04/11/2025
💖রজঃস্বলা, অকামা, মলিনা, অপ্রিয়া, উচ্চবর্ণা, বয়োজ্যেষ্ঠা, হীনাঙ্গী, ব্যাধিপীড়িতা, গর্ভিণী, যোনিরোগগ্রস্তা, সগোত্রা, গুরুপত্নী, অগম্যা ও প্রব্রজিতা নারীতে গমন করিবে না।
💖প্রাতঃকালে, অর্দ্ধরাত্রিতে, মধ্যাদিনে এবং লজ্জাবহ, অনাবৃত বা কলুষিত স্থানে স্ত্রীসঙ্গম করিবে না। রমণকালে ললাটদেশ অনাবৃত রাখিও না।
💖ঊর্ধ্বভাবে (দাঁড়াইয়া) অথবা চিৎ হইয়া পুরুষদের সঙ্গম করা উচিত নহে।
💖তির্য্যগ্যানিতে, যোনি ভিন্ন অন্ন ছিদ্রে মৈথুন করিলে বিবিধ অনিষ্ট হইয়া থাকে।
💖 মলবেগ বা মূত্রবেগে পীড়িত হইয় স্ত্রীসহবাস করিলে শুক্রাশ্মরী (পাথুরী) রোগ উৎপন্ন হয়।
💖স্ত্রীসঙ্গমের পরে মধুর ভক্ষদ্রব্য, শর্করামিশ্রিত দুগ্ধ ও মাংসরস প্রভৃতি দ্রব্যের পানভোজন এবং স্নান ব্যজন ও নিদ্রা বিশেষ উপকারী।
.......শ্রী শ্রী নিগমানন্দ পরমহংস......