Social Topic

Social Topic Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Social Topic, Digital creator, Ranaghat.

কারখানার সংখ্যার শীর্ষে ভারতের কোন রাজ্য?
14/09/2025

কারখানার সংখ্যার শীর্ষে ভারতের কোন রাজ্য?

ভারতের ১৫ তম উপরাষ্ট্রপতি
14/09/2025

ভারতের ১৫ তম উপরাষ্ট্রপতি

✅️ পুরুষদের হকি এশিয়া কাপ 2025 :● ​বিজয়ী: ভারত 🇮🇳 ● ​রানার আপ: দক্ষিণ কোরিয়া● ​তৃতীয় স্থান: মালয়েশিয়া● ​ফাইনাল: ফা...
07/09/2025

✅️ পুরুষদের হকি এশিয়া কাপ 2025 :

● ​বিজয়ী: ভারত 🇮🇳
● ​রানার আপ: দক্ষিণ কোরিয়া
● ​তৃতীয় স্থান: মালয়েশিয়া
● ​ফাইনাল: ফাইনালে ভারত ৪-১ গোলে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে। দিলপ্রীত সিং ভারতের হয়ে জোড়া গোল করেন এবং সুখজিৎ সিং ও অমিত রোহিদাস একটি করে গোল করেন।
● ​গুরুত্ব: এই জয়ের মাধ্যমে ভারত 2026 সালের পুরুষদের হকি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে।

শুভ শিক্ষক দিবসের শুভেচ্ছা আমার সকল শিক্ষাগুরুকে💝
05/09/2025

শুভ শিক্ষক দিবসের শুভেচ্ছা আমার সকল শিক্ষাগুরুকে💝

GST Reform....
04/09/2025

GST Reform....

🇮🇳 দেশের প্রধানমন্ত্রীর পুজোর উপহার 🇮🇳GST কমে গেল নিত্যপ্রয়োজনীয় জিনিস, জীবনদায়ী ওষুধ থেকে শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, গ...
04/09/2025

🇮🇳 দেশের প্রধানমন্ত্রীর পুজোর উপহার 🇮🇳
GST কমে গেল নিত্যপ্রয়োজনীয় জিনিস, জীবনদায়ী ওষুধ থেকে শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, গাড়ি, ইলেকট্রনিক্স সহ নানা ক্ষেত্রে।
এবার সাশ্রয় হবে আপনাদের পকেটের টাকা।

✨ কিছু বড় পরিবর্তন ✨
👉 হেয়ার অয়েল, শ্যাম্পু, টুথপেস্ট ইত্যাদিতে 18% থেকে কমে 5%
👉 বাটার, ঘি, চিজ ইত্যাদি 12% থেকে কমে 5%
👉 ইনস্যুরেন্সে 18% থেকে শূন্য (0%)
👉 মেডিক্যাল অক্সিজেন ও সব ডায়াগনস্টিক টেস্ট কিট 12% থেকে কমে 5%
👉 বেশ কিছু জীবনদায়ী ওষুধে এবং ইন্সুরেন্সের ক্ষেত্রে GST শূন্য করে দেওয়া হলো
👉 পেন্সিল, শার্পনার, খাতা 12% থেকে শূন্য (0%)
👉 এয়ার কন্ডিশনার, টিভি, ফ্রিজ 28% থেকে কমে 18%
👉 ট্রাক্টর, স্প্রিংকলার, ফার্মিং মেশিন 12%-18% থেকে কমে 5%

এই লেখার মধ্যে সবকটা উল্লেখ করা সম্ভব হলো না, কিন্তু যে লিস্ট দেওয়া আছে তার মধ্যে কয়েকটা দেওয়া থাকলো— বাকিগুলো খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন।

🙏 ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি-কে, সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ ও সাশ্রয়ী করার জন্য।
fans

তিলকা মাঝি বা তিলকা মুরমু ,আদিবাসী বিদ্রোহের প্রথম যুগের নেতা ও ভারতের স্বাধীনতা সংগ্ৰামের শহীদ।*বিদ্রোহের নেতৃত্ব*ভাগলপ...
25/08/2025

তিলকা মাঝি বা তিলকা মুরমু ,আদিবাসী বিদ্রোহের প্রথম যুগের নেতা ও ভারতের স্বাধীনতা সংগ্ৰামের শহীদ।

*বিদ্রোহের নেতৃত্ব*
ভাগলপুরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যে 'খেরওয়াড় বিদ্রোহ' হয় তার নেতা ও ভারতের প্রথম সাঁওতাল বিদ্রোহের শহীদ। ১৭৮১-৮৪ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জমি লুঠ ও বলপূর্বক খাজনা আদায়ের নির্মম পন্থা অবলম্বন করে তার বিরুদ্ধে গরীব সাঁওতালদের মধ্যে যে তীব্র ক্ষোভের সূচনা হয় তাকে গণ বিদ্রোহের আকার দেন তিলকা। তাকে বাবা তিলকা মাঝি বলা হতো। এই দীর্ঘ আন্দোলনে বহু সাঁওতাল শহীদ হন। ১৭৭৮ সালে ১৩০০ জন সাঁওতাল বিদ্রোহী নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রামগড় ব্যাটালিয়ন কব্জা করে নেন এবং কোম্পানির ট্রেজারি কুঠি লুঠ করে জনগণের মধ্যে বিলিয়ে দেন তিনি। ১৭৮৪ জানুয়ারি মাসে ভাগলপুরের ইংরেজ কালেক্টর অগাস্ট ক্লিভল্যান্ড তিলকপুরের জঙ্গলে ইংরেজ সেনাবাহিনী তিলকা ও তার সাথীদের ঘেরাও করে।[১] এই সংগ্রামে আহত অবস্থায় তিলকা মাঝি ধরা পড়েন।
বিদ্রোহের শাস্তি স্বরূপ তাকে ছুটন্ত ঘোড়ার পেছনে বেঁধে দেওয়া হয়। এই নৃশংস পদ্ধতিতেও তার মৃত্যু না হলে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় ভাগলপুর শহরে। তিলকা মাঝি ভারতের ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের অন্যতম শহীদ হিসেবে।

25/08/2025

Address

Ranaghat
741202

Website

Alerts

Be the first to know and let us send you an email when Social Topic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share