Happy Freelancing-Digital Marketing-Bangla

  • Home
  • Happy Freelancing-Digital Marketing-Bangla

Happy Freelancing-Digital Marketing-Bangla This page provide abouted the freelancing tutorials (Digital Marketing)

Ghibli image  করতে পারেন Grok দিয়ে! যদিও ChatGPT-এর মতো নিখুঁত না, তবুও ভালোই কাজ করে।কীভাবে Grok দিয়ে Ghibli স্টাইলের ছ...
01/04/2025

Ghibli image করতে পারেন Grok দিয়ে! যদিও ChatGPT-এর মতো নিখুঁত না, তবুও ভালোই কাজ করে।

কীভাবে Grok দিয়ে Ghibli স্টাইলের ছবি তৈরি করবেন?

১. Grok.com এ গিয়ে sign up করুন।

২. পছন্দের ছবি attachment হিসেবে আপলোড করুন এবং prompt দিন:

- "Turn this image into Studio Ghibli Style Art".

৩. কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে আপনার ছবি!

অতিরিক্ত স্টাইলের জন্য কিছু Extra Prompts:

"Turn this image into a Pixar Movie Style scene"

"Turn this image into a manga style art"

"Turn this image into a Marvel Comic"

"Turn this image into a DC Comic"

“নিজের জন্য যা সঠিক, তাই করো। অন্য কেউ যেন তোমার স্বপ্নকে ধ্বংস করতে না পারে।”এটার অর্থ হলো, জীবনের লক্ষ্য বা স্বপ্ন পূর...
28/11/2024

“নিজের জন্য যা সঠিক, তাই করো। অন্য কেউ যেন তোমার স্বপ্নকে ধ্বংস করতে না পারে।”

এটার অর্থ হলো, জীবনের লক্ষ্য বা স্বপ্ন পূরণের পথে অনেক বাধা আসবে—অনেকেই তোমাকে ভিন্নভাবে ভাবাতে চাইবে বা তোমার স্বপ্নকে ছোটো করে দেখাবে। তবে, তুমি যদি জানো তোমার স্বপ্ন আর লক্ষ্যগুলো কি, তাহলে অন্যের কথায় প্রভাবিত না হয়ে নিজের পথে অটল থাকতে হবে।

নিজের মঙ্গল ও উন্নতির জন্য যা ভালো, সেটাই করো এবং স্বপ্ন পূরণের পথে দৃঢ় থেকে এগিয়ে যাও।

#ফ্রিল্যান্সিং_শিখুন_ক্যারিয়ার_গঠন_করুন

এক রাজা একদিন দেখতে চাইলেনতার রাজ্যবাসীদের ঘরে কার হুকুম চলে?স্বামীর... নাকিস্ত্রীর।তিনি রাজ্যে ঘোষণা করলেন...যার ঘরে বউ...
26/05/2024

এক রাজা একদিন দেখতে চাইলেন
তার রাজ্যবাসীদের ঘরে কার হুকুম চলে?
স্বামীর... নাকি
স্ত্রীর।
তিনি রাজ্যে ঘোষণা করলেন...
যার ঘরে বউ এর কথা মানা হয় সে রাজপ্রাসাদে এসে একটা করে আপেল নিয়ে যাবে।
আর যার ঘরে স্বামীর কথা চলে সে পাবে একটা ঘোড়া।
পরের দিন সমস্ত রাজ্য বাসী হাজির,
সবাই একটা করে আপেল নিয়ে ঘরে চলে যেতে লাগলো...
রাজা ভাবলেন সন্ধ্যে হয়ে গেল এখনো কি এমন একজন কেও পাওয়া যাবে না যার ঘরে স্বামীর কথা চলে!
এমন সময় একজন এলো লম্বা চওড়া স্বাস্থ্য, ইয়া বড় গোঁফ। সে এসে বললো,
"আমার ঘরে আমারই কথা চলে।"
রাজা বেজায় খুশি হলেন তিনি বললেন,
"যাও, আমার ঘোড়াশাল থেকে সব থেকে ভালো ওই কালো ঘোড়াটা তোমায় দিলাম।"
লোকটা ঘোড়া নিয়ে চলে গেলো।
রাজা খুশি মনে বললেন
"যাক অন্ততপক্ষে একজন তো পাওয়া গেলো"।
কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল সেই লোকটা ঘোড়া নিয়ে ফিরে এলো এবং বললো,
"রাজা মশাই আমাকে ঘোড়াটা পাল্টে দিন,
আমার বউ বললো যে কালো রং অশুভ,
সাদা শান্তির প্রতীক, তাই সাদা ঘোড়া দিন।"
রাজা রেগে গেলেন...
"তুই ঘোড়া রেখে একটা আপেল নিয়ে এখুনি আমার সামনে থেকে বিদায় হও।"
রাতের বেলা মন্ত্রী এলো, বললো"রাজা মশাই, সবাই তো আপেলই নিলো! আপেলের বদলে আপনি যদি অন্তত পাঁচ কেজি করে চাল দিতেন তো আপনার প্রজাদের কিছু সাশ্রয় হত।"
রাজা বললেন, "আমি ও সেটাই ভেবেছিলাম কিন্তু বড় রানী বললো আপেলই ভালো হবে।"
মন্ত্রী শুধালো, "রাজা মশাই আপনাকেও কি একটা আপেল কেটে দেবো?"
রাজা লজ্জিত হয়ে বললেন,
"সে কথা থাক, আগে বলো তুমি রাজসভায় এই মতামত না দিয়ে এখন কেন দিতে এসেছো এই রাতের বেলায়??"
মন্ত্রীর লাজুক উত্তর,
"আগামীকাল সকালেই বলতাম কিন্তু আমার বউ বললো এখনই যাও আর রাজামশাইকে বুদ্ধিটা এখনই দিয়ে এসো যাতে করে পরের বারে চাল দেওয়ার ঘোষণা দেন উনি।"
রাজা স্বস্তির হাসি হেসে বললেন,
"আপেলটা তুমি নিয়ে যাবে?
নাকি ঘরে পাঠিয়ে দেবো?"
🤣🤣©️

23/11/2023
24/07/2023

প্রশ্ন: ফ্রিল্যান্সিং কি ভবিষ্যতে বন্ধ হয়ে যাবে ?

উত্তর: আমাদের লাইফ আস্তে আস্তে অনলাইন হয়ে যাচ্ছে । যেমন আমাদের কেনাকাটা-ব্যাবসা, এডুকেশন, অফিস, ট্রান্সপোর্ট, ফুড ইত্যাদি সবকিছুই অনলাইনে হয়ে যাচ্ছে ।
আগে আমরা সরাসরি দোকানে গিয়ে জিনিস কিনতাম কিন্তু এখন বেশীরভাগ জিনিসই অনলাইনে কিনি। কারণ অনলাইনে কেনাকাটা করা সহজ, ঝামেলামুক্ত, সময় সাশ্রয়ী । এছাড়া আরো অনেক সুবিধা আছে ।
তাই ভবিষ্যতে দোকান বা মার্কেট নামে কোন কিছু থাকবে না । আমাদের সকল কেনাকাটা হবে শুধুমাত্র অনলাইনে ।
যতই আমাদের লাইফ অনলাইনে হচ্ছে ততই ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব বাড়ছে । কারণ একটা প্রতিষ্ঠান যখন অনলাইনে হয় তখন তার অনেকজন ডিজিটাল মার্কেটার প্রয়োজন হয় ।
উদাহরণ ‍দিচ্ছি: মনে করুন কাসেম ফ্যাশন হাউজ নামে একটি দোকান আছে । সেখানে ৫ জন কর্মচারী আছে যারা সরাসরি দোকানে সেলসম্যান হিসেবে কাজ করে । এখন কাসেম ফ্যাশন এর মালিক দোকানটি বন্ধ করে দিয়ে আরো বেশী বিক্রির জন্য পুরোপুরি অনলাইনে চলে গেল ।
এখন অনলাইনে ব্যাবসা করলে তো সরাসরি সেলসম্যানের কোন দরকার নাই । তাই ঔই ৫ জন কর্মচারীর চাকরী চলে গেল । এখন তার নতুন করে ১০ জন ডিজিটাল মার্কেটার নিয়োগ দিতে হবে । যেমন: ১জন ফেসবুক মার্কেটার, ১ জন ইউটিউব মার্কেটার, ১ জন এস.ই.ও এক্সপার্ট, ১ জন ওয়েব সাইট মেনটেইন, ১ জন অনলাইনে অর্ডার কালেকশন, আরেকজন কাষ্টমারের সাথে চ্যাটিং করা, আরেকজন প্রোডাক্ট এর গ্রাফিক্স ও ভিডিও তৈরী করার জন্য । এইভাবে তার কমপক্ষে ১০ জন লোক প্রয়োজন হবে যারা সবাই কম্পিউটারে বসে কাজ করবে অথবা সহজ করে বললে ডিজিটাল মার্কেটিং করবে ।
মালিকের ইনকাম ও অবশ্য বেশী হবে । আগে সরাসরি দোকানে যদি সে দিনে ১লাখ টাকা সেলস করতে এখন স্বাভাবিকভাবে সে পুরো দেশে ১০ লাখ টাকা সেল করতে পারবে ।
এইভাবে একটা প্রতিষ্ঠান যখন অনলাইনে কনভার্ট হয় তখন অনেক জন ডিজিটাল মার্কেটারের প্রয়োজন হয় । বড় প্রতিষ্ঠানগুলোতে আরো অনেক বেশী অনলােইনে কাজ করার লোক প্রয়োজন হয় ।
যতই দিন যাচ্ছে ততই মানুষের এই অনলাইন নির্ভরতা বাড়ছে । আর এই অনলাইনে কাজ করাই হল : ”ফ্রিল্যান্সিং”
এখন আপনিই সিদ্ধান্ত নিন ভবিষ্যতে কি ফ্রিল্যান্সিং বাড়বে নাকি কমে যাবে ।
বাংলাদেশে চাকরী কম, বেকার বেশী । কিন্তু পৃথিবীর উন্নত দেশগুলোতে ঠিক উল্টো অবস্থা, চাকরী বেশী কিন্তু সেই চাকরী করার জন্য প্রার্থী নাই । এটাকে সমাধান করেছে অনলাইন তথা ফ্রিল্যান্সিং। অনলাইনে কোন ন্যাশনাল বর্ডার নাই, কোন ভিসা-পাসপোর্ট লাগে না । খুব সহজেই আপনি দেশে বসে বিদেশী কোম্পানীতে এপ্লাই করতে পারেন, অনলাইনে ইন্টারভিউ দিতে পারেন, অনলাইনে কাজ করতে পারেন এবং সরাসরি আপনার ব্যাংক একাউন্টে সেলারী নিতে পারেন ।
উন্নত বিশ্বের সকল চাকরীই এখন অনলাইন হয়ে যাচেছ এটা আমাদের মত বেকার পূর্ণ দেশের জন্য একটা ব্লেসিং । ভবিষ্যতে চাকরী বলতেই আমরা বুঝবে অনলাইনে জব ।
আরেকটি মজার বিষয় হল অনলাইন জবে সেলারী দেয়া হয় ডলারে । যে চাকরীর জন্য বাংলাদেশে আপনি ২০ হাজার টাকা বেতন পাবেন ঠিক সেই চাকরীই আপনি বিদেশী কোন কোম্পানীতে অনলাইনে করলে পাবেন ২ হাজর ডলার । এই দুই হাজার ডলার তাদের জন্য খুবই কম কিন্তু আমাদের জন্য অনেক বেশী । বাংলা টাকায় কনভার্ট করলে যেটা হয় প্রায় ২ লাখ টাকা । তার মানে আপনি দেশে কাজ করে যা ইনকাম করেন সেই কাজ অনলাইনে বিদেশী কোন কোম্পনির জন্য করলে তার দশগুণ টাকা ইনকাম করা যাবে ।
আর অনলাইন জব অনেক সিকিউর । কারণ একটি চাকরী গেলে আপনি দিনে দিনে আরো ১০ টি চাকরী যোগার করতে পারবেন । সারা পৃথিবীর জব মার্কেট আপনার জন্য ওপেন ।
কিন্তু যতই চাকরী থাকুক আপনার খুশী হওয়ার কোন কারণ নাই । এই চাকরীগুলো করতে হলে আপনাকে খুব ভালভাবে কাজগুলো শিখতে হবে এবং কাজগুলো বার বার করার মাধ্যমে স্কীল অর্জন করতে হবে । তাহলেই সারা পৃথিবী আপনার ।
পৃথিবী বদলে যাচ্ছে, সেই সাথে বদলে যাচ্ছে জব এর ধরণ । এই পরিবর্তনের সাথে যারা খাপ খাওয়াতে পারবে তারাই টিকে থাকবে । যারা নতুন টেকনোলজি এডোপ্ট করতে পারবে না তারা হারিয়ে যাবে । Survival for the fittest.

10/01/2023

সময়ঃ ১ মিনিট

ডিজিটাল মার্কেটিং নিয়ে আমাদের অনেকের মধ্যে একটা ভুল ধারনা রয়েছে। ডিজিটাল মার্কেটিং একটা স্কিল নয়, বরং কয়েকশত স্কিলের একটা বিভাগ হলো ডিজিটাল মার্কেটিং। অনলাইনে বা ইন্টারনেটে মার্কেটিং করাকে ডিজিটাল মার্কেটিং বলে। অনলাইনে বা ইন্টারনেটে মার্কেটিং এর হাজার রকমের প্রক্রিয়া রয়েছে। তাই কাজ শুরু করলে যেকোন ছোট একটা স্কিল দিয়ে শুরু করবেন। এভাবে আপনে ২ বছর একটানা কাজ ও চর্চা করতে থাকলে একসময় ভালো মানের ডিজিটাল মার্কেটার হতে পারবেন।

ডিজিটাল মার্কেটিং ট্রেন্ডিং স্কিল-

১. এসইও ফ্রেন্ডলি কপি বা কন্টেন্ট রাইটিং
এটার চাহিদা অনেক বেশি। বর্তমান ইন্টারনেট মার্কেটিং শুরুটা হওয়া দরকার কন্টেন্ট মার্কেটিং দিয়ে। এই কাজটা করতে পারলে আপনে পরের ধাপ সিপিএ, আ্যফিলিয়েট সহজ হয়ে যাবে। এমনি কি আপনে যেকোন কোম্পানির একজন ক্রিয়েটিভ রাইটার হতে পারেন। এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং বা কপিরাইটিং চাহিদা অনেক ভালো। এই স্কিলের সাথে সামান্য কিছু স্কিল যোগ করে সিপিএ মার্কেটিং বা আ্যফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারবেন।

২. লোকাল এসইও
বর্তমানে এসইও স্কিলের একটা অন্যতম ট্রেন্ডিং শাখা লোকাল এসইও বা লোকাল বিসনেস এসইও। ইন্টারন্যাশনাল এসইও এবং লোকাল এসইও এর সার্চ ভলিউম প্রায় সমান। তাহলে বুঝতেই পারছেন লোকাল এসইও এর গুরুত্ব কতটুকু

৩. সোশ্যাল মিডিয়া মার্কেটিং
আপনার ক্রেতা বা কাস্টমার কোথায় সময় ব্যয় করে, এক কথায় সবচেয়ে বেশি সময় ব্যয় করে সোশ্যাল মিডিয়ায়। ডিজিটাল মার্কেটিং করতে চাইলে অবশ্যই আপনাকে যেখানে ক্রেতা বেশি সেখানে মার্কেটিং করবেন
৪. পেইড মার্কেটিং
পেইড মার্কেটিং বলতে টাকা খরচ করে যে মার্কেটিং করা হয়। গুগল এডস, ফেসবুক বুস্টিং, ইত্যাদি শিখতে পারেন।

ডিজিটাল মার্কেটিং সব স্কিল এক সাথে শিখার চেয়ে এখান থেকে যেকোন ছোট একটা স্কিল দিয়ে শুরু করবেন।

ফ্রিল্যান্সিং কি আদৌ আপনার জন্য?- ভাই আমি শুরু করতে চাচ্ছি, কিন্তু কিভাবে করব বুঝতে পারছি না।- ভাই কিভাবে শুরু করব কিছুই...
07/01/2023

ফ্রিল্যান্সিং কি আদৌ আপনার জন্য?
- ভাই আমি শুরু করতে চাচ্ছি, কিন্তু কিভাবে করব বুঝতে পারছি না।
- ভাই কিভাবে শুরু করব কিছুই বুঝতে পারছি না।
- একটু কি আমায় হেল্প করবেন?
- ভাই! আমাকে কিছু গাইডলাইন দেন। গিগ খুলেছি বাট অর্ডার নেই।
এই রকম আরো অনেক পোষ্ট দেখি বা অনেকেই মেসেজ করেন। অনেকে তো আবার সরাসরি ফাইভারে মেসেজ দিয়ে ফেলে।
এখন আপনার কাছে আমার প্রথম প্রশ্ন! ফ্রিল্যান্সিং কি আদৌ আপনার জন্য??? ফ্রিল্যান্সিং বলতে আসলে আপনি কি বুঝেন?
বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের চাকুরি বা ব্যবসা বলি কোনটির অবস্থাই খুব বেশী ভালো নয়। যার ফলে হাজারো মানুষ ঝুকছে এই ফ্রিল্যান্সিং নামক এক উন্মুক্ত পেশায়। এটি ভালো বিষয়। বাংলাদেশের জন্য অবশ্যই গর্বের বিষয়। তবে সমস্যা এখানে নয়, সমস্যা হলো অন্য জায়গায়!
শুরুটা করতে গিয়ে অনেকেই বিভ্রান্তির শিকার হন। বুঝতে পারেন না কিভাবে শুরু করবেন? যার ফলে আশ্রয় নিতে হয় কোন এজেন্সি বা ফার্ম এর। সমস্যাটা এখানেই শুরু হয়ে যায়।
বিভিন্ন ফার্ম এই চান্স টাকে কাজে লাগিয়ে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা আর অন্ধকার করে দিচ্ছে আপনার ভবিষ্যত! সাথে সময় নামক মূল্যবান জিনিসটি নষ্ট করে আপনি হয়ে যাচ্ছেন অমূল্যবান!! আর এটিকে তারা বানিয়ে নিচ্ছে গোল্ডেন চান্স!!!
বিভিন্ন লোভনীয় টাইটেল/আর্টিক্যাল এর মাধ্যমে মার্কেটিং করে যাচ্ছে এই ফার্ম গুলো। এত সুন্দর করে উপস্থাপন করছে আপনার কাছে ফ্রিল্যান্সিং নামক ক্যারিয়ারকে। আপনি তো সেগুলো দেখেই আনন্দে গদ গদ! চিন্তা করছেন এবার আমায় ঠেকায় কে? ডলার উইথড্র দেওয়াটা তো সময়ের ব্যাপার মাত্র। এই চিন্তা করে কোর্স নামক বেহুদা জিনিস টা আপনি ১ হাজার, ২ হাজার, ৩, ৪, ৫ হাজার দিয়েও কিনতে দ্বিধাবোধ করছেন না। কখনোও কি চিন্তা করেছেন, আদৌ কি আপনার জন্য এই কোর্সটিই দরকার ছিলো?
একজন মার্কেটিং এর কাজ করে ইনকাম করছে বলে কি আপনার জন্যও মার্কেটিং বেস্ট?
অন্যজন গ্রাফিক্স নিয়ে কাজ করে সাফল্যের শীর্ষে বলে কি আপনার জন্যও গ্রাফিক্স বেস্ট অপশন?
ভিডিও এডিটিং কেন বেস্ট মনে হচ্ছে না আপনার জন্য? কেন ইউটিউব নিয়ে ক্যারিয়ার গড়তে ভয় পাচ্ছেন? কেন চিন্তা করছেন ডাটা এন্ট্রি নিয়ে কাজ করলে মনে হয় ইনকাম কম হয়? ডেভেলপমেন্ট কি আসলেই আপনার জন্য নয়?
আছে কি এই প্রশ্নগুলোর উত্তর আপনার কাছে? কখনোও কি চিন্তা করেছেন আপনার টিউটর আপনাকে যেটা শিখানোর জন্য হাজার টাকা চার্জ করছে তার বাহিরেও বিশাল একটা মার্কেট পড়ে আছে, হয়তো সেটা শিখতে আপনার একটাকাও খরচ করা লাগতো না?
ব্যাক্তিগত একটা কথা শেয়ার করি!
আমি কিন্তু ইনকামের জন্য বা ফ্রিল্যান্সিং করার জন্য কোন কাজ শিখেছিলাম না। কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি, টেক নিউজ নিয়ে মাতামাতি, কোন সফটওয়ার না বুঝলে সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সেই সফটওয়ার নিয়ে দৌড়াদৌড়ি করাটা ছিল আমার কাছে আনন্দের বিষয়! মজা পেতাম কম্পিউটার নামক মেশিনটা নিয়ে খেলতে! আপনার কি অনুভতি হয় পিসির সামনে বসলে? আমারতো মনে হয় দুনিয়ার সবচেয়ে শক্তিশালী বিনোদনের মেশিনটা আমার সামনে আছে! আপনারও কি তাই মনে হয়?
যারা সিনিয়র ফ্রিল্যান্সার আছেন তাদের বিষয়ে একটু খোজ খবর নিয়ে দেখবেন যে, শুরু থেকেই এটা ছিল তাদের জন্য আলাদা একটা দুনিয়া! ঘন্টার পর ঘন্টা পিসির সামনে বসে থাকতো মাজা ব্যাথা করত না। রাত পেরিয়ে সকাল অব্দি কম্পিউটার নিয়ে পড়ে থাকাটাই ছিল তাদের প্রতিদিনের অভ্যাস!
মায়ের পেট থেকে কাজ শিখে দুনিয়াতে কেউ আসেনি! যারা আজ ফ্রিল্যান্সিং নামক সেক্টরে সফল তাদের সবার অতিত টা ঘেটে দেখেন যে, তারা ছিল একসময় সবচেয়ে অকর্মঠ বা ভাতুরে! সারাদিন পিসি ছাড়া আর কিছুই বুঝতো না।
তাহলে কেন আজ তারা সাফল্যের শীর্ষে? কেন তাদেরকে আইডল হিসেবে মেনে নেয় হাজার হাজার মানুষ?
কিছু কি বুঝতে পারছেন? মাথায় ঢুকছে কিছু? নাকি আমার মতো সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে??
আপনি যদি চিন্তা করেন, ইনকাম আমার আসল উদ্দেশ্য আর এই জন্যই আমি বল্টু ভাইয়ের কোর্সটা করছি। তাহলে আমি বলবো ছেড়ে দিন এই পেশা নিয়ে দিবা সপ্ন দেখা। ফ্রিল্যান্সিং আপনার জন্য নয়।
এটা এতই সহজ কোন বিষয় নয় যে আপনাকে মোয়া বানিয়ে দিলো আর আপনি খেয়ে ফেললেন! তবে এতটা কঠিনও নয় যে, আপনি পারবেন না। মানুষ চেষ্টা করলে অনেক কিছুই করতে পারে। লোহাকে পানিতে ভাসাতে পারে, আকাশে উড়াতে পারে।
দরকার শুধু ইচ্ছে শক্তি আর পরিশ্রম।
ফ্রিল্যান্সিং মানে ইনকাম নয় বরং ফ্রিল্যান্সিং মানে আপনার স্কিলটাকে বিশ্বের সামনে তুলে ধরা! চ্যালেঞ্জ করা আপনার সেক্টরের কম্পিটিটরদের যে, তোমার চাইতে আমি কাজটা আরো সুন্দর করে করতে পারি।
এবার আমাকে বলুন আপনার কোন স্কিলটা এমন আছে যেটাকে আপনি বিশ্বের সামনে তুলে ধরতে পারেন? আছে এমন কোন স্কিল যেটা নিয়ে আপনি গর্ব করতে পারেন? চ্যালেঞ্জ করতে পারেন আপনার কম্পিটিটরদের? আছে এমন কোন স্কিল?? শিখতে পেরেছেন এতো ভালোভাবে কোন বিষয়?
নাকি বল্টু ভাইয়ের কোর্স নিয়েই পড়ে আছেন!
আর চিন্তা করছেন বল্টু ভাই এভাবে আমার কষ্টের টাকাটা মেরে দিলো! এটা একটা কাজ করলো বল্টু ভাই!!
কেউ আপনাকে ডলার উইথড্র দেওয়ার স্ক্রিন শট দেখিয়ে বললো যে, দেখ আমার স্টুডেন্ট এর এই মাসের ইনকাম দেখ! আর আপনি চোখ বড় বড় করে সেটা দেখে ফাইনাল ডিসিশন নিয়ে ফেললেন যে, পেয়ে গেছি আমার বস! তাহলে প্লিজ বেরিয়ে আসুন এসব থেকে!! জীবনে কিচ্ছুটিও করতে পারবেন না। হ্যা, আপনার পকেটের টাকা গুলিই শুধু নষ্ট করতে পারবেন অন্য কিছু নয়!
সবার আগে ফোকাস করুন আপনার মনের উপর! মন বেচারা কি করতে চায়? সত্যিই ফ্রিল্যান্সিং নাকি অন্য কিছু? আর ফ্রিল্যান্সিং করতে চাইলে কেনই বা সে এটা করতে চাইছে এত হাজারো কাজের মধ্যে?
দ্বিতীয় ধাপে এসে নিজেকে প্রশ্ন করুন, সখিগো... তুমি কি সত্যিই কিছু পারো?? কিছু কি শিখেছো কখনোও???
প্রতিটি মানুষের মাঝেই কোন না কোন প্রতিভা লুকিয়ে আছে। অবশ্যই আছে! আপনার মাঝেও লুকিয়ে আছে সেই প্রতিভা! হয়তো বল্টু ফার্মের পিছনে দৌড়তে দৌড়তে আপনি কখনো সেটা ফোকাস করতেই পারেন নি।
কেউ আছে ইউটিউব নিয়ে পড়ে থাকতে ভালোবাসে। আমি বলব, আপনি ইউটিউব নিয়ে কেন ফিউচার প্ল্যান করছেন না? কেন ডিজিটাল মার্কেটিং কে বেস্ট মনে করছেন আপনার জন্য?
কেউ আছে চেহারাবুক (Facebook) নিয়ে সারাদিন মাতামাতি করে। আমি বলব, আপনি চেহারাবুক নিয়ে কেন হানিমুন প্ল্যান করছেন না? ঘুরে ফিরে ডিজিটাল মার্কেটিং এর পিছনে কেন ইনভেষ্ট করে যাচ্ছেন?
কেউ আছেন যারা ফটো তুলতে খুব ভালো বাসেন। আপনি কি জানেন, আপনার ক্যাপচার করা ফটো আপনি ভালো দামে অনলাইনে সেল দিতে পারেন? দরকার নেই আপনার গ্রাফিক্স শেখার। ফটো সেল করাটা কি ফ্রিল্যান্সিং এর মধ্যে পড়ে না??
কেউ আছেন ওয়ার্ড/এক্সেলে খুবই দক্ষ! কেন আপনি এপ ডেভেলপমেন্ট কোর্স নিয়ে পড়ে আছেন??
কেউ আছেন খুব সুন্দর করে গুছিয়ে লিখতে জানেন! আপনি কেন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এর পিছনে হাজার টাকা নষ্ট করে যাচ্ছেন। আর্টিকেল লিখে আপনি হাজারটা উপায়ে ইনকাম করতে পারতেন।
সব শেষে বলব যদি সময় হয় তাহলে আমারদের জাতীয় মার্কেটপ্লেস ফাইভারে খেয়াল করে দেখবেন লাইফষ্টাইল (Lifestyle) নামে একটি মুল ক্যাটাগরি রয়েছে।
যার মধ্যে এমন সব অদ্ভুত কিছু সাব ক্যাটাগরি আছে যেটা করতে গেলে কোন টেকনিক্যাল নলেজ এর প্রয়োজন হয় না। অনলাইন টিউটর, গেমিং, এস্ট্রোলজি, মেলোডি, এক্টিং, ফিটনেস লেসন, ড্যান্স, কুকিং, আর্ট, ট্রাভেল ইত্যাদি অনেক সাব ক্যাটাগরি আছে। যেগুলিতে কাজ করতে কোন টেকনিক্যাল নলেজ প্রয়োজন নেই। আর এসব গুন আমার আপনার মধ্যে কম বেশি আছে।
অভাব শুধু আমি আপনি মনে করছি গেমিং করে কি আর ফ্রিল্যান্সিং করা যায়? কুকিং কে শিখবে? ড্যান্স কিভাবে শিখাবো অনলাইনে? আমার আর্টস এর কোন মুল্যই নেই। এস্ট্রোলজি তো ফ্রিল্যান্সিং এর ক্যাটাগরির মধ্যেই পড়ে না। কোন ফিউচার আছে এসবেব???
এধণের মন মানসিকতা প্লিজ বাদ দিন। মার্কেটপ্লেস আপনাকে সুযোগ দিয়েছে আপনার স্কিল টাকে তুলে ধরার। সেটা যেই স্কিলই হোক না কেন!
আমরা ঘুরে ফিরে শুধু অই ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ছাড়া আর কিছু বুঝি না! অন্য কিছুকে ফ্রিল্যান্সিং মানতে নারাজ!!!
দৃষ্টিভঙ্গি বদলান! মার্কেটপ্লেসটাই বদলে যাবে!!
পরিশেষে একটি কথা মাথায় ঢুকিয়ে নেন, -সময় গেলে সাধন হবে নাহ-
সময় থাকতে সময়ের মুল্যায়ণ করুন। সময়কে সঠিক জায়গায় সঠিক উপায়ে লাগান। নিজেকে ফোকাস করুন। নিজের প্রতিভাকে চিহ্নিত করুন। আপনি সাফল্যের পিছনে নয়, বরং সাফল্য আপনার পিছনে দৌড়বে!!!!
আজ এ পর্যন্তই, ভুল ক্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কাউকে বা কোন প্রতিষ্ঠান কে ছোট বা বড় করতে চাইনি।
ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পিসির কুলিং সবসময় পরিস্কার রাখুন :)

আমরা যেই Client দের জন্য কাজ করি, দেখবেন অনেকেই Internet এর Basic জিনিস গুলোই জানেনা।কিন্তু তারা আমাদেরকে Hire করে কাজটা...
11/10/2022

আমরা যেই Client দের জন্য কাজ করি, দেখবেন অনেকেই Internet এর Basic জিনিস গুলোই জানেনা।

কিন্তু তারা আমাদেরকে Hire করে কাজটা করে নিচ্ছে। আর তারা সেই পর্যায়ে পর্যন্ত যেতে পেরেছে শুধুমাত্র 1টা জিনিসে Focus করার কারণে।

🌀যদি বাইরের দেশের Culture দেখেন তারা খুব কম সময়ে Business করতে Involved হয়ে যায়, ভাঙ্গারি বিক্রি করে হলেও তারা শুরু করে দেয়।
▫️
🌀যখন 1টা Business করে তখন সেটা নিয়েই সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে। আশেপাশে কি হচ্ছে সেগুলো দেখলেও, সে যেটা করতেছে সেটাতেই মনোযোগ দেয় সেটাতে Involved থাকে।
▫️
🌀এজন্য তারা 6 মাস থেকে 2 বছরের মধ্যে ভালো 1টা Business তৈরি করে ফেলে, সেটা যখন 1টা Company এর মত Organized হয়ে যায়, তখন তারা অন্য আরেকটা Company শুরু করে দেয়।
▫️
যে কোন 1টা Skill, 1টা Industry বা 1টা Service-
🔘 আপনি এটার যত Deep Down যাবেন,
🔘 যত Expert হবেন দেখবেন Competitor কমে আসতেছে।
🔘 Market এ Well-known হচ্ছেন
🔘 And আপনাকে লোকজন Recommend করছে।
▫️
💬এটা শুরুতেই হয় না, Market এ কয়েক বছর থাকার পর হয়।
▫️
এখানে আমরা যে ভুলটা করি,
🍥6 মাস 1 বছর কোন 1টা Service থেকে Result কম পেলে
🍥Move করে আরেকটা Service বা Skill এ চলে যাই।
🍥যার কারণে সেটাতে আরো 6 মাস 1 বছর Loss হয়।
🍥যে সময়টা আমি আগের কাজটাতে দিলে হয়তো
🍥আমার Result গুলো Multiply করতে পারতাম।
▫️
⭐️ Service Skill থেকেও সবচেয়ে বেশি যেটা Important সেটা হলো Manage করতে পারা।
▫️
কিছু লাগবে নাকি সেটা Identify করতে পারা, আর সেটাকে কারো মাধ্যমে করিয়ে নিতে পারা।
💬 শুরুতে কিছু Loss হবেই, আর সেই Loss করার মত Mentality থাকা লাগবে।

ওয়েবসাইট তৈরি, ওয়েবসাইটের কাজ কি?ওয়েবসাইট কেন করা উচিৎ?ব্যাবসা বা প্রতিষ্ঠান শুরু করার পর কি ওয়েবসাইট দরকার?ওয়েবসাইট...
12/08/2022

ওয়েবসাইট তৈরি, ওয়েবসাইটের কাজ কি?
ওয়েবসাইট কেন করা উচিৎ?
ব্যাবসা বা প্রতিষ্ঠান শুরু করার পর কি ওয়েবসাইট দরকার?
ওয়েবসাইট কিভাবে বা কাদের কাছে থেকে বানাবো?
ওয়েবসাইটের মেইন্টেন কিভাবে করবো?
এই সহজ প্রশ্ন গুলোই আপনাদের সকলের মাথায় ঘোরপাক খায়। আমাদের মধ্যে অনেক নতুন উদ্যোক্তা আছে যারা তাদের ব্যাবসা বা কোম্পানীর একটি ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন। কিন্তু সঠিক গাইডলাইন এবং টেকনিক্যাল সহায়তার অভাবে করতে পারছে না। আজকাল আবার অনেকেই একেবারেই নামমাত্রমূল্যে ওয়েব সাইট তৈরি করে দিবে বলছে । তারা কি আসলেই ওয়াল্ডক্লাস মানের ওয়েব সাইট ডেভেলপ করে দিবে? উত্তর টি হবে না

ওয়েবসাইটের কাজ কি?
সহজ কথায় ওয়েব সাইট এর প্রধান কোনো অনলাইন/অফলাইন ব্যাবসা বা কোম্পানী সম্পর্কে আরো ভালো ভাবে জানার বুঝার এবং তাদের থেকে সার্ভিস এবং শপিং করার সবথেকে সহজ এবং ভালো মাধ্যম।

ওয়েবসাইট কেন করা উচিৎ ?
আপনি যদি আপনার ব্যাবসা প্রতিষ্ঠানকে যুগের সাথে তাল অনলাইন বা ই-কমার্স ভিত্তিক করতে চান অথবা আপনি যদি চান পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই আপনার ব্যাবসা এবং কোম্পানী সম্পর্কে ধারণা পাক এবং যেকোনো পণ্য কিনুক তাহলে আপনার অবশ্যই একটা ওয়েব সাইট থাকা দরকার।

ব্যাবসা বা প্রতিষ্ঠান শুরু করার পর কি ওয়েবসাইট দরকার?
এই ক্ষেত্রে আমাদের উত্তরটি হবে হ্যা । কারণ বর্তমান যুগ হলো তথ্য প্রযুক্তির যুগ । যার ফলে সমগ্র বিশ্ব অনলাইন ভিত্তিক হলে গেছে । এখন সবাই ঘরে বসেই গুগল করেই সব কিছু জানতে চায় আর যদি কোনো ফেসবুক পেজ, ব্যাবসা প্রতিষ্ঠান বা কোম্পানীর যদি একটা ওয়েব সাইট থেকে তাহলে তার গুরুত্বও অনেকাংশই বেড়ে যায়। তাই বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে একটা ওয়েব সাইট থাকা অতি জরুরি .

ওয়েবসাইট কিভাবে বা কাদের কাছে থেকে বানাবো?
একজন সাধারণ মানুষ এর কাছে ওয়েব সাইট বানানো আর রকেট সাইন্স মুখস্ত করা প্রায় একই ব্যাপার । কারণ ওয়েব সাইট বানাতে জানতে হয় HTML CSS JS PHP এর মত প্রোগ্রামিং ভাষা । তাই ওয়েব সাইট তৈরি করতে প্রয়োজন হয় একজন ভালো মানের ওয়েব ডেভলপার । আর virtual collaboration VC বা আপনাদের দিচ্ছে বিশ্বমানের ওয়েব ডেভলপার যারা বাংলাদেশ এবং USA এর বিভিন্ন কোম্পানী ছাড়াও ফ্রিল্যান্সিং মার্কেপ্লেস গুলোতে সুনামের সাথে কাজ করে যাচ্ছে।

ওয়েবসাইট কিভাবে মেইন্টেন করবো?
আপনি একজন ওয়েব সাইট ডেভলপার দিয়ে একটা ওয়েব সাইট তো তৈরি করলেন এরপর আসে আসল চ্যালেঞ্জ যেখানে আপনাকে আপনার ওয়েব সাইটটি মেইন্টেন করতে হয় । এই সমস্যা থেকে মুক্তি পাবার জন্যে রয়েছে সহজ সমাধান বর্তমান বিশ্বে সবথেকে বেশি ব্যাবহৃত ওয়েব CMS (contant management system) হলো WordPress যার মাধ্যমে আপনার ওয়েব সাইট টি খুব সহজেই মেইন্টেন এবং আপডেট করতে পারবেন । আর আপনি চাইলে virtual collaboration VC তো আছেই।
আরো বিস্তারিত জানতে বা যেকোনো প্রশ্নের জন্যে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে।

Guest Post Available on Edu Sites list
21/07/2022

Guest Post Available on Edu Sites list

Address

Maharajpur

470226

Alerts

Be the first to know and let us send you an email when Happy Freelancing-Digital Marketing-Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Happy Freelancing-Digital Marketing-Bangla:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share