
18/07/2025
*Aadhaar-এর বায়োমেট্রিক আপডেট না করালেই বিপদ, দেখুন কী বলছে UIDAI...*
আধার কার্ড হল ভারতীয়দের অন্যতম প্রধান পরিচয় পত্র। আধার কিন্তু নাগরিকত্বের প্রমাণপত্র নয়। যাতে আধার কার্ডের সঙ্গে নাগরিকত্বের বিষয়টা ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে বিবেচনা করতে অনুরোধ জানিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু এরই মধ্যে দেশের নাগরিকদের প্রতি একটি অনুরোধ জানাল UIDAI বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া।
UIDAI দেশের নাগরিকদের জানিয়েছে, যাঁদের সন্তানদের ছোটবেলায় আধার কার্ড তৈরি করানো হয়েছিল, তাঁরা যেন সন্তানের বয়স ৭ পার হয়ে গেলে আধার কার্ড আপডেট করিয়ে নেন। বর্তমান আধার নিয়মাবলীর অধীনে এই আপডেট করানো যাবে বলেই জানিয়েছে দেশের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি। যে সব বাচ্চার ক্ষেত্রে এই আপডেট হয়নি তাদের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক আপডেট করাতে হবে।
দেশের বৈদ্যুতিন ও তথ্য-প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে এই আপডেট কিন্তু বাড়িতে বসে করা যাবে না। কোনও আধার সেবা কেন্দ্র বা আধার সেন্টারে গিয়ে আধার আপডেট করতে হবে। তবে, আপনার বাড়ির কাছের আধার এলরোলমেন্ট সেন্টার বা আধার সেবা কেন্দ্র কোথায় আছে, তা দেখতে দেশের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটির ওয়েবসাইট https://uidai.gov.in-এ যেতে হবে। সেখানে ‘লোকেট অ্যান এনরোলমেন্ট সেন্টার’ অপশনে গিয়ে নিজের রাজ্যে ও শহরের নাম দিলেই জানা যাবে কোথায় কোথায় আধার সেন্টার রয়েছে।