
12/10/2024
কলকাতা বিমানবন্দরে ‘আকাশ-তিমি’! বৃহত্তম বেলুগা বিমান!
যেন ডাঙায় ডলফিন! অনেকটা তিমি মাছের মতো দেখতে এই BELUGA XL!
তিমির মুখের মতোই বিমানের সামনের দিক সরু হয়ে এসেছে। মাথা এবং পেট যথারীতি ফোলা। তিমির আদলেই তৈরি করা হয়েছে এই বিমান। কলকাতায় প্রথম বারের মতো অবতরণ করল বৃহত্তম সেই বেলুগা বিমান। বেলুগা সিরিজের এই বিমানটির নাম বেলুগা এক্সএল।
BELUGA XL হল BELUGA ST এর এক অত্যাধুনিক ও বড় সংস্করণ।
এর পূর্বে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছিল BELUGA ST!
এক-একটি বেলুগা বিমান তৈরিতে প্রায় তিন বছর সময় লাগে। মূলতঃ France, Germany, UK তে এগুলো তৈরি হয়! Particular এই মডেলটি একটি France manufacturing product!
১৯৯২ সালে এই ধরনের বিমান তৈরির কাজ শুরু হয়েছিল। বর্তমানে প্রতি সপ্তাহে মালপত্র নিয়ে অন্তত ৬০ বার যাতায়াত করে বেলুগা। মূলতঃ খুব বড়ো আকারের মালপত্র পরিবহণের জন্য বেলুগা ব্যবহৃত হয়। অন্যান্য মালবাহী বিমানের চেয়েও এই বিমান আকারে বড়। বিমানের নানা অংশও বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পরিবহণ করে থাকে বেলুগা। ইউরোপ এবং পশ্চিম দুনিয়ায় বেলুগার নিয়মিত যাতায়াত রয়েছে। আকার এবং আকৃতির জন্য আকাশপথ পরিবহণে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ‘আকাশ-তিমি’ বেলুগা। অনেকে একে ‘SUPER TRANSPORTER’ তকমাও দিয়েছেন। বেলুগার উন্নত সংস্করণ বেলুগা-এক্সএল ২০২০ সাল থেকে চালু হয়েছে। বেলুগা এক্সএল বিমানটি ৬৩.১ মিটার লম্বা। ডানা ৬০.৩ মিটার। এটি প্রায় ৫১ টন মাল পরিবহনের ক্ষমতা রাখে!