স্বপ্নউড়ান প্রকাশন

স্বপ্নউড়ান প্রকাশন publisher

আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য ............স্বপ্নউড়ান প্রকাশনের  এর পক্ষ থেকে, হেদুয...
29/08/2025

আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য ............
স্বপ্নউড়ান প্রকাশনের এর পক্ষ থেকে, হেদুয়া মোড়ে তাঁর আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করলেন স্বপ্নউড়ান কমিটির মুখ্য আহ্বায়ক ও স্বপ্নউড়ান প্রকাশনের প্রকাশক স্বপ্ননীল বিশ্বাস।

অভিনন্দন, শ্রদ্ধা ও শুভেচ্ছা ঝংকার সাহিত্য সম্মাননা – ১৪৩২প্রাপক : রুদ্রনীল বিশ্বাসবাংলা সাহিত্যের অন্তর্লীন সুরে আপনি এ...
29/08/2025

অভিনন্দন, শ্রদ্ধা ও শুভেচ্ছা

ঝংকার সাহিত্য সম্মাননা – ১৪৩২
প্রাপক : রুদ্রনীল বিশ্বাস

বাংলা সাহিত্যের অন্তর্লীন সুরে আপনি এক নিবেদিত প্রাণ স্রষ্টা, যিনি শব্দকে রূপ দিয়েছেন আলোয়, যিনি অক্ষরের বুননে গড়ে তুলেছেন অনন্য কাব্যভুবন। আপনার চিন্তার গভীরতা, অনুভূতির স্বচ্ছতা এবং সৃষ্টিশীলতার প্রগাঢ়তা শুধু পাঠকের মনকেই স্পর্শ করে না, তা হয়ে ওঠে সময়ের দলিল, মানবতার চিরন্তন ব্যাখ্যা।আজকের এই ঝংকার সাহিত্য সম্মাননা – ১৪৩২ কেবলমাত্র আপনার সাহিত্যিক প্রজ্ঞার স্বীকৃতি নয়, এটি আপনার অবিচল নিষ্ঠা, অক্লান্ত সাধনা ও কলমের দীপ্তির প্রতি সমগ্র সাহিত্যজগতের এক আন্তরিক কৃতজ্ঞতা। আপনার প্রতিটি লেখা যেন হয়ে ওঠে জীবনের নতুন পাঠ, অভিজ্ঞতার নতুন দিগন্ত এবং হৃদয়ের অমোঘ জাগরণ।এই সম্মান আমাদের সকলের গর্ব, কারণ আপনার সৃষ্টিশীলতার আলোয় আমরা আরও সমৃদ্ধ, আরও পূর্ণতা লাভ করেছি।স্বপ্নউড়ান প্রকাশন পরিবার গর্ব ও আনন্দে ভরে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও প্রগাঢ় অভিনন্দন। আমরা বিশ্বাস করি, আপনার কলমের দীপ্তি আগামী দিনে আলোকবর্তিকার মতো পথ দেখাবে নবীন লেখককে, দেবে নতুন চিন্তার দিশা, আর বাংলা ভাষাকে করবে আরও শৌর্যোজ্জ্বল ও অমলিন।

আপনার সাহিত্যপথ হোক চিরন্তন আলোকিত,
আপনার শব্দ হোক মানবতার অবিনাশী সুর,
আর আপনার সৃষ্টিশীলতা যুগে যুগে বাংলা সাহিত্যের আকাশকে করে তুলুক দীপ্তিমান, সমৃদ্ধ ও গৌরবময়।

আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল স্বপ্নউড়ান প্রকাশনের তরফ থেকে

অভিনন্দন ও শুভেচ্ছা ঝংকার সাহিত্য সম্পাদক সম্মাননা – ১৪৩২প্রাপক : শম্পা ভট্টাচার্যবাংলা সাহিত্যের বহমান স্রোতধারায় সম্পা...
29/08/2025

অভিনন্দন ও শুভেচ্ছা

ঝংকার সাহিত্য সম্পাদক সম্মাননা – ১৪৩২
প্রাপক : শম্পা ভট্টাচার্য

বাংলা সাহিত্যের বহমান স্রোতধারায় সম্পাদকের ভূমিকা এক অনন্য শক্তি, যা সাহিত্যকে শুধু প্রকাশিত করে না, বরং তাকে সঠিক দিশা দেখায়, আলোকিত করে তোলে। সেই মহৎ দায়িত্ব পালনে আপনার নিষ্ঠা, মমতা ও অনিঃশেষ শ্রম আজ এক মহিমান্বিত স্বীকৃতির আসনে আপনাকে প্রতিষ্ঠিত করেছে।ঝংকার সাহিত্য সম্পাদক সম্মাননা – ১৪৩২ প্রাপ্তি নিঃসন্দেহে আপনার জীবনের এক গৌরবময় অধ্যায়। আপনার সম্পাদনার স্পর্শে অসংখ্য লেখা হয়ে উঠেছে আরও সমৃদ্ধ, আরও প্রাঞ্জল, আরও পাঠযোগ্য। আপনার সুদূরপ্রসারী দৃষ্টি এবং সাহিত্যপ্রেমের আন্তরিকতা বাংলা সাহিত্যভুবনে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।আপনার এই প্রাপ্তি কেবল আপনার ব্যক্তিগত গৌরব নয়—এটি সমগ্র স্বপ্নউড়ান পরিবারের কাছে এক পরম আনন্দ ও অহংকারময় উদযাপন ।আপনার সাহিত্যযাত্রা হোক চিরন্তন আলোকবর্তিকা,যেখানে কলম হবে দিশারী,শব্দ হবে সেতুবন্ধন,আর আপনার সৃষ্টিশীলতার আলো যুগে যুগে বাংলা সাহিত্যের আকাশকে করবে আরও উজ্জ্বল, আরও সমৃদ্ধ।

স্বপ্নউড়ান প্রকাশন পরিবার গভীর শ্রদ্ধা, আন্তরিক শুভেচ্ছা ও প্রগাঢ় অভিনন্দন জানাচ্ছে আপনাকে

স্বপ্নউড়ান প্রকাশন আয়োজিত রাত পোহালো শারদপ্রাতে প্রকাশিত হলো আমাদের চতুর্থ বর্ষের শারদ সংখ্যা,  স্বপ্নউড়ান শারদ সংখ্য...
27/08/2025

স্বপ্নউড়ান প্রকাশন আয়োজিত রাত পোহালো শারদপ্রাতে প্রকাশিত হলো আমাদের চতুর্থ বর্ষের শারদ সংখ্যা, স্বপ্নউড়ান শারদ সংখ্যা ১৪৩২

স্বপ্নউড়ান প্রকাশন আয়োজিত রাত পোহালো শারদপ্রাতে অন্যতম প্রাপ্তি, উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি অঞ্জন ভট্টাচার্য
27/08/2025

স্বপ্নউড়ান প্রকাশন আয়োজিত রাত পোহালো শারদপ্রাতে অন্যতম প্রাপ্তি, উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি অঞ্জন ভট্টাচার্য

স্বপ্নউড়ান প্রকাশন আয়োজিত রাত পোহালো শারদপ্রাতে অন্যতম প্রাপ্তি, উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পীরা
27/08/2025

স্বপ্নউড়ান প্রকাশন আয়োজিত রাত পোহালো শারদপ্রাতে অন্যতম প্রাপ্তি, উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পীরা

স্বপ্নউড়ান প্রকাশন আয়োজিত রাত পোহালো শারদপ্রাতে অন্যতম প্রাপ্তি, উপস্থিত ছিলেন ঝংকার সাহিত্য পত্রিকার সম্পাদক অনুরণ সর...
27/08/2025

স্বপ্নউড়ান প্রকাশন আয়োজিত রাত পোহালো শারদপ্রাতে অন্যতম প্রাপ্তি, উপস্থিত ছিলেন ঝংকার সাহিত্য পত্রিকার সম্পাদক অনুরণ সরকার এবং স্রোতসিনী সাহিত্য পত্রিকার সম্পাদক সোমনাথ বোস

স্বপ্নউড়ান প্রকাশন আয়োজিত রাত পোহালো শারদপ্রাতে অন্যতম প্রাপ্তি, উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীত শিল্পী প্রসূন দাস
27/08/2025

স্বপ্নউড়ান প্রকাশন আয়োজিত রাত পোহালো শারদপ্রাতে অন্যতম প্রাপ্তি, উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীত শিল্পী প্রসূন দাস

স্বপ্নউড়ান প্রকাশন আয়োজিত রাত পোহালো শারদপ্রাতে অন্যতম প্রাপ্তি, উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী তথা, স্বপ্নড়ান প্র...
27/08/2025

স্বপ্নউড়ান প্রকাশন আয়োজিত রাত পোহালো শারদপ্রাতে অন্যতম প্রাপ্তি, উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী তথা, স্বপ্নড়ান প্রকাশনার অন্যতম অভিভাবক, এবং অনুষ্ঠানের অতিথি সুদীপ্তা রায়চৌধুরী মুখার্জি

স্বপ্নউড়ান প্রকাশন আয়োজিত রাত পোহালো শারদপ্রাতে আলোচনার বিষয় আমার ছেলের বাংলাটা ঠিক আসে না নিছক  পদ্যের পদাঘাত নাকি ব...
27/08/2025

স্বপ্নউড়ান প্রকাশন আয়োজিত রাত পোহালো শারদপ্রাতে আলোচনার বিষয়
আমার ছেলের বাংলাটা ঠিক আসে না
নিছক পদ্যের পদাঘাত নাকি বাস্তব সত্য
আলোচক স্বপ্ননীল বিশ্বাস ও আকাশ পাইন,
কথাসমন্বয় সুদীপ্ত রায়চৌধুরী মুখার্জি

স্বপ্নউড়ান প্রকাশন আয়োজিত রাত পোহালো শারদপ্রাতে অন্যতম প্রাপ্তি, উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি অমর মিশ্র,  বিক্রম সরকার, ত...
27/08/2025

স্বপ্নউড়ান প্রকাশন আয়োজিত রাত পোহালো শারদপ্রাতে অন্যতম প্রাপ্তি, উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি অমর মিশ্র, বিক্রম সরকার, তিয়াসা মুখার্জী, সুবিদিতা কুন্ড, নিলেশ নন্দী, সায়ন তালুকদার

Address

Birnagar Uttarapara Nadia
Ranaghat
741127

Telephone

+918617373402

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্নউড়ান প্রকাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to স্বপ্নউড়ান প্রকাশন:

Share

Category