রানাঘাট উপাসনা মন্দির

রানাঘাট উপাসনা মন্দির 🌺🌸রানাঘাট উপাসনা মন্দির🌸🌺
🙏🙏শ্রী শ্রী মদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব 🙏🙏

শ্রী গুরু জয়🙏শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদে আমি গত ১৫ই মে, ২০২৫ তারিখে শ্রী গুরু সংঘের পতাকা মাউন্ট এভারেস্টের শিখরে নিয়ে...
28/05/2025

শ্রী গুরু জয়🙏
শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদে আমি গত ১৫ই মে, ২০২৫ তারিখে শ্রী গুরু সংঘের পতাকা মাউন্ট এভারেস্টের শিখরে নিয়ে যেতে সমর্থ হই 🙏 শ্রী গুরু ভগবান আমার উপর তাঁর করুণা বর্ষণ করেন, আমি সুস্থ শরীরে মাউন্ট এভারেস্টের শিখর স্পর্শ করে ফিরে আসি 🙏 শ্রী গুরু জয় 🙏

 #"আমাকে যখন স্মরণ করিয়াছ তখন দুশ্চিন্তা করিও না।"       ........শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব।।
24/05/2025

#"আমাকে যখন স্মরণ করিয়াছ তখন দুশ্চিন্তা করিও না।"
........শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব।।

 #"অনুগত শিষ্যের প্রধান কর্তব্য গুরুর ইচ্ছা পূরণ করা। শিষ্য হইলে তাহার নিজের ইচ্ছা গুরু সমীপে বলি দেওয়া হয়। যখন নিজেদে...
22/05/2025

#"অনুগত শিষ্যের প্রধান কর্তব্য গুরুর ইচ্ছা পূরণ করা। শিষ্য হইলে তাহার নিজের ইচ্ছা গুরু সমীপে বলি দেওয়া হয়। যখন নিজেদের ইচ্ছা সম্পূর্ণ ত্যাগ করিতে পারিবে তখনি গুরুর ইচ্ছা নিজেদের ভিতরে ফুটিয়া উঠিবে।"

..........শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব।।

 #“তোমাদের অন্তরই মন্দির-সে মন্দিরে শ্রীগুরুকে আত্মভাবে ভজনা করিয়া সুখী হও।”      ..........শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পর...
17/05/2025

#“তোমাদের অন্তরই মন্দির-সে মন্দিরে শ্রীগুরুকে আত্মভাবে ভজনা করিয়া সুখী হও।”
..........শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব।।

রানাঘাট শাখা সঙ্গে প্রধান কর্মী অমূল্য রতন দাস মহাশয় মেয়ে রুম্পা দাস।এভারেস্ট জয় করলেন।🙏শ্রী গুরু জয়🙏🙏শ্রী গুরু জয়🙏...
16/05/2025

রানাঘাট শাখা সঙ্গে প্রধান কর্মী অমূল্য রতন দাস মহাশয় মেয়ে রুম্পা দাস।
এভারেস্ট জয় করলেন।
🙏শ্রী গুরু জয়🙏
🙏শ্রী গুরু জয়🙏
🙏শ্রী গুরু জয়🙏

 #"শ্রীগুরু মঙ্গলময়, সর্ব্বভাবে সর্ব্ব অবস্থায় মঙ্গলময়- এই বিশ্বাস দৃঢ় হইতে হইবে। কাহারো কথায় বা কোনও অবস্থাতেই এই বিশ্ব...
15/05/2025

#"শ্রীগুরু মঙ্গলময়, সর্ব্বভাবে সর্ব্ব অবস্থায় মঙ্গলময়- এই বিশ্বাস দৃঢ় হইতে হইবে। কাহারো কথায় বা কোনও অবস্থাতেই এই বিশ্বাস হইতে বিচলিত হওয়া চলিবে না। পরীক্ষা আছেই। সব পরীক্ষাতেই অবিচলিত থাকা দরকার। যদি কেউ বলে যে, দেখে এলাম গুরুদেব পলাশীতে বসে তোমার অমঙ্গল করার জন্য যজ্ঞ করিতেছেন, তাহা হইলেও এই প্রত্যয় হওয়া চাই- গুরুদেব আমার অমঙ্গলের জন্য যে যজ্ঞ করিতেছেন, সেই অমঙ্গলই আমার পক্ষে মঙ্গল।"

.........শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব ।।

(ডাঃ নারায়ণ চন্দ্র বন্দ্যোপাধ্যায় দাদার ডায়েরি থেকে)

 #"সরল জীবন যাপন করিবে। বিলাসিতা ত্যাগ করিবে। অনাবশ্যক দ্রব্যাদি ক্রয় বা ব্যবহার করিবে না। সত্য ও সতের সঙ্গ করিবে।"     ...
12/05/2025

#"সরল জীবন যাপন করিবে। বিলাসিতা ত্যাগ করিবে। অনাবশ্যক দ্রব্যাদি ক্রয় বা ব্যবহার করিবে না। সত্য ও সতের সঙ্গ করিবে।"
..........শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব।।

🙏🌺🪷শ্রীগুরু জয় 🪷🌺🙏 #আমি তোমাদের ভার লইয়াছি । প্রতিক্ষণে টানিতেছি --- দৃষ্টি দ্বারা কল্যাণ করিতেছি। তোমরা পথে থাক, তবেই ...
11/05/2025

🙏🌺🪷শ্রীগুরু জয় 🪷🌺🙏

#আমি তোমাদের ভার লইয়াছি । প্রতিক্ষণে টানিতেছি --- দৃষ্টি দ্বারা কল্যাণ করিতেছি। তোমরা পথে থাক, তবেই টানের ও দৃষ্টি আকর্ষণ বুঝিতে পারিবে। পথভ্রষ্ট হইও না বা বাঁকা পথ ধরিও না।
(বাণী চিরন্তনী-পৃষ্ঠা ২১২

🌺🪷🙏 .......শ্রীশ্রী ঠাকুর......🙏🪷🌺

 #"তুমি অমৃতের পুত্র ! তোমার আবার ভয় কি ? তুমি বিশুদ্ধ, তুমি স্বচ্ছ, তুমি নিষ্কল ৷ মনে বিশ্বাস রাখ ৷ আনন্দে ডুবিয়া থাক ৷...
07/05/2025

#"তুমি অমৃতের পুত্র ! তোমার আবার ভয় কি ? তুমি বিশুদ্ধ, তুমি স্বচ্ছ, তুমি নিষ্কল ৷ মনে বিশ্বাস রাখ ৷ আনন্দে ডুবিয়া থাক ৷ পাপ তোমাকে স্পর্শ করিতে পারিবে না ৷ শয়তান তোমাকে দেখিয়া ভয় পাইবে, খল কাছে আসিবে না, নিন্দুক দূরে সরিয়া যাইবে ৷ তুমি আনন্দময়ের দাস ৷ নি:স্বার্থ ভাবে তাঁহারই সেবা কর ৷ দেশের সেবা, দশের সেবা, দু:স্থের সেবা, আর্তের সেবা, দরিদ্রের সেবা, রোগীর সেবা - এসব তাঁহারই সেবা ৷ মনে ভাবিও না- তুমি পরোপকার করিতেছ ! কেহই তো তোমার পর নহে ৷ সকলই যে আপনজন; সকলই তোমার ভাই বোন, প্রত্যেকের সঙ্গেই তোমার আত্মীয়তার বন্ধন ৷ উহা তুমি অনুভব কর ৷ তুমি মানুষের জন্ম দেখিও না, ধর্ম দেখিও না, কুল দেখিও না, বর্ণ দেখিও না, জাতি দেখিও না, খাদ্য দেখিও না, আচার দেখিও না, দেখিও তাঁহাদের মধ্যে যে আনন্দময় তাঁহাকে ৷ সেবা করিও আনন্দে ৷ মনে রাখিও-
তোমার কিছুই নাই ৷ সংসার নাই, স্ত্রী পুত্র অর্থ বিত্ত কিছুই নাই ৷ সকলই তোমার আনন্দময় প্রভুর ৷ তুমি তাঁহার ভৃত্য, তুমি তাঁহার দাস ৷ সত্ ভৃত্যের ন্যায় আনন্দে সেবা কর ৷ তোমার প্রভুর প্রীতি সাধন কর ৷ তিনি তোমাকে আশীর্বাদ করিবেন ৷৷"
🪷🙏🌺শ্রীগুরু জয়🌺🙏🪷

 #এই সংসারে গুরু মহাত্মাগন আপন অনুভব, সঙ্গ দান, গল্প, নানা উপমা ও উপদেশের মাধ্যমে ভক্তের মনকে অন্তর্মুখী করে দেওয়ার চেষ...
06/05/2025

#এই সংসারে গুরু মহাত্মাগন আপন অনুভব, সঙ্গ দান, গল্প, নানা উপমা ও উপদেশের মাধ্যমে ভক্তের মনকে অন্তর্মুখী করে দেওয়ার চেষ্টা করেন। তবে সদ্ গুরুরাই কেবল ভক্তদের হৃদয়ে জ্ঞানালোকের প্রদীপ জ্বালাতে সর্বদা ব্যাকুল হন। অপরদিকে গুরুবাক্য স্মরণ করে সেরকম আচরণ করলেই শিষ্যহৃদয়ে সময়ে গুরুকৃপা আসতে থাকে। 'কৃপা' মানে করে পা‌ওয়া। কি করতে হবে? পূজা, জপ, ধ্যান, শাস্ত্র অধ্যয়ন, সেবা প্রভৃতি।
🙏🌺শ্রীগুরু জয়🌺🙏
🪷🪷গুরু কৃপাহি কেবলম্🪷🪷
সুপ্রভাত

 #সৎলোক গঠন করা এবং অন্যান্য লোককে সৎপথে চিনাইয়া দেবার জন্যই শ্রীগুরু সঙঘ গঠিত হইয়াছে।"প্রাণের প্রার্থনা বলিতে মনে মুখ...
03/05/2025

#সৎলোক গঠন করা এবং অন্যান্য লোককে সৎপথে চিনাইয়া দেবার জন্যই শ্রীগুরু সঙঘ গঠিত হইয়াছে।
"প্রাণের প্রার্থনা বলিতে মনে মুখে লেখনীতে এক করিয়া যে প্রার্থনা, তাহাকে বুঝায়।"
........... শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব।।

🌺🙏শ্রীগুরু জয়🙏🌺 #শ্রী শ্রী ঠাকুর দুর্গাপ্রসন্ন পরমহংসদেব ১৩৭৪ বঙ্গাব্দের ২৪শে চৈত্র ,ভক্তসম্মেলনে *শ্রীগুরু সঙ্ঘ* সম্পর্...
02/05/2025

🌺🙏শ্রীগুরু জয়🙏🌺

#শ্রী শ্রী ঠাকুর দুর্গাপ্রসন্ন পরমহংসদেব ১৩৭৪ বঙ্গাব্দের ২৪শে চৈত্র ,ভক্তসম্মেলনে *শ্রীগুরু সঙ্ঘ* সম্পর্কে ব্যক্ত করলেন——

🌺শ্রীগুরু সঙ্ঘ হ'ল পথ প্রদর্শক। প্রতিটি জীবের পথ প্রদর্শক হ'ল শ্রীগুরু সঙ্ঘ। তাই এই সঙ্ঘের একান্ত আবশ্যক।

🌺 প্রত্যেকে প্রত্যেকের দুঃখ দারিদ্রতা দূর করুক এবং প্রত্যেকের আত্মার কল্যাণ করুক। আত্মার উন্নতি করুক। এ হইল প্রধান উদ্দেশ্য - শ্রীগুরু সঙ্ঘের।

🌺 শ্রীগুরু সঙ্ঘ পরোপকার করার জন্য স্থাপন করা হইয়াছে। শ্রীগুরু সঙ্ঘ নিজের ক্ষতি করিয়া পরের উপকার করিতে প্রস্তুত। শ্রীগুরু সঙ্ঘ সাধ্যাতীত ভাবে জীবের উপকার করিয়া এখনও আসিতেছে এবং ভবিষ্যতেও করিবে।

🌺এ সঙ্ঘের ভিতরে কোন প্রবঞ্চনা নাই। কোন কার্পণ্যতা নাই, আবিলতা নাই, কোন পঙ্কিলতা নাই।

🌺🙏গুরু কৃপাহি কেবলম্🙏🌺

Address

Ranaghat

Opening Hours

Monday 7:30am - 10pm
Tuesday 7:30am - 10pm
Wednesday 7:30am - 10pm
Thursday 7:30am - 10pm
Friday 7:30am - 10pm
Saturday 7:30am - 10pm
Sunday 5am - 11pm

Alerts

Be the first to know and let us send you an email when রানাঘাট উপাসনা মন্দির posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category