Habibpur Baral Private Limited

  • Home
  • Habibpur Baral Private Limited

Habibpur Baral Private Limited this is video creator page.

*Aadhaar-এর বায়োমেট্রিক আপডেট না করালেই বিপদ, দেখুন কী বলছে UIDAI...*আধার কার্ড হল ভারতীয়দের অন্যতম প্রধান পরিচয় পত্র...
18/07/2025

*Aadhaar-এর বায়োমেট্রিক আপডেট না করালেই বিপদ, দেখুন কী বলছে UIDAI...*

আধার কার্ড হল ভারতীয়দের অন্যতম প্রধান পরিচয় পত্র। আধার কিন্তু নাগরিকত্বের প্রমাণপত্র নয়। যাতে আধার কার্ডের সঙ্গে নাগরিকত্বের বিষয়টা ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে বিবেচনা করতে অনুরোধ জানিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু এরই মধ্যে দেশের নাগরিকদের প্রতি একটি অনুরোধ জানাল UIDAI বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া।

UIDAI দেশের নাগরিকদের জানিয়েছে, যাঁদের সন্তানদের ছোটবেলায় আধার কার্ড তৈরি করানো হয়েছিল, তাঁরা যেন সন্তানের বয়স ৭ পার হয়ে গেলে আধার কার্ড আপডেট করিয়ে নেন। বর্তমান আধার নিয়মাবলীর অধীনে এই আপডেট করানো যাবে বলেই জানিয়েছে দেশের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি। যে সব বাচ্চার ক্ষেত্রে এই আপডেট হয়নি তাদের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক আপডেট করাতে হবে।

দেশের বৈদ্যুতিন ও তথ্য-প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে এই আপডেট কিন্তু বাড়িতে বসে করা যাবে না। কোনও আধার সেবা কেন্দ্র বা আধার সেন্টারে গিয়ে আধার আপডেট করতে হবে। তবে, আপনার বাড়ির কাছের আধার এলরোলমেন্ট সেন্টার বা আধার সেবা কেন্দ্র কোথায় আছে, তা দেখতে দেশের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটির ওয়েবসাইট https://uidai.gov.in-এ যেতে হবে। সেখানে ‘লোকেট অ্যান এনরোলমেন্ট সেন্টার’ অপশনে গিয়ে নিজের রাজ্যে ও শহরের নাম দিলেই জানা যাবে কোথায় কোথায় আধার সেন্টার রয়েছে।

পাকিস্তানের মঞ্চে রামায়ণ!দৃষ্টান্ত স্থাপন করাচির থিয়েটার গ্রুপ-এর
18/07/2025

পাকিস্তানের মঞ্চে রামায়ণ!

দৃষ্টান্ত স্থাপন করাচির থিয়েটার গ্রুপ-এর

*সিউড়িতে জমজমাট স্কুল দাবা প্রতিযোগিতা, রাজ্য স্তরে যাওয়ার সুযোগ ১৭ জনের...*বীরভূমের সিউড়িতে অনুষ্ঠিত হল বিদ্যালয় স্...
17/07/2025

*সিউড়িতে জমজমাট স্কুল দাবা প্রতিযোগিতা, রাজ্য স্তরে যাওয়ার সুযোগ ১৭ জনের...*

বীরভূমের সিউড়িতে অনুষ্ঠিত হল বিদ্যালয় স্তরের দাবা প্রতিযোগিতা। জেলা স্তরের এই প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল থেকে অংশ নিয়েছিল ১০৬ জন প্রতিযোগী। দাবা মানেই শুধু খেলা নয়, মেধার লড়াই—আর সেই লড়াই দেখতে স্কুল প্রাঙ্গণেও ছিল দর্শকদের ভিড়। একদিনের এই সিলেকশন ট্রায়াল আয়োজন করেছিল ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর গেমস এন্ড স্পোর্টস, সহযোগিতায় বীরভূম জেলা দাবা সংস্থা ও সিউড়ি পাইকপাড়া সরস্বতী শিশু মন্দির। বালক-বালিকা বিভাগে অনূর্ধ্ব ১৪, ১৭ ও ১৯ বছর বয়সীদের মধ্যে তিন রাউন্ডে লড়াই চলে। সেখান থেকেই বাছাই করা হয়েছে সেরা ১৭ জনকে, যারা আগামী আগস্ট মাসে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনে অনুষ্ঠিত রাজ্য স্তরের দাবা প্রতিযোগিতায় অংশ নেবে।

সিউড়ি পাইকপাড়া সরস্বতী শিশু মন্দিরের প্রধান আচার্য জিতেন্দ্র চট্টোপাধ্যায় জানান,“এই উদ্যোগকে বীরভূমবাসী স্বাগত জানাচ্ছে, এবং এত সংখ্যক ছাত্রছাত্রী আজকের এই দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এটাও একটা দেখার মত বিষয়, আগামী দিনেও আশা রাখব আরও অনেক সংখ্যক ভাই বোন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।”

রামপুরহাট হেরিটেজ স্কুলের পরিচালক স্বর্ণেন্দু চট্টোপাধ্যায় বলেন,” আমরা বিভিন্ন স্কুল কর্তৃপক্ষকেও অনুরোধ করব, তারা নিজস্ব এলাকায় এই দাবা প্রতিযোগিতাকে উৎসাহ দিক। আজকের সমাজে যেখানে মোবাইল আমাদের বন্ধু, অনেক সময় সেটা ডিস্ট্র্যাক্ট করে। সেখানে দাবা আমাদের একটা অস্ত্র হতে পারে, বাচ্চাগুলোকে মন সংযোগ বাড়ানোর ক্ষেত্রে।“

এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ডিস্ট্রিক্ট কাউন্সিলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অসীম কুমার মন্ডল, বিদ্যালয় মহকুমা কমিটির সম্পাদক শুভাশিস ভাণ্ডারী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। একদিনের প্রতিযোগিতায় শুধুই জয়-পরাজয়ের লড়াই ছিল না, ছিল আগামী দিনের প্রতিশ্রুতি তৈরি হওয়ার সম্ভাবনাও। দাবা প্রেমী জেলার জন্য নিঃসন্দেহে এটি বড় খবর।

দুই হাত না থাকলেও আন্তর্জাতিক সুইমিং প্রতিযোগিতায় তিনটি স্বর্ণপদক জিতেছেন তিনি, তবুও আজ সবাই ভাইরাল করে সেই রিলসের নাচুন...
17/07/2025

দুই হাত না থাকলেও আন্তর্জাতিক সুইমিং প্রতিযোগিতায় তিনটি স্বর্ণপদক জিতেছেন তিনি, তবুও আজ সবাই ভাইরাল করে সেই রিলসের নাচুনে মেয়েগুলিকে, এই অসাধারণ যোদ্ধাকে নয়।

*মাঝআকাশে খুলল প্যারাসুট, সমুদ্র ছুঁল ‘ড্রাগনযান’, ছবিতে শুভাংশুর ঘরে ফেরা...* ২২ ঘণ্টার দীর্ঘ সফর শেষে প্রশান্ত মহাসাগর...
16/07/2025

*মাঝআকাশে খুলল প্যারাসুট, সমুদ্র ছুঁল ‘ড্রাগনযান’, ছবিতে শুভাংশুর ঘরে ফেরা...*

২২ ঘণ্টার দীর্ঘ সফর শেষে প্রশান্ত মহাসাগরে নেমে আসে ‘ড্রাগনযান’।

১৮ দিন মহাকাশে কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরলেন (ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার দুপুরে) ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা এবং তাঁর সঙ্গীরা। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পরই একে একে খুলে যায় ড্রাগনযানের চারটি প্যারাসুট। সেই সময়ে ক্যাপসুলের গতিবেগ ছিল ঘণ্টায় ২৪ কিলোমিটার।

ভারতীয় সময়ে দুপুর ৩টে ১ মিনিটে (আমেরিকার স্থানীয় সময় রাত ২টো ৩৯ মিনিট) আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান দিয়াগো উপকূলে ‘স্প্ল্যাশডাউন’ সম্পূর্ণ করে ‘ড্রাগনযান’। উল্লেখ্য, সমুদ্রে মহাকাশযান অবতরণের প্রক্রিয়াকে ‘স্প্ল্যাশডাউন’ বলা হয়।

২২ ঘণ্টার দীর্ঘ সফর শেষে ভাসতে ভাসতে প্রশান্ত মহাসাগরে নেমে আসে ‘ড্রাগনযান’ ক্যাপসুল। আগে থেকে সেখানে প্রস্তুত ছিল ‘রিকভারি ভেহিকল’ এবং উদ্ধারকারী দল।

শুভাংশুদের ক্যাপসুল অবতরণ করতেই দ্রুত সেটিকে তুলে নেওয়া হয় ‘রিকভারি ভেহিকল’-এ। শারীরিক পরীক্ষার পর ক্যাপসুল থেকে ধীরে ধীরে বাইরে বের করে আনা হয় চার নভশ্চরকে।

হাসিমুখে বাইরে বেরিয়ে আসেন শুভাংশু। চার নভশ্চরের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হলেও তাঁদের আরও বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে সূত্রের খবর।

২৬ জুন ইতিহাস তৈরি করেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। অ‌্যাক্সিয়ম-৪ অভিযানের অংশ হিসাবে অন্য তিন মহাকাশচারীর সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৌঁছান তিনি। তারপর গত কয়েকদিন ধরে মহাকাশ থেকে একাধিক বিষয়ে গবেষণা করেন চার নভশ্চর।

‘ড্রাগনযান’ থেকে প্রথমে বাইরে রেরিয়ে আসেন কমান্ডার পেগি হুইটসন। তারপরই ক্যাপসুলটি থেকে বেরোন শুভাংশু। তাঁর এই যাত্রা ঐতিহাসিক বলেই মনে করা হচ্ছে। ১৯৮৪ সালে রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসেবে মহাকাশ গিয়েছিলেন। তাঁর কীর্তিকে এবার স্পর্শ করলেন শুভাংশু। সময়ের হিসেবে রাকেশের থেকে অনেকটা বেশি সময় তিনি থাকলেন অন্তরীক্ষে। পাশাপাশি তিনিই প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গেলেন।

একজন বাবা হারা, অন্যজনের বাবা পান বিক্রেতা।আলিপুরদুয়ারের এই দুই কিশোরী হয়ে উঠেছে জেলার গর্ব, রাজ্যের অহংকার!!!জাতীয় মঞ্চ...
16/07/2025

একজন বাবা হারা, অন্যজনের বাবা পান বিক্রেতা।

আলিপুরদুয়ারের এই দুই কিশোরী হয়ে উঠেছে জেলার গর্ব, রাজ্যের অহংকার!!!

জাতীয় মঞ্চ থেকে রুপো জয়ী আলিপুরদুয়ারের এই দুই কিশোরী...

সম্প্রতি বিজ্ঞানীরা চালের দানার মতো ছোট্ট একটা পেসমেকার বানিয়েছেন। সিরিঞ্জ দিয়ে শরীরে ঢোকানো যায়, কোনও কাটাছেঁড়া বা তার...
14/07/2025

সম্প্রতি বিজ্ঞানীরা চালের দানার মতো ছোট্ট একটা পেসমেকার বানিয়েছেন। সিরিঞ্জ দিয়ে শরীরে ঢোকানো যায়, কোনও কাটাছেঁড়া বা তারের দরকারই হয় না। হার্টের সমস্যা ঠিক করে দেয়, আর যখন প্রয়োজন ফুরিয়ে যায়, তারপর নিজে থেকেই মিলিয়ে যায় – যেন কখনও ছিলই না।

এখন বর্ষাকাল সেই হিসেবে গ্রামের প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে বা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কামড়ের ডোজ/ এন্টিভেনাম থাকাটা জ...
14/07/2025

এখন বর্ষাকাল সেই হিসেবে গ্রামের প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে বা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কামড়ের ডোজ/ এন্টিভেনাম থাকাটা জরুরি মনে করছি।
যদি থাকে সেটা সাধারণ মানুষকে জানানোর প্রয়োজন মনে আছে। সাপ তো থাকে গ্রামীন এলাকায়/পাহাড়ি এলাকায় ! অথচ --এন্টিভেনাম ডোজগুলো রাখা হয় শহরে বা জেলা সদরে। যা গ্রাম থেকে অনেক টা দূরে..😔

বেশিরভাগ সাপে কাটা রোগী কাছে কোথাও এন্টিভেনাম না পাওয়ার কারণেই মারা যায়। আর জেলা/সদর হাসপাতাল অনেক দূরে হওয়ার কারণে কতগুলো রোগীর রাস্তায় প্রাণ চলে যায়।
হাসপাতালে ডাক্তারের কাছে পৌঁছাতে দেরি হয়ে যায়।😔

আর হ্যা সাপে কামড়ালে দয়া করে অজা/ কবিরাজের কাছে না গিয়ে সোজা ডাক্তারের কাছে যাবেন।এতে উপকৃত বেশি।।

🙏🙏সকলে ভালো থাকবেন সুস্থ্য থাকবেন🙏🙏

আমি অনুরোধ করব স্বাস্থ্য ভবনকে মানুষের স্বার্থে যেগুলো খুব জরুরী প্রয়োজন মনে হয়। সেই জিনিসগুলো অবশ্যই আপনারা কাছাকাছি কোথায় ব্যবস্থাপনার আস্থা করে দিবেন। যাতে করে সাধারণ মানুষ সঠিক সময়ে সেগুলির থেকে উপকৃত হতে পারে।।🙏😔🙏

*কোনও পেট্রোল পাম্পেই পাবেন না জ্বালানি! ১ নভেম্বর থেকে জারি হচ্ছে নিয়ম...* যে পেট্রোল পাম্পেই যান না কেন, পাবেন না পেট্...
13/07/2025

*কোনও পেট্রোল পাম্পেই পাবেন না জ্বালানি! ১ নভেম্বর থেকে জারি হচ্ছে নিয়ম...*

যে পেট্রোল পাম্পেই যান না কেন, পাবেন না পেট্রোল-ডিজেল। গাড়ি নিয়ে কড়া নিয়ম আসতে চলেছে খুব দ্রুত। সত্যি সত্যিই গ্রাহকরা আর পাবেন না জ্বালানি। হাতে মাত্র কয়েক মাসই সময় রয়েছে।

আগামী ১ নভেম্বর থেকে পেট্রেল পাম্পে গেলেও, বহু গাড়ি জ্বালানি পাবে না। যদি আপনার পেট্রোল চালিত গাড়ি হয়, তাহলে তা ১৫ বছরের পুরনো হলে এবং ডিজেল চালিত গাড়ি ১০ বছরের পুরনো হলে, আর জ্বালানি পাওয়া যাবে না।

এই নিয়ম কার্যকর হচ্ছে দিল্লি ও তার পার্শ্ববর্তী ৫ জেলা গুরুগ্রাম, ফরিদাবাদ, নয়ডা, গাজিয়াবাদ ও সোনিপতে। কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লিতে ১ জুলাই থেকেই এই নিয়ম কার্যকর করার কথা ছিল। তবে জনগণের চাপ ও ক্ষোভের মুখে পড়ে সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়।

মূলত এই গাড়িগুলির বয়স হয়ে গিয়েছে, এগুলির জীবনকাল পার করে গিয়েছে। তাই এই গাড়িগুলি বন্ধ করতেই জ্বালানি দেওয়া বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ১০ বছর ও ১৫ বছরের পুরনো গাড়িগুলিকে আর জ্বালানি দেওয়া হবে না।

দিল্লি ও সংলগ্ন এলাকাগুলিতে ২ লক্ষেরও বেশি গাড়ি চিহ্নিত করা হয়েছে। ১ নভেম্বর থেকে এই গাড়িগুলি আর জ্বালানি পাবে না। ইতিমধ্যেই এই পুরনো গাড়িগুলির মালিকদের নোটিস পাঠানো হয়েছে। আরটিও-র তরফে গাড়িমালিকদের বুড়ো গাড়ি অন্যত্র স্থানান্তরের জন্য নো অবজেকশন সার্টিফিকেট সংগ্রহ করতে বলা হয়েছে। কিংবা সরাসরি গাড়ি সারেন্ডার বা সমর্পণ করতে বলা হয়েছে। যদি কেউ এই নিয়ম না মানেন, তবে বড়সড় জরিমানা ও গাড়ি বাজেয়াপ্ত করা হবে।

*কীভাবে পুরনো গাড়ি চিনবে পেট্রোল পাম্পগুলি?*

পুরনো বা বুড়ো গাড়ি চিনতে পেট্রোল পাম্পগুলিতে লাগানো থাকবে ক্যামেরা। এই ক্যামেরা গাড়ির নম্বর প্লেট স্ক্যান করবে। স্ক্যান হওয়ার সঙ্গে সঙ্গে বলে দেবে গাড়ির বয়স। যদি বয়সসীমা পার করে যায়, তবে পেট্রোল পাম্প থেকে পেট্রোল-ডিজেল দেওয়া হবে না।

*বারাসত থেকে পেট্রাপোল, যশোর রোড সংস্কারে ৪৩ কোটি টাকা, কাজ শুরু শীঘ্র...* দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে বারাসত থেকে বা...
12/07/2025

*বারাসত থেকে পেট্রাপোল, যশোর রোড সংস্কারে ৪৩ কোটি টাকা, কাজ শুরু শীঘ্র...*

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে বারাসত থেকে বাংলাদেশ সীমান্ত পেট্রাপোল পর্যন্ত ৩৫ নম্বর জাতীয় সড়ক সংস্কারের উদ্যোগ নিল রাজ্যের পূর্ত দপ্তরের ন্যাশনাল হাইওয়ে বিভাগ।

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে বারাসত থেকে বাংলাদেশ সীমান্ত পেট্রাপোল পর্যন্ত ৩৫ নম্বর জাতীয় সড়ক সংস্কারের উদ্যোগ নিল রাজ্যের পূর্ত দপ্তরের ন্যাশনাল হাইওয়ে বিভাগ। এর জন্য ব্যয় হবে প্রায় সাড়ে ৪৩ কোটি টাকা। ইতিমধ্যেই কাজের ছাড়পত্র মিলেছে। দ্রুত কাজ শুরু হবে বলে জানিয়েছে রাজ্যের জাতীয় সড়ক শাখা।

৩৫ নম্বর জাতীয় সড়ক বারাসতের ডাকবাংলো মোড় থেকে চলে গিয়েছে পেট্রাপোল সীমান্ত পর্যন্ত। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়েই নিত্যদিন হাজার হাজার মানুষের যাতায়াত। তার সঙ্গে রয়েছে লরি সহ বড় বড় পণ্যবাহী গাড়ির চাপ। কয়েক বছর আগে এই রাস্তাটি সংস্কার করা হয়েছিল। কিন্তু বর্তমানে বিভিন্ন জায়গা ভেঙেচুরে বেহাল হয়ে গিয়েছে। ফলে ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। এর জেরেই ঘটছে দুর্ঘটনা। হাবড়া, অশোকনগর কিংবা গোবরডাঙায় জাতীয় সড়কের অবস্থা কিছুটা ভালো হলেও বারাসত বা দত্তপুকুরে ব্ল্যাকটপের হাল উদ্বেগজনক। সদর শহর বারাসতে এই রাস্তা যেন মারণফাঁদে পরিণত হয়েছে। নিত্য ঘটছে দুর্ঘটনা। ফলে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছিল। অবশেষে সেই যন্ত্রণার অবসান ঘটাতে উদ্যোগী হয়েছে সংশ্লিষ্ট দপ্তর। জানা গিয়েছে, অতি দ্রুত এই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। দপ্তর সূত্রের খবর, রাস্তার দৈর্ঘ্য প্রায় ৬০ কিলোমিটার। এটি সংস্কারের জন্য বরাদ্দ হয়েছে ৪৩ কোটি ৩৫ লক্ষ ৮৬ হাজার ৫১৪ টাকা। ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া হয়ে গিয়েছে।

ইঞ্জিনিয়ারদের কথায়, রাস্তায় জল জমার জন্যই দ্রুত বেহাল হয়ে যাচ্ছে। প্রশাসনিক উদাসীনতার কারণেই জাতীয় সড়কে জল জমে থাকে। এর ফলে পিচের আস্তরণের ব্যাপক ক্ষতি হচ্ছে। স্থানীয় প্রশাসন নিকাশি ব্যবস্থা উন্নত করতে না পারলে রাস্তা কখনই টেকসই হবে না। এ নিয়ে দপ্তরের এক পদস্থ কর্তা বলেন, এই রাস্তা সংস্কার হবে পিবিএমসি পদ্ধতিতে। সরকারি নিয়ম অনুযায়ী কর্মক্ষমতা অনুযায়ী রক্ষণাবেক্ষণের জন্য চুক্তি করা হচ্ছে একটি এজেন্সির সঙ্গে। পরবর্তী পাঁচ বছর এই রাস্তা ওই এজেন্সি রক্ষণাবেক্ষণ করবে। পুরো দায়িত্ব ওদের। এ নিয়ে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি দিয়েছিলাম। পাশাপাশি রাজ্যস্তরেও মেরামতের জন্য দরবার করেছিলাম। অবশেষে অনুমোদন মিলেছে। দ্রুত কাজ শুরু হবে। মানুষ দীর্ঘদিনের যন্ত্রণা থেকেও মুক্তি পাবেন। বারাসতের বাসিন্দা চৈতি বসু বলেন, বাসে বা অটোয় চাঁপাডালি থেকে ডাকবাংলোয় আসতে প্রাণ ওষ্ঠাগত হয়। অবশেষে দেরিতে হলেও কাজ হবে জেনে ভালো লাগছে। তবে, এই জাতীয় সড়কের উপর একাধিক রেল গেটের কারণে যানজটে নাকাল হয় মানুষ। এটা নিয়ে প্রশাসনের ভাবা উচিত।

প্রেমিকা আর নেই,,,তাতে কি হয়েছে, তার স্বপ্ন তো আছে,প্রেমিকার স্বপ্ন নিয়েই পাহাড় ছোঁয় প্রেমিক।
12/07/2025

প্রেমিকা আর নেই,,,

তাতে কি হয়েছে, তার স্বপ্ন তো আছে,
প্রেমিকার স্বপ্ন নিয়েই পাহাড় ছোঁয় প্রেমিক।

UPI এখন বিশ্বব্যাপী    #
11/07/2025

UPI এখন বিশ্বব্যাপী

#

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Habibpur Baral Private Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Habibpur Baral Private Limited:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share