27/03/2025
খোলাচিঠি পাবলিকেশন নিয়ে এসেছে এক অভিনব সংকলন ..... 📖
❝একটি নামের খোঁজে❞
সম্পাদনায়: শ্বেতা মণ্ডল (অপ্রেমিকা)
আপনারা যদি লিখতে ভালোবাসেন তাহলে আর দেরি না করে নিজের পছন্দের সেরা লেখা জমা করুন।
🛑 লেখা পাঠানোর জন্য যোগাযোগ করুন: +91 83368 27661
🔷 বইটি GOVT. REGD, PRINTED এবং ISBN,Hard Board Binding যুক্ত হবে।
🛑 নিয়মাবলী:
১). স্রষ্টা যেকোনো বিষয়ে লেখা জমা করতে পারেন। বিষয় উন্মুক্ত।
২). সর্বাধিক ১২ - ১৪ লাইনের মধ্যে একটি কবিতা পাঠাবেন।
সর্বাধিক ২৫০- ৩০০শব্দের মধ্যে একটি অনুগল্প পাঠাবেন।
৩). সংকলনে ফটোগ্রাফি (𝐦𝐨𝐧𝐨𝐜𝐡𝐫𝐨𝐦𝐞), আঁকাআঁকি (ম্যানুয়াল),ক্যালিগ্রাফি, পেনোগ্রাফি,টাইপোগ্রাফি পাঠাতে পারেন। ডকুমেন্ট ফাইলে জমা করবেন।
৪). নির্বাচিত লেখক লেখিকা ও শিল্পীদের জন্যে থাকছে মেমেন্টো ও সম্মাননা শংসাপত্র। 📜🏅🎗🏆
৫). একটি চমকপ্রদ অনুষ্ঠানের মাধ্যমে বইটি প্রকাশিত হবে। ধীরে ধীরে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। 🎀
৬) ২০শে এপ্রিল,২০২৫ লেখা জমা নেওয়ার শেষ তারিখ। এরপর লেখা গ্রহণ করা হবে না।
৭) প্রত্যেক শিল্পী নিজের সেরা চারটি সৃষ্টি জমা করতে পারবেন। সৃষ্টির সাথে নিজস্ব পরিচিতি এবং নিজের এক কপি ছবি দিতে হবে।
৮). লেখক ও সম্পাদকের যৌথ উদ্যোগে বইটি প্রকাশিত হবে। আমরা সৌজন্য সংখ্যা দিতে অপারগ। তাই সৃষ্টি মনোনীত হলে প্রি- বুকিং করে নেওয়ার অনুরোধ রইলো। প্রি- বুকিং মুল্য মাত্র ৮০০ টাকা। (কুরিয়ার চার্জ আলাদা!)
◾️লেখা মনোনীত হলে ২দিনের মধ্যে যোগাযোগ করা হবে।লেখার সাথে নিজের নাম, অ্যাড্রেস ও নিজের ফোন নং নথিভুক্ত করবেন।
🟣 বই সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্যে সরাসরি যোগাযোগ করতে পারেন এই নম্বরে: +91 83368 27661