07/01/2023
ফ্রিল্যান্সিং কি আদৌ আপনার জন্য?
- ভাই আমি শুরু করতে চাচ্ছি, কিন্তু কিভাবে করব বুঝতে পারছি না।
- ভাই কিভাবে শুরু করব কিছুই বুঝতে পারছি না।
- একটু কি আমায় হেল্প করবেন?
- ভাই! আমাকে কিছু গাইডলাইন দেন। গিগ খুলেছি বাট অর্ডার নেই।
এই রকম আরো অনেক পোষ্ট দেখি বা অনেকেই মেসেজ করেন। অনেকে তো আবার সরাসরি ফাইভারে মেসেজ দিয়ে ফেলে।
এখন আপনার কাছে আমার প্রথম প্রশ্ন! ফ্রিল্যান্সিং কি আদৌ আপনার জন্য??? ফ্রিল্যান্সিং বলতে আসলে আপনি কি বুঝেন?
বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের চাকুরি বা ব্যবসা বলি কোনটির অবস্থাই খুব বেশী ভালো নয়। যার ফলে হাজারো মানুষ ঝুকছে এই ফ্রিল্যান্সিং নামক এক উন্মুক্ত পেশায়। এটি ভালো বিষয়। বাংলাদেশের জন্য অবশ্যই গর্বের বিষয়। তবে সমস্যা এখানে নয়, সমস্যা হলো অন্য জায়গায়!
শুরুটা করতে গিয়ে অনেকেই বিভ্রান্তির শিকার হন। বুঝতে পারেন না কিভাবে শুরু করবেন? যার ফলে আশ্রয় নিতে হয় কোন এজেন্সি বা ফার্ম এর। সমস্যাটা এখানেই শুরু হয়ে যায়।
বিভিন্ন ফার্ম এই চান্স টাকে কাজে লাগিয়ে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা আর অন্ধকার করে দিচ্ছে আপনার ভবিষ্যত! সাথে সময় নামক মূল্যবান জিনিসটি নষ্ট করে আপনি হয়ে যাচ্ছেন অমূল্যবান!! আর এটিকে তারা বানিয়ে নিচ্ছে গোল্ডেন চান্স!!!
বিভিন্ন লোভনীয় টাইটেল/আর্টিক্যাল এর মাধ্যমে মার্কেটিং করে যাচ্ছে এই ফার্ম গুলো। এত সুন্দর করে উপস্থাপন করছে আপনার কাছে ফ্রিল্যান্সিং নামক ক্যারিয়ারকে। আপনি তো সেগুলো দেখেই আনন্দে গদ গদ! চিন্তা করছেন এবার আমায় ঠেকায় কে? ডলার উইথড্র দেওয়াটা তো সময়ের ব্যাপার মাত্র। এই চিন্তা করে কোর্স নামক বেহুদা জিনিস টা আপনি ১ হাজার, ২ হাজার, ৩, ৪, ৫ হাজার দিয়েও কিনতে দ্বিধাবোধ করছেন না। কখনোও কি চিন্তা করেছেন, আদৌ কি আপনার জন্য এই কোর্সটিই দরকার ছিলো?
একজন মার্কেটিং এর কাজ করে ইনকাম করছে বলে কি আপনার জন্যও মার্কেটিং বেস্ট?
অন্যজন গ্রাফিক্স নিয়ে কাজ করে সাফল্যের শীর্ষে বলে কি আপনার জন্যও গ্রাফিক্স বেস্ট অপশন?
ভিডিও এডিটিং কেন বেস্ট মনে হচ্ছে না আপনার জন্য? কেন ইউটিউব নিয়ে ক্যারিয়ার গড়তে ভয় পাচ্ছেন? কেন চিন্তা করছেন ডাটা এন্ট্রি নিয়ে কাজ করলে মনে হয় ইনকাম কম হয়? ডেভেলপমেন্ট কি আসলেই আপনার জন্য নয়?
আছে কি এই প্রশ্নগুলোর উত্তর আপনার কাছে? কখনোও কি চিন্তা করেছেন আপনার টিউটর আপনাকে যেটা শিখানোর জন্য হাজার টাকা চার্জ করছে তার বাহিরেও বিশাল একটা মার্কেট পড়ে আছে, হয়তো সেটা শিখতে আপনার একটাকাও খরচ করা লাগতো না?
ব্যাক্তিগত একটা কথা শেয়ার করি!
আমি কিন্তু ইনকামের জন্য বা ফ্রিল্যান্সিং করার জন্য কোন কাজ শিখেছিলাম না। কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি, টেক নিউজ নিয়ে মাতামাতি, কোন সফটওয়ার না বুঝলে সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সেই সফটওয়ার নিয়ে দৌড়াদৌড়ি করাটা ছিল আমার কাছে আনন্দের বিষয়! মজা পেতাম কম্পিউটার নামক মেশিনটা নিয়ে খেলতে! আপনার কি অনুভতি হয় পিসির সামনে বসলে? আমারতো মনে হয় দুনিয়ার সবচেয়ে শক্তিশালী বিনোদনের মেশিনটা আমার সামনে আছে! আপনারও কি তাই মনে হয়?
যারা সিনিয়র ফ্রিল্যান্সার আছেন তাদের বিষয়ে একটু খোজ খবর নিয়ে দেখবেন যে, শুরু থেকেই এটা ছিল তাদের জন্য আলাদা একটা দুনিয়া! ঘন্টার পর ঘন্টা পিসির সামনে বসে থাকতো মাজা ব্যাথা করত না। রাত পেরিয়ে সকাল অব্দি কম্পিউটার নিয়ে পড়ে থাকাটাই ছিল তাদের প্রতিদিনের অভ্যাস!
মায়ের পেট থেকে কাজ শিখে দুনিয়াতে কেউ আসেনি! যারা আজ ফ্রিল্যান্সিং নামক সেক্টরে সফল তাদের সবার অতিত টা ঘেটে দেখেন যে, তারা ছিল একসময় সবচেয়ে অকর্মঠ বা ভাতুরে! সারাদিন পিসি ছাড়া আর কিছুই বুঝতো না।
তাহলে কেন আজ তারা সাফল্যের শীর্ষে? কেন তাদেরকে আইডল হিসেবে মেনে নেয় হাজার হাজার মানুষ?
কিছু কি বুঝতে পারছেন? মাথায় ঢুকছে কিছু? নাকি আমার মতো সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে??
আপনি যদি চিন্তা করেন, ইনকাম আমার আসল উদ্দেশ্য আর এই জন্যই আমি বল্টু ভাইয়ের কোর্সটা করছি। তাহলে আমি বলবো ছেড়ে দিন এই পেশা নিয়ে দিবা সপ্ন দেখা। ফ্রিল্যান্সিং আপনার জন্য নয়।
এটা এতই সহজ কোন বিষয় নয় যে আপনাকে মোয়া বানিয়ে দিলো আর আপনি খেয়ে ফেললেন! তবে এতটা কঠিনও নয় যে, আপনি পারবেন না। মানুষ চেষ্টা করলে অনেক কিছুই করতে পারে। লোহাকে পানিতে ভাসাতে পারে, আকাশে উড়াতে পারে।
দরকার শুধু ইচ্ছে শক্তি আর পরিশ্রম।
ফ্রিল্যান্সিং মানে ইনকাম নয় বরং ফ্রিল্যান্সিং মানে আপনার স্কিলটাকে বিশ্বের সামনে তুলে ধরা! চ্যালেঞ্জ করা আপনার সেক্টরের কম্পিটিটরদের যে, তোমার চাইতে আমি কাজটা আরো সুন্দর করে করতে পারি।
এবার আমাকে বলুন আপনার কোন স্কিলটা এমন আছে যেটাকে আপনি বিশ্বের সামনে তুলে ধরতে পারেন? আছে এমন কোন স্কিল যেটা নিয়ে আপনি গর্ব করতে পারেন? চ্যালেঞ্জ করতে পারেন আপনার কম্পিটিটরদের? আছে এমন কোন স্কিল?? শিখতে পেরেছেন এতো ভালোভাবে কোন বিষয়?
নাকি বল্টু ভাইয়ের কোর্স নিয়েই পড়ে আছেন!
আর চিন্তা করছেন বল্টু ভাই এভাবে আমার কষ্টের টাকাটা মেরে দিলো! এটা একটা কাজ করলো বল্টু ভাই!!
কেউ আপনাকে ডলার উইথড্র দেওয়ার স্ক্রিন শট দেখিয়ে বললো যে, দেখ আমার স্টুডেন্ট এর এই মাসের ইনকাম দেখ! আর আপনি চোখ বড় বড় করে সেটা দেখে ফাইনাল ডিসিশন নিয়ে ফেললেন যে, পেয়ে গেছি আমার বস! তাহলে প্লিজ বেরিয়ে আসুন এসব থেকে!! জীবনে কিচ্ছুটিও করতে পারবেন না। হ্যা, আপনার পকেটের টাকা গুলিই শুধু নষ্ট করতে পারবেন অন্য কিছু নয়!
সবার আগে ফোকাস করুন আপনার মনের উপর! মন বেচারা কি করতে চায়? সত্যিই ফ্রিল্যান্সিং নাকি অন্য কিছু? আর ফ্রিল্যান্সিং করতে চাইলে কেনই বা সে এটা করতে চাইছে এত হাজারো কাজের মধ্যে?
দ্বিতীয় ধাপে এসে নিজেকে প্রশ্ন করুন, সখিগো... তুমি কি সত্যিই কিছু পারো?? কিছু কি শিখেছো কখনোও???
প্রতিটি মানুষের মাঝেই কোন না কোন প্রতিভা লুকিয়ে আছে। অবশ্যই আছে! আপনার মাঝেও লুকিয়ে আছে সেই প্রতিভা! হয়তো বল্টু ফার্মের পিছনে দৌড়তে দৌড়তে আপনি কখনো সেটা ফোকাস করতেই পারেন নি।
কেউ আছে ইউটিউব নিয়ে পড়ে থাকতে ভালোবাসে। আমি বলব, আপনি ইউটিউব নিয়ে কেন ফিউচার প্ল্যান করছেন না? কেন ডিজিটাল মার্কেটিং কে বেস্ট মনে করছেন আপনার জন্য?
কেউ আছে চেহারাবুক (Facebook) নিয়ে সারাদিন মাতামাতি করে। আমি বলব, আপনি চেহারাবুক নিয়ে কেন হানিমুন প্ল্যান করছেন না? ঘুরে ফিরে ডিজিটাল মার্কেটিং এর পিছনে কেন ইনভেষ্ট করে যাচ্ছেন?
কেউ আছেন যারা ফটো তুলতে খুব ভালো বাসেন। আপনি কি জানেন, আপনার ক্যাপচার করা ফটো আপনি ভালো দামে অনলাইনে সেল দিতে পারেন? দরকার নেই আপনার গ্রাফিক্স শেখার। ফটো সেল করাটা কি ফ্রিল্যান্সিং এর মধ্যে পড়ে না??
কেউ আছেন ওয়ার্ড/এক্সেলে খুবই দক্ষ! কেন আপনি এপ ডেভেলপমেন্ট কোর্স নিয়ে পড়ে আছেন??
কেউ আছেন খুব সুন্দর করে গুছিয়ে লিখতে জানেন! আপনি কেন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এর পিছনে হাজার টাকা নষ্ট করে যাচ্ছেন। আর্টিকেল লিখে আপনি হাজারটা উপায়ে ইনকাম করতে পারতেন।
সব শেষে বলব যদি সময় হয় তাহলে আমারদের জাতীয় মার্কেটপ্লেস ফাইভারে খেয়াল করে দেখবেন লাইফষ্টাইল (Lifestyle) নামে একটি মুল ক্যাটাগরি রয়েছে।
যার মধ্যে এমন সব অদ্ভুত কিছু সাব ক্যাটাগরি আছে যেটা করতে গেলে কোন টেকনিক্যাল নলেজ এর প্রয়োজন হয় না। অনলাইন টিউটর, গেমিং, এস্ট্রোলজি, মেলোডি, এক্টিং, ফিটনেস লেসন, ড্যান্স, কুকিং, আর্ট, ট্রাভেল ইত্যাদি অনেক সাব ক্যাটাগরি আছে। যেগুলিতে কাজ করতে কোন টেকনিক্যাল নলেজ প্রয়োজন নেই। আর এসব গুন আমার আপনার মধ্যে কম বেশি আছে।
অভাব শুধু আমি আপনি মনে করছি গেমিং করে কি আর ফ্রিল্যান্সিং করা যায়? কুকিং কে শিখবে? ড্যান্স কিভাবে শিখাবো অনলাইনে? আমার আর্টস এর কোন মুল্যই নেই। এস্ট্রোলজি তো ফ্রিল্যান্সিং এর ক্যাটাগরির মধ্যেই পড়ে না। কোন ফিউচার আছে এসবেব???
এধণের মন মানসিকতা প্লিজ বাদ দিন। মার্কেটপ্লেস আপনাকে সুযোগ দিয়েছে আপনার স্কিল টাকে তুলে ধরার। সেটা যেই স্কিলই হোক না কেন!
আমরা ঘুরে ফিরে শুধু অই ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ছাড়া আর কিছু বুঝি না! অন্য কিছুকে ফ্রিল্যান্সিং মানতে নারাজ!!!
দৃষ্টিভঙ্গি বদলান! মার্কেটপ্লেসটাই বদলে যাবে!!
পরিশেষে একটি কথা মাথায় ঢুকিয়ে নেন, -সময় গেলে সাধন হবে নাহ-
সময় থাকতে সময়ের মুল্যায়ণ করুন। সময়কে সঠিক জায়গায় সঠিক উপায়ে লাগান। নিজেকে ফোকাস করুন। নিজের প্রতিভাকে চিহ্নিত করুন। আপনি সাফল্যের পিছনে নয়, বরং সাফল্য আপনার পিছনে দৌড়বে!!!!
আজ এ পর্যন্তই, ভুল ক্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কাউকে বা কোন প্রতিষ্ঠান কে ছোট বা বড় করতে চাইনি।
ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পিসির কুলিং সবসময় পরিস্কার রাখুন :)