Saltora'r Chithi - শালতোড়ার চিঠি

Saltora'r Chithi - শালতোড়ার চিঠি বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ
খুঁজিতে যাই না আর

তুমি যাবে ভাই – যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়,
গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়;
মায়া মমতায় জড়াজড়ি করি
মোর গেহখানি রহিয়াছে ভরি,
মায়ের বুকেতে, বোনের আদরে, ভাইয়ের স্নেহের ছায়,
তুমি যাবে ভাই – যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়

নভেম্বর শেষে বিপ্লব কি ফিকে পড়িয়াছে ?নাকি ভূতের মুখে রাম নাম ?
30/11/2025

নভেম্বর শেষে বিপ্লব কি ফিকে পড়িয়াছে ?
নাকি
ভূতের মুখে রাম নাম ?

বাংলা ভাষার এখন তিন অবস্থা Bad,  Vey Bad and Very Very Bad  ভাগ্য ভালো 'SIR' কে মহাশয় লেখেনি এখনও ওহে বাঙালি জেগে তো ? ন...
29/11/2025

বাংলা ভাষার এখন তিন অবস্থা Bad, Vey Bad and Very Very Bad

ভাগ্য ভালো 'SIR' কে মহাশয় লেখেনি এখনও

ওহে বাঙালি জেগে তো ? নাকি রিলে ডুবে ?

*সবাই  Larger Than Life হয়ে উঠতে পারে না।** শুনলাম শালতোড়া নেতাজি সেন্টিনারি কলেজের রজত জয়ন্তীর উৎসব  হয়েছে মাস দুয়েক আগ...
16/11/2025

*সবাই Larger Than Life হয়ে উঠতে পারে না।**
শুনলাম শালতোড়া নেতাজি সেন্টিনারি কলেজের রজত জয়ন্তীর উৎসব হয়েছে মাস দুয়েক আগে। আবেগের কথা, দেখতে দেখতে ২৫ বছর পেরিয়ে গেল।
যা জানতে পারলাম তা হল খুবই ছোটোখাটো একখানা অনুষ্ঠান হয়েছে, মাত্র শ দেড়েক লোক নিয়ে একখানা প্রভাত ফেরি হয়েছে শালতোড়া বাজারে।
দুশও হলোনা ? বড় আক্ষেপ

এই কলেজ তৈরির সময় মেলা বসতো, দানের মেলা। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে নিজের সাধ্য মতন দান করতেন।

তা প্রভাত ফেরির জনসংখ্যা কি হবে, আনুষ্ঠান কত বড় হবে, কাদের আমন্ত্রণ জানানো হবে, অনুষ্ঠান কেমন হবে কি বলা হবে, কি হবেনা তা উদ্যোক্তাদের একান্ত নিজেস্ব সামর্থ্য তথা সিদ্ধান্ত।
সকলের সামর্থ থাকেনা কলেজ তৈরির উদ্যোগ কে গনআন্দোলনের রূপ দেওয়ার।
সকলের সামর্থ থাকেনা সবার জন্য বলার।
সকলের সাধ্য থাকেনা রাজনীতির ঊর্ধ্ব ওঠার, মানুষের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করার।

সবাই Larger Than Life হয়ে উঠতে পারে না।

যাই হোক বর্তমান পরিচালক এবং উদ্যোক্তাদের সামর্থ না থাকলেও তথা স্মৃতিশক্তি দুর্বল হলেও আমি জানি সেই ইতিহাস,আপনি জানেন সেই ইতিহাস; এই ইতিহাস আমার আপনার লেখা।
সেই ইতিহাস শালতোড়ার মানুষের লেখা এক গণআন্দোলনের ইতিহাস।
আজও কলকাতার অনেক সাংবাদিক দেখা হলে এই কলেজ তৈরির গণউদ্যোগের গল্প শুনতে চান ।
চোখের সামনে ভেসে ওঠে
লাইন দিয়ে দাঁড়িয়ে সবাই নিজের সাধ্য মতো দান করছেন,
কালিদাসপুর কোলিয়ারির শ্রমিকরা একদিনের রোজগার দিয়ে যাচ্ছেন,
কেউ দিচ্ছে ইট নিজের ব্যাবসার থেকে সাধ্য মতো , কেউ পাথর, তো সিমেন্ট।
মিস্ত্রিরা ও শ্রমিকরা কখনও শ্রম দিচ্ছে বিনামূল্যের ।
কোনও রাজনৈতিক লড়াই নয়, এক নির্ভেজাল সামাজিক উন্নয়ন।
এই কলেজ তৈরী হয়েছিল আপামর জনসাধারণের ইচ্ছে আর উদ্যোগে।

বর্তমান পরিচালন সমিতি যদি এই উদ্যোগের কথা ভুলে যেতে চান তাহলে তা ওনাদের একান্ত ব্যর্থতা।
উদ্যোক্তারা যদি সাধারণ মানুষের সেই প্রচেষ্টা মনে না রেখে তারকাদের কাছ ছুটে যান তাহলে তা নিতান্তই বালখিল্যতা।
এই কলেজ সাধারণ মানুষের তৈরী যেদিন কলেজের উদ্বোধন হয়েছিল পুরো শালতোড়ার মানুষ সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিল, কেননা এই উদ্যোগ ছিল সকলের একান্ত আপন এখনাকর মতো কেবল মাত্র তারকাদের জন্য নয়।
*সকলের সামর্থ থাকেনা ইতিহাস তৈরী করার। অনেকের আবার ইতিহাস স্মরণ করারও সামর্থ থাকেনা। অনেকে ইতিহাস কে ভয় পান।*

আমরা ইতিহাস তৈরী করেছি এটা আমাদের গর্ব ও পরিচয়।

যাইহোক, আমার কাছে কিছু ছবি আছে, শেয়ার করলাম সকলের সেই প্রচেষ্টাকে আবার সম্মান জানিয়ে।

আপনাদের কাছেও সেই সময়ের কোনো ছবি, অজানা তথ্য, কথন, গল্প থাকলে শেয়ার করবেন আমাদের সাথে।

আশংকাটা সত্যি হল।  ভয়টা ছিলই যে স্বয়ং কবিগুরুও ছাড় পাবেন না।  এই অশিক্ষিত অ সভ্য নেতাদের থেকে। কবিগুরুর গান গাওয়াতে দেশদ...
30/10/2025

আশংকাটা সত্যি হল। ভয়টা ছিলই যে স্বয়ং কবিগুরুও ছাড় পাবেন না।
এই অশিক্ষিত অ সভ্য নেতাদের থেকে।

কবিগুরুর গান গাওয়াতে দেশদ্রোহী বলা হচ্ছে।

আনন্দবাজারের ( Anandabazar Patrika ) হেডিং দেখে মনে হচ্ছে বিশাল অন্যায় হয়ে গেছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই গান লিখে।

আনন্দবাজার সত্যি !!! এত পতন সম্ভব ?

আর হায়রে বাঙালি তোদেরতো কানমুলে তোর নিজের শহরেই বাংলা বলতে দেয়না।
এবার তোদের প্রিয় ঠাকুরকেও বাংলাদেশী বলে দাগিয়ে দিল।
তবু তোর মুখে একটা আওয়াজ নেই।

কে যেন লিখেছিলেন - আধমরাদের ঘা মেরে তুই বাঁচা।

পুরো ম রাদের কি বাঁচানো যায় ?

শুনলাম শালতোড়া নেতাজি সেন্টিনারি কলেজের রজত জয়ন্তীর উৎসব শুরু হয়েছে।  সেই উপলক্ষে গতকাল প্রায় শদুয়েক জনসংখ্যা বিশিষ্ঠ এক...
20/09/2025

শুনলাম শালতোড়া নেতাজি সেন্টিনারি কলেজের রজত জয়ন্তীর উৎসব শুরু হয়েছে। সেই উপলক্ষে গতকাল প্রায় শদুয়েক জনসংখ্যা বিশিষ্ঠ এক বিশেষ ফেরী হয়েছে।
তা জনসংখ্যা কত হবে তা উদ্যোক্তাদের একান্ত নিজেস্ব সামর্থ্য।
অনুষ্ঠান কেমন হবে কি বলা হবে কি হবেনা তাও উদ্যোক্তাদের একান্ত নিজেস্ব সামর্থ্য তথা সিদ্ধান্ত

যেদিন কলেজের উদ্বোধন হয়েছিল পুরো শালতোড়ার মানুষ সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিল, কেননা এই উদ্যোগ ছিল সকলের একান্ত আপন।

ফিরে দেখা ----------
দ্বিতীয় সপ্তাহ মার্চ ২০০১
স্থানীয় পত্রিকা 'কথা বলো'

সংবাদের শিরনামকে খুব একটা অতুক্তি বলা যায়না এই খবরের ক্ষেত্রে।
আজও সকলে একযোগে স্বীকার করে শালতোড়া নেতাজি সেন্টিনারি কলেজের প্রাণ পুরুষ শ্রী নাজিবার রহমান বাবু । ওনার উপস্থিতি তথা নেতৃত্ব ছাড়া এই বিশাল কর্মকান্ড সফল করা সম্ভব হতনা।

কিছু মানুষ সবসময় থাকে ব্যাগড়া দেওয়ার , কটূক্তি করার জন্য , কাজের কাজ না করে শুধু সমালোচনা করার জন্য। আমাদের স্থানীয় ভাষায় বলে 'অসটা'
ওনারা যুগ যুগ ধরে থাকেন , তখনও ছিলেন আজও আছেন ভবিষতেও থাকবেন।

আর কিছু মানুষ থাকে লক্ষ্যে অবিচল। নতুন কিছু সৃষ্টির লক্ষ্যে অবিচল , এগিয়ে চলতে ভালোবাসেন , একা নয় সকলকে নিয়ে। শুধু নিজের জন্য নয় সকলের জন্য।
ইতিহাস সৃষ্টি হয় এঁনাদের ছোঁয়াতে।
ইতিহাস যার দিনলিপি হয়না -
নেতাজি সেন্টিনারি কলেজ
শালতোড়া গার্লস হাইস্কুল
শালতোড়া ড্যাম
আরও কতও

শালতোড়ার শিক্ষার মানচিত্রের পরিবর্তনের ইতিহাস
শালতোড়ার আধুনিকরণের ইতিহাস

দিনলিপি ছাড়াই ইতিহাস এগিয়ে চলে, স্মৃতি ঝাপসা হয়ে এলেও ইতিহাস একই থাকে। গর্বের ইতিহাস

বিরোধী দলনেতার কথা https://www.youtube.com/watch?v=KPVF6ihjaz4সত্যি না মিথ্যে তার একমাত্র উত্তর দিতে পারে 'নির্বাচন কমিশ...
16/08/2025

বিরোধী দলনেতার কথা
https://www.youtube.com/watch?v=KPVF6ihjaz4

সত্যি না মিথ্যে তার একমাত্র উত্তর দিতে পারে 'নির্বাচন কমিশন'
নির্বাচন কমিশনের উচিত প্রমান সমেত সত্য সামনে রাখা।

যদি অভিযোগ সত্যি হয় তাহলে প্রতিটি ব্যাক্তি যারা এই অপকর্মে যুক্ত তাদের শাস্তি হয় উচিত আর যদি অভিযোগ মিথ্যে হয় তাহলে অভিযোগকারীর।

নির্বাচন কমিশনে উচিত সত্য প্রকাশ করা প্রমান সমেত
সবার জন্য ডিজিটাল ভোটার লিস্ট পোলিং লিস্ট প্রকাশ করা ( যাতে আমি আপনি সবাই খুব সহজেই অভিযোগের সত্যতা যাচাই করতে পারি )

অধিকারটা আপনার তাই দাবিতে আপনাকেই করতে হবে। অধিকার আপনার ভোটের , অধিকার আপনার স্বাধীনতার, তাই আওয়াজ আপনাকেই ওঠাতে হবে।

LIVE: Press Conference - | Indira Bhawan, New Delhi | Rahul Gandhi , #राहुल_गांधी, _Declaration:The IP of t...

আমি বাংলায় গান গাইআমি বাংলার গান গাইআমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাইআমি বাংলায় গান গাইআমি বাংলার গান গাইআমি ...
31/07/2025

আমি বাংলায় গান গাই
আমি বাংলার গান গাই
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই
আমি বাংলায় গান গাই
আমি বাংলার গান গাই
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই
আমি বাংলায় দেখি স্বপ্ন
আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর
বাংলা আমার জীবনানন্দ
বাংলা প্রাণের সুখ
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ
বাংলা আমার জীবনানন্দ
বাংলা প্রাণের সুখ
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ
আমি বাংলায় কথা কই
আমি বাংলার কথা কই
আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই
আমি বাংলায় মাতি উল্লাসে
করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার
বাংলা আমার দৃপ্ত স্লোগান
ক্ষিপ্ত তীর ধনুক
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ
বাংলা আমার দৃপ্ত স্লোগান
ক্ষিপ্ত তীর ধনুক
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ
আমি বাংলায় ভালোবাসি
আমি বাংলাকে ভালোবাসি
আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি
আমি যা কিছু মহান বরণ করেছি
বিনম্র শ্রদ্ধায়
মেশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায়
বাংলা আমার তৃষ্ণার জল
তৃপ্ত শেষ চুমুক
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ
বাংলা আমার তৃষ্ণার জল
তৃপ্ত শেষ চুমুক
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ
আমি বাংলায় গান গাই
আমি বাংলার গান গাই
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই
আমি বাংলায় দেখি স্বপ্ন
আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর
বাংলা আমার জীবনানন্দ
বাংলা প্রাণের সুখ
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ

This is the original version of the song by Pratul Mukherjee. Here, he sings in a Bangladesh Television programme without the aid of any musical instruments....

Address

Saltora

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saltora'r Chithi - শালতোড়ার চিঠি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saltora'r Chithi - শালতোড়ার চিঠি:

Share