঁর অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১ দেখে আনন্দে চোখে জল আসে পরিবারের সদস্যদের।

মা-বাবা, শিক্ষক, প্রতিবেশী সবাই উচ্ছ্বাসে ভেসেছেন। ছোট শহর থেকে উঠে এসে সর্বোচ্চ র‍্যাংক অর্জন করা যেন স্বপ্নের মতো। নিলুফা শুরু থেকেই পড়াশোনার প্রতি অত্যন্ত মনোযোগী ছিলেন। স্কুল জীবন থেকেই তিনি ছিলেন মেধাবী। পরবর্তীতে স্নাতক ও স্নাতকোত্তর স্তরেও তিনি বরাবরই অসাধারণ ফল করেন। শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেওয়ার আগ্রহ থেকেই তিনি UGC NET ও JRF-এর প্রস্তুতি শুরু করেন। বাবা শিক্ষকতা থেকে অবসর নিয়েছেন, মা এখনও কর্মরত। দুই বোনের মধ্যে বড় বোন গান নিয়ে পড়াশোনা করেছেন। নিলুফা পড়াশোনার পাশাপাশি গান ও গান।

নিলুফার এই কৃতিত্ব কাটোয়ার মতো শহরের শিক্ষিত তরুণ-তরুণীদের কাছে এক বড় অনুপ্রেরণা। প্রমাণ করে দিলেন প্রতিভা,পরিশ্রম ও সাহস থাকলে সীমাবদ্ধতা কোন বাধা হতে পারে না। তাঁর এই সাফল্যে আজ শুধু তাঁর পরিবার নয়, গোটা কাটোয়া গর্ব অনুভব করছে। নিলুফার গল্প হাজারো শিক্ষার্থীর জন্য এক উদাহরণ। বারবার ব্যর্থ হলেও হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে গেলে সাফল্য ধরা দিতেই পারে। তাঁর এই অধ্যবসায় ও অর্জন ভবিষ্যতের পথপ্রদর্শক হয়ে থাকবে। বাঙালির মেধা আর লড়াইয়ের জয়গাথায় লেখা থাকুক নিলুফা ইয়াসমিনের নাম স্বর্ণাক্ষরে।

উত্তম কুমার ছিলেন একজন ভারতীয়-বাঙালি চলচ্চিত্র অভিনেতা, চিত্রপ্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার, সঙ্গীত পরিচালক ও গায়ক। ব...
24/07/2025

উত্তম কুমার ছিলেন একজন ভারতীয়-বাঙালি চলচ্চিত্র অভিনেতা, চিত্রপ্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার, সঙ্গীত পরিচালক ও গায়ক। বাংলা চলচ্চিত্র জগতে তাকে ‘মহানায়ক’ আখ্যা দেওয়া হয়েছে।

আজ তাঁর তিরোধান দিবস উপলক্ষে তাঁকে জানায় বিনম্র শ্রদ্ধাঞ্জলি...

*চেসবক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের পদক, সোনা জিতলেন কলকাতার খুশি...*এশিয়ান চেসবক্সিং চ্যাম্পিয়নশিপে সাফল্য পেলেন ভারতের খু...
23/07/2025

*চেসবক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের পদক, সোনা জিতলেন কলকাতার খুশি...*

এশিয়ান চেসবক্সিং চ্যাম্পিয়নশিপে সাফল্য পেলেন ভারতের খুশি লাকরা। ১২ জুলাই থেকে কলকাতার বেহালায় এপি রায় ইন্সটিটিউট হলে আয়োজিত হয়েছিল চেসবক্সিং চ্যাম্পিয়নশিপ। এটা ছিল তৃতীয় বছর। সেখানে পুরুষ ও মহিলাদের বিভিন্ন ওজনের ইভেন্টে অংশগ্রহণ করে একটি ইভেন্টে সাফল্য পেল ভারত। খুশি লাকরা সোনা জেতার পাশাপাশি এশিয়ান টাইটেল জেতেন। এই চ্যাম্পিয়নশিপের আয়োজক ছিল চেসবক্সিং অর্গানাইজেশন অফ ইন্ডিয়া এবং এশিয়ান চেসবক্সিং কনফেডারেশন। এই প্রতিযোগিতায় এশিয়ার শীর্ষ প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। মোট প্রতিযোগী ছিলেন ৩০ জন। ডোমিনিকান প্রজাতন্ত্র, লিথুয়ানিয়া ও ভারতীয় অ্যাথলিটরা অংশগ্রহণ করেন।

এই ইভেন্টে ছিল বিভিন্ন ওজনের বিভাগ। পুরুষ ও মহিলারা অংশগ্রহণ করেছেন। সেখানে মেয়েদের ৭৫ কেজি বিভাগে খুশি লাকরা সোনা ও এশিয়ান টাইটেল বেল্ট জেতেন। পশ্চিমবঙ্গে জন্ম ও বড় হওয়া খুশি লাকরার ট্র্যাক রেকর্ড ভালো। তিনি ২০২২ (তুরষ্ক), ২০২৩ (ইতালি), ২০২৪ (আর্মেনিয়া) সালে বিশ্ব চেসবক্সিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন। তিনি ২০২২ সালে রুপো, ২০২৩ ও ২০২৪ সালে ব্রোঞ্জ জেতেন। খুশি এর পাশাপাশি তিন বার ন্যাশনাল গোল্ড মেডেল জিতেছেন। তিনি আগামী ২৩-২৯ সেপ্টেম্বর সার্বিয়াতে ওয়ার্ল্ড চেসবক্সিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবেন।

*চেসবক্সিং চ্যাম্পিয়নশিপ কী?*

এর নাম অনুযায়ী, এখানে দাবা ও বক্সিং দুটোই রয়েছে। সর্বোচ্চ ১১ রাউন্ড পর্যন্ত চলে চেসবক্সিং। দাবা ও বক্সিং মিশিয়ে এগোয় রাউন্ডগুলো। শুরুটা ও শেষটা হয় দাবা দিয়ে। প্রতিটা দাবা ও বক্সিং রাউন্ড তিন মিনিট ধরে চলে। এর পর এক মিনিটের বিরতি হয়।

*চেসবক্সিংয়ে কী ভাবে জয়ী নির্ধারিত হয়?*

চেস রাউন্ডে চেকমেটের মধ্যে দিয়ে। বক্সিংয়ে নকআউট বা টেকনিক্যাল নকআউটের মধ্যে দিয়ে।

এই গেমে অন্যতম ভালো দিক হচ্ছে, এখানে যেমন দাবার মতো মাইন্ড গেম রয়েছে, তেমনই বক্সিংয়ের মতো শারীরিক গেমও রয়েছে।

বিশ্বের একাধিক দেশ এই চেসবক্সিংয়ে স্বীকৃতি দিলেও ভারত থেকে এখনও স্বীকৃতি পায়নি। এটার জন্য চেসবক্সিং অর্গানাইজেশন অফ ইন্ডিয়া চেষ্টা চালাচ্ছে।

এই বিষয়ে জয়ী খুশি লাকরা জানান, দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারা সবসময় ভালো অনুভূতি দেয়। তবে এই অনুভূতি বাড়তে পারে যদি খেলাটাকে ভারত সরকার স্বীকৃতি দেয়।

বিশ্বের অন্যতম দামী পতঙ্গ...একটি স্ট্যাগ বিটলের দাম প্রায় ৭৫ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। অনেকেই বিশ্বাস করেন, বাড়িতে একট...
23/07/2025

বিশ্বের অন্যতম দামী পতঙ্গ...

একটি স্ট্যাগ বিটলের দাম প্রায় ৭৫ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। অনেকেই বিশ্বাস করেন, বাড়িতে একটি স্ট্যাগ বিটল থাকলে হঠাৎ করেই ধনী হওয়া সম্ভব!

*সাঁওতাল ভাষায় উচ্চশিক্ষার সুযোগ, পড়ুয়াদের উন্নতিতে নয়া চমক বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের...*জঙ্গলমহলের বিভিন্ন প্রান্তে সাঁ...
22/07/2025

*সাঁওতাল ভাষায় উচ্চশিক্ষার সুযোগ, পড়ুয়াদের উন্নতিতে নয়া চমক বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের...*

জঙ্গলমহলের বিভিন্ন প্রান্তে সাঁওতাল ভাষা প্রসারে বিশেষ উদ্যোগ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের। জাতীয় শিক্ষানীতি অনুযায়ী সাম্মানিক বিভিন্ন কোর্সে সাঁওতালি ভাষায় পঠনপাঠন শুরু হল। ভূগোল, দর্শন, গণিত, পদার্থবিদ্যার মতো বিভিন্ন কোর্স সাঁওতালি ভাষায় পড়ানো হবে। সাঁওতাল ভাষায় পড়ুয়ারা গবেষণার সুযোগও পাবেন বলেই দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

জঙ্গলমহলে বিশেষত বাঁকুড়ায় সাঁওতাল উপজাতির অনেকেই বসবাস করেন। উচ্চমাধ্যমিক পর্যন্ত তাঁরা সাঁওতাল ভাষায় পড়াশোনা করে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাঁওতাল ভাষায় পড়াশোনার সুযোগ না পেলে তারা পিছিয়ে পড়বে। তাই পড়ুয়াদের উন্নতির কথা মাথায় রেখে রাজ্যের উচ্চশিক্ষা বিভাগের পরামর্শ ও উদ্যোগে অনুপ্রাণিত হয়ে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে সাঁওতাল ভাষায় স্নাতক স্তরে শাখা চালু করেছে। জঙ্গলমহলের আদিবাসী জনগণের উন্নয়নে এই উদ্যোগ যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

*কারা পড়াশোনার সুযোগ পাবেন?*
প্রথম বর্ষ ও প্রথম সেমেস্টারে ভর্তি হওয়ার জন্য অবশ্যই পড়ুয়াকে বোর্ড/কাউন্সিল/বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।

*কোন বিভাগে কতগুলি আসন রয়েছে?*

পদার্থবিজ্ঞান: ২৮
গণিত: ২৮
ভূগোল: ৬০
দর্শন: ৬০

সাঁওতাল ভাষায় স্নাতক সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য সচিব অরিন্দম চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে ছুটির দিন বাদে।

সুমিত্রা দেবী হলেন একজন ভারতীয় অভিনেত্রী, যিনি ১৯৪০ এবং ১৯৫০-এর দশকে হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি বাংলা চলচ্চিত্রে তাঁর ...
22/07/2025

সুমিত্রা দেবী হলেন একজন ভারতীয় অভিনেত্রী, যিনি ১৯৪০ এবং ১৯৫০-এর দশকে হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি বাংলা চলচ্চিত্রে তাঁর কাজের জন্য অধিক পরিচিত। দাদা গুঞ্জল দ্বারা পরিচালিত ১৯৫২ সালের হিন্দি চলচ্চিত্র মমতাতে তাঁর ভূমিকার জন্য তিনি আজও সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে আছেন।

আজ তার জন্মদিন উপলক্ষে তাকে জানায় বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

22/07/2025

📌 মাত্র সাত মাস বয়সে কিছু বুঝে ওঠার আগেই অতি বিরল মারন রোগে আক্রান্ত দুধের শিশু ছোট্ট অংশিকা, যার নাম Spinal muscular atrophy. এই রোগ শরীরের পেশী গুলোকে এমন ভাবে দুর্বল করে ফেলতে থাকে যে ঘাড় সোজা রাখা, বসে থাকা, কিছু ধরা, পা তোলা এসব কিছুই কঠিন হয়ে পড়ে।

এক সময় শ্বাস নেওয়া বা খাবার গিলতে পারার ক্ষমতাও চলে যায়। অংশিকার জীবন স্বাভাবিক করে তুলতে পারে বিশেষ এক ধরনের জিন থেরাপি, ডাক্তারি পরিভাষায় যার নাম Zolgensma .... এই চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন যা একা জোগাড় করা আমার মতই কোনো মধ্যবিত্ত পরিবারের পক্ষেই সম্ভব নয়।

আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যথা সম্ভব সামর্থ্য মত ১০ , ২০ টাকা অর্থ সাহায্য করুন, আপনাদের সহযোগিতা ছাড়া আমরাও ওকে বাঁচাতে পারবো না। আসুন, সবাই মিলে এই লড়াইয়ে, দুধের শিশুটির পাশে এসে দাঁড়াই।

নিচে আমি ওনাদের ব্যাংক ডিটেলস এবং QR কোড দিয়ে রাখলাম। আপনি যতটুকু পারেন ততটুকু দিয়ে সাহায্য করুন 🙏

Please share this link as much as possible 👇

• UPI - supportanshika58@yesbankltd

• Impact Guru - https://www.impactguru.com/fundraiser/help-anshika-mandal

যোগাযোগ - 8016114818/ 9123008505 (অংশীকার মা)

*বদলে যেতে পারে ভারতের ইতিহাস, মাটির তলায় পাওয়া গেল গোলাকার কাঠামো, পুরনো দেওয়াল, ঘর...*একটি গ্রামের মাটির তলায় আইআইটি ক...
21/07/2025

*বদলে যেতে পারে ভারতের ইতিহাস, মাটির তলায় পাওয়া গেল গোলাকার কাঠামো, পুরনো দেওয়াল, ঘর...*

একটি গ্রামের মাটির তলায় আইআইটি কানপুরের বিশেষজ্ঞেরা বিশেষ প্রযুক্তিতে নজরদারি চালিয়ে যা পেলেন তাতে ভারতের চেনা ইতিহাস নতুন করে লিখতে হতে পারে। তেমনই মনে করছেন বিশেষজ্ঞেরা।

মাটি এতটুকুও খুঁড়তে হয়নি। কেবল অ্যাডভান্সড গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার প্রযুক্তি কাজে লাগিয়ে মাটির ৬ থেকে ৭ ফুট নিচে যা দেখতে পেলেন আইআইটি কানপুরের বিশেষজ্ঞেরা তাতে তাঁদের ধারনা সেখানে বৌদ্ধ স্তূপ রয়েছে।

বিশেষজ্ঞরা অবশ্য গোলাকার কাঠামো দেখতে পেয়েছেন। দেখেছেন পুরনো দেওয়াল আর দেখেছেন ঘর বা চেম্বার। এগুলির মধ্যে অবশ্য কি রয়েছে তা দেখা সম্ভব হয়নি।

তবে বিশেষজ্ঞরা হরিয়ানার যমুনানগর জেলার টোপরা কালান গ্রামে এই পরীক্ষা চালিয়ে যা দেখলেন তাতে তাঁরা মনে করছে যা রয়েছে তা ২ হাজার বছর পুরনো স্থাপত্য। গোলাকার কিছু মানেই কি বৌদ্ধ স্তূপ?

সেটা নাও হতে পারে। কিন্তু বিশেষজ্ঞদের অনুমান ওটা বৌদ্ধ স্তূপই। আর তা যদি হয় তাহলে বৌদ্ধধর্মের ব্যাপ্তি ভারতে কোথায় পৌঁছেছিল তার ইতিহাস নতুন করে লিখতে হবে।

ইতিমধ্যেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া-র কাছে ওই অংশে খননকার্য চালানোর জন্য অনুমতি চেয়েছে আইআইটি কানপুরের ওই বিশেষজ্ঞ দলটি। তারা মনে করছে মাটি খুঁড়ে যেগুলি রয়েছে সেগুলি চোখে দেখতে পারলে তার ইতিহাস বলে দেওয়া অনেক সহজ হবে।

সেগুলি কোন সময়ের, কারা তৈরি করেছিল, সবই পাওয়া যাবে। এই আবিষ্কার এক ইতিহাস বদলে দেওয়া আবিষ্কার বলেই মনে করছেন আইআইটি কানপুরের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জাভেদ মালিক।

তাঁর মতে, খননকার্য চালাতে পারলে শুধু ওই কাঠামোই নয়, হয়তো আরও বিশাল জায়গা জুড়ে এমন কাঠামো পাওয়া যেতে পারে। শুধু টোপরা কালান গ্রাম বলেই নয়, ৩টি জায়গায় তাঁরা আধুনিক প্রযুক্তিতে ইতিহাস খোঁজার চেষ্টা চালাচ্ছেন।

প্রসঙ্গত ওই টোপরা কালান গ্রাম বা তার আশপাশের গ্রামে মাটির ওপরেও কিছু অতি প্রাচীন ইটের দেখা আগেই পেয়েছিলেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

আজ শ্রাবণের প্রথম সোমবার ❤️🔱
21/07/2025

আজ শ্রাবণের প্রথম সোমবার ❤️🔱

*বাংলায় তৈরি হচ্ছে বন্দে ভারত, ১২৬ কোটির জমি হস্তান্তর করল রাজ্য...*মেট্রো ও বন্দে ভারত এক্সপ্রেসের কোচ নির্মাণে হুগলিতে...
20/07/2025

*বাংলায় তৈরি হচ্ছে বন্দে ভারত, ১২৬ কোটির জমি হস্তান্তর করল রাজ্য...*

মেট্রো ও বন্দে ভারত এক্সপ্রেসের কোচ নির্মাণে হুগলিতে ৪০ একর জমি দিল রাজ্য সরকার। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নবান্নে হওয়া রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হুগলির কোন্নগরে মেট্রো রেল ও বন্দে ভারত এক্সপ্রেসের কোচ নির্মাণের জন্য টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড-এর যে বর্তমান ইউনিট আছে, তা সম্প্রসারণের জন্যই এই জমি দেওয়া হচ্ছে।

এদিনের বৈঠকে ৪০ একর জমি হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের খবর এই জমি হুগলি জেলার কোত্রঙ ও ভদ্রকালী মৌজায় অবস্থিত। উত্তরপাড়ায় টিআরএসএল-এর বর্তমান যে ৩৪ একরের কারখানা আছে, তার ঠিক পাশেই মিলছে জমি। ১২৬ কোটি টাকার বিনিময়ে ওই ৪০ একর জমি ৯৯ বছরের লিজে হস্তান্তর করা হচ্ছে।

এই জমি হস্তান্তরের ফলে টিটাগড়ে রেল কোচ নির্মাণে আরও গতি আসবে। এতে যেমন শিল্পক্ষেত্রে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, তেমনই মেট্রো ও বন্দে ভারত প্রকল্পে পরিকাঠামো গড়ে তোলা সম্ভব হবে বলেও মনে করা হচ্ছে।

হুগলি জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, টিটাগড় ওয়াগন তাদের কারখানা সম্প্রসারণ করার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছিল। সেই মোতাবেক ৪০ একর জমি তাদের লিজ দেওয়া হয়েছে। সরকার সেই লিজের টাকা পাবে।

ব্রুস লিছিলেন একজন হংকং-মার্কিন মার্শাল আর্টিস্ট, অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা ও দার্শনিক। তিনি ছিলেন জিৎ কুন দো -এর প্রত...
20/07/2025

ব্রুস লি

ছিলেন একজন হংকং-মার্কিন মার্শাল আর্টিস্ট, অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা ও দার্শনিক। তিনি ছিলেন জিৎ কুন দো -এর প্রতিষ্ঠাতা প্রয়াণ দিবসে জানায় বিনম্র শ্রদ্ধাঞ্জলি,,,

19/07/2025

📌 আপনাদের সাহায্য ছাড়া হয়ত ওর পক্ষে বাঁচাটা হয়তো অসম্ভব। মাত্র নয় মাস বয়সে কিছু বুঝে ওঠার আগেই অতি বিরল মারন রোগে আক্রান্ত দুধের শিশু ছোট্ট হৃদিকা, যার নাম Spinal muscular atrophy. এই রোগ শরীরের পেশী গুলোকে এমন ভাবে দুর্বল করে ফেলতে থাকে, যে ঘাড় সোজা রাখা, বসে থাকা, কিছু ধরা, পা তোলা এসব কিছুই কঠিন হয়ে পড়ে।

- এক সময় শ্বাস নেওয়া বা খাবার গিলতে পারার ক্ষমতাও চলে যায়। হৃদিকা জীবন স্বাভাবিক করে তুলতে পারে বিশেষ এক ধরনের জিন থেরাপি, ডাক্তারি পরিভাষায় যার নাম Zolgensma .... এই চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন যা একা জোগাড় করা আমার মতই কোনো মধ্যবিত্ত পরিবারের পক্ষেই সম্ভব নয়।

- আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যথা সম্ভব সামর্থ্য মত ১০ , ২০ টাকা অর্থ সাহায্য করুন।কারন আমরা এক কোটি মানুষ যদি দশ টাকা করেও দি, তাহলে হয়তো এই অর্থ জোগাড় করা খুব কঠিন নয়।আপনাদের সহযোগিতা ছাড়া আমরাও ওকে বাঁচাতে পারবো না। আসুন, সবাই মিলে এই লড়াইয়ে , দুধের শিশুটির পাশে এসে দাঁড়াই। যথাসাধ্য চেষ্টা করি ।

নিচে আমি ওনাদের ব্যাংক ডিটেলস এবং QR কোড দিয়ে রাখলাম। আপনি যতটুকু পারেন ততটুকু দিয়ে সাহায্য করুন 🙏

Please share this as much as possible 👇

📌 হৈমন্তী দাস (মা)
ফোন নাম্বার :8777062393

• To UPI : supporthridika@yesbankltd

• Impact Guru - https://www.impactguru.com/fundraiser/help-hridika-das



Address

Ranaghat

Alerts

Be the first to know and let us send you an email when Koushik Baral posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category