Brindavan TV

Brindavan TV ওঁ নমোঃ ভগবতে বাসুদেবায়ঃ 🙏🙏

❝ আমরা সনাতনী ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির
কথা বলি ❞ - বৃন্দাবন টিভি ❤️

02/11/2025

সনাতন টিভির ১০ম বর্ষপূর্তিতে আন্তরিক শুভেচ্ছা ও গৈরিক অভিনন্দন।
শুভ কামনা সনাতনীদের বলিষ্ঠ কন্ঠস্বর Sanatan Tv ❤️

ইসকন সদস্য কর্তৃক ধর্ষ/ণ দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয় বরং এটি একটি স্ক্রিপ্টেড ভিডিও।
01/11/2025

ইসকন সদস্য কর্তৃক ধর্ষ/ণ দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয় বরং এটি একটি স্ক্রিপ্টেড ভিডিও।

🕉️ যোগই জীবন, যোগেই মুক্তি 🕉️🧘‍♂️ যোগ শিখুন, যোগে বাঁচুন 🧘‍♂️🌺 বৃন্দাবন যোগ বৃত্তান্ত ( ৮ম পর্ব) 🧘‍♂️ পরিচালনায়- শ্রী সু...
01/11/2025

🕉️ যোগই জীবন, যোগেই মুক্তি 🕉️
🧘‍♂️ যোগ শিখুন, যোগে বাঁচুন 🧘‍♂️
🌺 বৃন্দাবন যোগ বৃত্তান্ত ( ৮ম পর্ব)
🧘‍♂️ পরিচালনায়- শ্রী সুদীপ্ত দে (শাস্ত্রী - সংস্কৃত ব্যকরণ)
🕘 প্রতি সপ্তাহে - শুক্রবার ও শনিবার

💠 আজকের পর্ব- সাধন চতুষ্টয়

◑ সাধন চতুষ্টয়

১. বিবেক
২. বৈরাগ্য
৩. ষট্‌সম্পত্তি (শমাদি সাধন সম্পত্তি)
৪. মুমুক্ষুত্ব

১. বিবেকঃ নিত্য ও অনিত্য বস্তুর মধ্যে পার্থক্য অনুধাবন করা।

২. বৈরাগ্যঃ এই লোক ও পরলোক— উভয় ক্ষেত্রেই কর্মফল ভোগের প্রতি আসক্তিহীনতা।

৩. শমাদি সাধন সম্পত্তিঃ
শম, দম, উপরতি, তিতিক্ষা, শ্রদ্ধা, সমাধান।

৪. মুমুক্ষুত্বঃ মোক্ষ লাভের আন্তরিক ইচ্ছা।

শমাদি সাধন সম্পত্তি বিস্তারিত-

শমঃ মনকে নিয়ন্ত্রণে রাখা।
দমঃ দশ ইন্দ্রিয় ইত্যাদিকে সংযমে রাখা।
উপরতিঃ ধর্ম (নীতিশাস্ত্র) পালন করা, পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি নিজের কর্তব্য সঠিকভাবে সম্পাদন করা।
তিতিক্ষাঃ গরম-ঠান্ডা, সুখ-দুঃখ সহ্য করার স্বভাব।
শ্রদ্ধাঃ গুরু ও বেদান্তের বাক্যের প্রতি দৃঢ় বিশ্বাস রাখা।
সমাধানঃ চিত্তের একাগ্রতা বা মনোনিবেশ।

🕉️ যোগই জীবন, যোগেই মুক্তি 🕉️🧘‍♂️ যোগ শিখুন, যোগে বাঁচুন 🧘‍♂️🌺 বৃন্দাবন যোগ বৃত্তান্ত (৭ম পর্ব) 🧘‍♂️ পরিচালনায়- শ্রী সুদ...
31/10/2025

🕉️ যোগই জীবন, যোগেই মুক্তি 🕉️
🧘‍♂️ যোগ শিখুন, যোগে বাঁচুন 🧘‍♂️
🌺 বৃন্দাবন যোগ বৃত্তান্ত (৭ম পর্ব)
🧘‍♂️ পরিচালনায়- শ্রী সুদীপ্ত দে (শাস্ত্রী - সংস্কৃত ব্যকরণ)
🕘 প্রতি সপ্তাহে - শুক্রবার ও শনিবার

💠 আজকের পর্ব- সিদ্ধাসন

যোগীরা সকল আসনের মধ্যে সিদ্ধাসনকে শ্রেষ্ঠ মানেন। হঠযোগ প্রদীপিকার ১ম উপদেশে যোগী সাত্মারাম বলেছেন,

आत्मध्यायी मिताहारी यावद् द्वादशवत्सरम्।
सदासिद्धासनाभ्यासाद्योगी निष्पत्तिमाप्नुयात।
किमन्यैर्बहुभिः पीठैः सिद्धे सिद्धान्ते सति।। ४०।।

-যে যোগী আত্মমননে নিবিষ্ট ও সংযমী আহার গ্রহণকারী,
সে যদি বারো বছর ধরে নিয়মিত সিদ্ধাসনের অনুশীলন করে, তাহলে সে সিদ্ধি (চূড়ান্ত সিদ্ধাবস্থা) লাভ করে।
যখন এই চূড়ান্ত সিদ্ধান্তই সিদ্ধ হয়, তখন অন্য বহু পীঠ (আসন) আর কী প্রয়োজন?

সিদ্ধাসন হলো যোগব্যায়ামের একটি প্রাচীন আসন যা ধ্যান ও প্রাণায়ামের জন্য ব্যবহৃত হয়। এটি মেরুদণ্ড সোজা রেখে বসার একটি ভঙ্গি, যেখানে একটি পায়ের গোড়ালিকে অণ্ডকোষ এবং মলদ্বারের মধ্যবর্তী স্থানে এবং অন্য পাটিকে বিপরীত উরুর নিচে রেখে আসনটি সম্পন্ন করা হয়। সিদ্ধাসন মানসিক প্রশান্তি আনে এবং মনোযোগ বৃদ্ধিতে সহায়ক।

🧘‍♂️ সিদ্ধাসনের পদ্ধতিঃ

সোজা হয়ে বসুন এবং পা দুটি সামনের দিকে ছড়িয়ে দিন।
বাম পা ভাঁজ করে ডান উরুর উপরে রাখুন এবং গোড়ালিটি তলপেট ও যৌনাঙ্গের মাঝখানে রাখুন। এবার ডান পা একইভাবে ভাঁজ করে বাম উরুর নিচে রাখুন। দুই হাত দু'হাঁটুর উপর রাখুন, হাতের তালু উপুড় করে বা চিৎ করে রাখতে পারেন। মেরুদণ্ড সোজা রাখুন এবং শ্বাস-প্রশ্বাসের উপর মনোযোগ দিন। যতক্ষণ সম্ভব এই আসনে থাকুন এবং তারপর শুরুর অবস্থানে ফিরে আসুন।

🌻 উপকারিতা-

☞ মানসিক শান্তিঃ এটি মনকে শান্ত করে এবং মানসিক স্বচ্ছতা বৃদ্ধি করে।
☞ ধ্যান ও মনোযোগঃ এটি ধ্যানের সময় মনোযোগ বাড়াতে সাহায্য করে।
☞ শারীরিক উপকারিতাঃ মেরুদণ্ড ও শ্রোণী অঞ্চলের নিম্নাংশকে উদ্দীপিত করে এবং কোমর ব্যথার উপশমে সাহায্য করে।
☞ শক্তি প্রবাহঃ এটি নাড়িগুলোকে শুদ্ধ করে এবং শক্তি প্রবাহ বাড়াতে সাহায্য করে।

🌺 ওঁ তৎ সৎ 🌺সনাতন বিদ্যার্থী সংসদ, দিরাই উপজেলা, সুনামগঞ্জ শাখাসৌজন্যে ও সশ্রদ্ধ আয়োজনে শ্রীশ্রী জগদ্ধাত্রী দেবীর পবিত্...
30/10/2025

🌺 ওঁ তৎ সৎ 🌺
সনাতন বিদ্যার্থী সংসদ, দিরাই উপজেলা, সুনামগঞ্জ শাখা
সৌজন্যে ও সশ্রদ্ধ আয়োজনে শ্রীশ্রী জগদ্ধাত্রী দেবীর পবিত্র অধিবাস ও পূজা-২০২৫।

আজ ৩০শে অক্টোবর ২০২৫, রোজ বৃহস্পতিবার, যথাযথ মর্যাদা, ধর্মীয় শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীশ্রী জগদ্ধাত্রী মায়ের পূজার্চ্চনা, আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

স্থান: শাল্লা ব্রীজ সংলগ্ন, হারানপুর, দিরাই
সকল ভক্তবৃন্দ ও শুভানুধ্যায়ীদের উষ্ণ আমন্ত্রণ রইল।

🕉️ অঞ্জলি প্রদান সময়সূচি

🌺 সকাল ১১:০০ টা

🌺 দুপুর ১২:৩০ টা

🌺 বিকাল ২:৩০ টা

🌺 বিকাল ৪:৩০ টা

প্রসাদ বিতরণ :দুপুর ১:৩০ টা থেকে

সাংস্কৃতিক অনুষ্ঠান : সন্ধ্যা ৬:৩০ টা থেকে

সকল দেবভক্ত, ভক্তবৃন্দ ও সনাতন সংস্কৃতিপ্রেমী মানুষকে শুভেচ্ছা ও প্রীতি নিবেদন।
আসুন, জগজ্জননীর করুণাময় চরণে শরণ নিয়ে শান্তি, শক্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করি।

জয় মা জগদ্ধাত্রী 🙏🌺

29/10/2025

সবাইকে গোপাষ্টমী ও জগদ্ধাত্রী পূজার অষ্টমী তিথির শুভেচ্ছা।
গোমাতা কি জয় 🙏

 #দেবী_জগদ্ধাত্রীআজ কার্তিক মাসের শুক্ল পক্ষের জগদ্ধাত্রী পূজার সপ্তমী। কার্তিক শুক্লা ষষ্ঠী থেকে এই পূজা অনুষ্ঠিত হয়। ...
28/10/2025

#দেবী_জগদ্ধাত্রী

আজ কার্তিক মাসের শুক্ল পক্ষের জগদ্ধাত্রী পূজার সপ্তমী। কার্তিক শুক্লা ষষ্ঠী থেকে এই পূজা অনুষ্ঠিত হয়। ললিতা সহস্রনামে জগদ্ধাত্রীর নাম বিখ্যাত: বিশ্বমাতা জগদ্ধাত্রী বিশালাক্ষী বিরাগিণী।

যদিও এখানে প্রতিটি শব্দ একটি নাম, তবে এখানে একটি বাক্য সমন্বয় করা সম্ভব - তিনি বিশ্বমাতা, মহাবিশ্বের মা। মা হিসাবে তিনি জগৎ টিকিয়ে রাখেন, লালন করেন। তাই তিনি জগদ্ধাত্রী (ধাত্রী শব্দের অর্থ একজন নার্স) এবং, যেহেতু একজন মা তার সন্তানের যত্ন নেওয়ার ক্ষেত্রে সর্বদা সজাগ থাকেন, তাই তিনি বিশালাক্ষী, চোখ বড় (সদা সতর্কতা নির্দেশ করে) এবং যেমন একজন মায়ের তার সমস্ত সন্তানের প্রতি সমান ভালবাসা থাকে, কোনও এক বিশেষ সন্তানের প্রতি তার কোনও বিশেষ ভালবাসা নেই, তাই তিনি বিরাগিণী : যার কোনও বিশেষ পছন্দ নেই।

মাতা জগদ্ধাত্রী -আত্মজ্ঞান দাতা, তাঁর দুই সহচরী জয়া এবং বিজয়া সহ আমাদের আশীর্বাদ করুন।

ধর্ম রক্ষতি রক্ষিতঃ ইসকন সনাতন ধর্মের আন্তর্জাতিক প্রচারক হিসেবে সারাবিশ্বে কাজ করছে। ইসকনকে ঘিরে যে প্রপাগাণ্ডা ছড়ানো হ...
28/10/2025

ধর্ম রক্ষতি রক্ষিতঃ

ইসকন সনাতন ধর্মের আন্তর্জাতিক প্রচারক হিসেবে সারাবিশ্বে কাজ করছে। ইসকনকে ঘিরে যে প্রপাগাণ্ডা ছড়ানো হয়েছে, তা আজ বিশ্বের কাছে উন্মোচিত হল।

যে ধর্মকে ধারণ করে, ধর্ম তাকেই রক্ষা করে।

যদি এইটা পুলিশ তদন্তে প্রমাণিত সত্য হয়ে থাকে, তবে উক্ত ব্যক্তি যেকোনো সময় গ্রেফতার হতে পারে।
27/10/2025

যদি এইটা পুলিশ তদন্তে প্রমাণিত সত্য হয়ে থাকে, তবে উক্ত ব্যক্তি যেকোনো সময় গ্রেফতার হতে পারে।

নাট্যজন শংকর চন্দ্র ঘোষ বাবুল আর নেই  নাট্যজন শংকর চন্দ্র ঘোষ বাবুল আর নেই (দ্বিব্যাং লোকান স্ব গচ্ছতু)। সোমবার (২৭ অক্ট...
27/10/2025

নাট্যজন শংকর চন্দ্র ঘোষ
বাবুল আর নেই

নাট্যজন শংকর চন্দ্র ঘোষ বাবুল আর নেই (দ্বিব্যাং লোকান স্ব গচ্ছতু)। সোমবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৬টায় বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গত ২৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

সিলেট নগরের পল্লবী আবাসিক এলাকা পনিটুলা নিবাসী প্রয়াত শশী মোহন ঘোষ ও প্রয়াত তমাল বালা ঘোষ-এর কনিষ্ঠ পুত্র নাট্যজন শংকর চন্দ্র ঘোষ বাবুল দীর্ঘদিন ধরে ডায়বেটিকস রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। ০২ ডিসেম্বর ১৯৬০ খ্রিস্টাব্দে তিনি সিলেট নগরের আখালীয়া নয়াপাড়ায় জন্মগ্রহণ করেন। ৪ ভাই ১ বোনের মধ্যে তিনি সর্ব কনিষ্ঠ।

নাট্যজন শংকর চন্দ্র ঘোষ বাবুল একসময় সিলেটের নাটকের মঞ্চে নিয়মিত অভিনয় করতেন। টেলিভিশন নাটকেও তিনি সুনামের সঙ্গে অভিনয় করেছেন। তার অভিনীত নাটকগুলো ছিল দর্শকনন্দিত। ৮০'র দশকে তিনি দেশের বিভিন্ন সংবাদপত্র ও ম্যাগাজিনে প্রচুর লেখালেখি করেছেন।

সংসার জীবনে তার স্ত্রী, ২ জন ছেলে, পুত্রবধূ, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সিলেটের নাটকের খ্যাতনামা সংগঠন নাট্যালোক সিলেটের সাবেক সভাপতি, পনিটুলা সর্বজনীন পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা, পনিটুলা পঞ্চায়েত কমিটির সদস্য ও বিশিষ্ট দলিল লেখক নাট্যজন শংকর চন্দ্র ঘোষ বাবুল-এর প্রয়ানে পল্লবী আবাসিক এলাকা পনিটুলায় এক শোকের ছায়া নেমে এসেছে। নাট্যজন শংকর চন্দ্র ঘোষ বাবুলের মরদেহ শেষবারের মতো একজনর দেখার জন্য তার বাসভবনে শোকাহত স্বজনরা সমবেত হন। তার শেষ কৃত্যানুষ্ঠান সিলেট নগরের আখালিয়াস্থ মহাশ্বশানে অনুষ্ঠিত হবে।

সংবাদ প্রেরক
সজল ঘোষ
সিলেট, বাংলাদেশ।
মোবাইল: ০১৭১৬-৮৯১১৮৬
তারিখ: ২৭/১০/২০২৫

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Brindavan TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Brindavan TV:

Share