07/05/2025
#"তুমি অমৃতের পুত্র ! তোমার আবার ভয় কি ? তুমি বিশুদ্ধ, তুমি স্বচ্ছ, তুমি নিষ্কল ৷ মনে বিশ্বাস রাখ ৷ আনন্দে ডুবিয়া থাক ৷ পাপ তোমাকে স্পর্শ করিতে পারিবে না ৷ শয়তান তোমাকে দেখিয়া ভয় পাইবে, খল কাছে আসিবে না, নিন্দুক দূরে সরিয়া যাইবে ৷ তুমি আনন্দময়ের দাস ৷ নি:স্বার্থ ভাবে তাঁহারই সেবা কর ৷ দেশের সেবা, দশের সেবা, দু:স্থের সেবা, আর্তের সেবা, দরিদ্রের সেবা, রোগীর সেবা - এসব তাঁহারই সেবা ৷ মনে ভাবিও না- তুমি পরোপকার করিতেছ ! কেহই তো তোমার পর নহে ৷ সকলই যে আপনজন; সকলই তোমার ভাই বোন, প্রত্যেকের সঙ্গেই তোমার আত্মীয়তার বন্ধন ৷ উহা তুমি অনুভব কর ৷ তুমি মানুষের জন্ম দেখিও না, ধর্ম দেখিও না, কুল দেখিও না, বর্ণ দেখিও না, জাতি দেখিও না, খাদ্য দেখিও না, আচার দেখিও না, দেখিও তাঁহাদের মধ্যে যে আনন্দময় তাঁহাকে ৷ সেবা করিও আনন্দে ৷ মনে রাখিও-
তোমার কিছুই নাই ৷ সংসার নাই, স্ত্রী পুত্র অর্থ বিত্ত কিছুই নাই ৷ সকলই তোমার আনন্দময় প্রভুর ৷ তুমি তাঁহার ভৃত্য, তুমি তাঁহার দাস ৷ সত্ ভৃত্যের ন্যায় আনন্দে সেবা কর ৷ তোমার প্রভুর প্রীতি সাধন কর ৷ তিনি তোমাকে আশীর্বাদ করিবেন ৷৷"
🪷🙏🌺শ্রীগুরু জয়🌺🙏🪷