শর্মিলার ডাকবাক্স

শর্মিলার ডাকবাক্স জীবনের গল্প গুলোকে , আমার কণ্ঠের সাহায্যে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা মাত্র...❤️পাশে থেকো❤️
(1)

31/07/2025

একজন রিকশাচালকের আত্মসম্মান অবশ্যই আছে..
রোদে পুড়ে চামড়া কুচকে গেছে, কিন্তু চোখে এখনো আত্মসম্মানের দীপ্তি। সারা দিন খেটেছেন-মাত্র তিনজন যাত্রী পেয়েছেন।

হাতের বোতল ফাঁকা। জল নেই। মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে। কিনে খাওয়ার সামর্থ্য নেই। হোটেলে গিয়ে চাইলে হয়তো জুটবে এক গ্লাস, কিন্তু অপমানও জুটবে সঙ্গে।

তিনি হঠাৎ বসে পড়লেন রাস্তার পাশে। মাথা ঘুরছে। পেটেও কিছু পড়েনি সকাল থেকে।....
-----------------------
লেখা: সংগৃহীত
কণ্ঠ: শর্মিলা বর্মন

30/07/2025

বেকার ছেলের যন্ত্রণা..
যুবক ছেলে ভাত খেতে বসলে বাবার কঠিন স্বর " এক কুকুর ছিলো। সারাদিন বাইরে ঘুরতো। রাতে আমার কাছে আসতো খাওয়ার জন্য

ছেলে অর্ধেক ভাত খেয়েছে, বাবার এরূপ কথায় পরের লোকমা মুখে দিতে পারলো না। মলিন মুখ নিয়ে বসে থাকলো। বাবা বললেন..

" কুকুরটার লজ্জা বলতে কিছু ছিলো না। সারাদিন ঘুরে বেড়িয়ে রাতে যখন পে"টে টান পরতো লেজ গুটিয়ে চলে আসতো "

ছেলে যত সম্ভব নিজেকে সংযত রেখে" বাবা তুমি এতোরাতে জেগে আছো, শরীর খারাপ? "

" তোমার সেদিকে নজর দিতে হবে না। চুরির টাকা কি করেছো "....
------------------------
লেখা: জয়ন্ত কুমার জয়
কণ্ঠ: শর্মিলা বর্মন

29/07/2025

এক কালো মেয়ের গল্প...
জন্ম নিলাম যখন, তখন বুঝিনি যে বর্ণ বৈষম্যের শিকারে নাম লেখাতে চলেছি আমিও।

বুঝলাম যখন, তখন ফর্সা কালো রঙের পার্থক্য নিজেও করতে শিখলাম।

দেখলাম আমার আশে পাশের মানুষ গুলো, কি সুন্দর বাছাই করে করে রূপের বিচার করে ফর্সা হওয়ার মাপকাঠিতে।

ছোটো থেকেই সবাই আমাকে বলতো শ্যামাঙ্গিণী।

টিকলো নাক, টানা টানা দুটো চোখ আর গোলাপের পাপড়ির মতো কোমল দুটো ঠোঁট। শুধু রঙটা দেওয়ার সময়ই ভগবান কার্পণ্য করে বসলেন।....
-----------------
কলম : কণ্ঠ - শর্মিলা বর্মন

28/07/2025

আপনি যদি একটা গ'রুর সামনে গোলাপ ফুল রাখেন, গ'রু সেটা শুধু খাবার হিসেবেই দেখবে। সে বুঝবে না এটা কতটা সুন্দর, কতটা দামী, বা এর ঘ্রাণ কতটা মন ছুঁয়ে যাওয়ার মতো। কারণ গ'রুর চোখে ফুলের মূল্য নেই। তার কাছে সেটা শুধু ঘাসের মতো একটা বস্তু।....
-----------
লেখা: Nandita gharai
কণ্ঠ: শর্মিলা বর্মন

27/07/2025

ভাতকে কখনও অসম্মান কোরোনা....
আজ একটা ঘটনা মনে পড়ল, যেটা বহুদিন আগে ঘটেছিল...

কলেজে পড়াকালীন একবার বন্ধুর বাড়ি গিয়েছিলাম ওদের গ্রামে। খুব সাধারণ পরিবার। বাবা চাষাবাদ করেন, মা গৃহবধূ। ওদের আতিথেয়তা দেখে মন ভরে গিয়েছিল।

দুপুরে খেতে বসেছি – পাতিলে ভাত, ডাল, আলু ভাজা, আর একটা টুকরো মাছ।

খুব সাধারণ খাবার, কিন্তু সেই ভাতের গন্ধ আজও ভুলিনি।.......
----------------------
লেখা: সংগৃহীত
কণ্ঠ_ শর্মিলা বর্মন

25/07/2025

সন্তানকে বিনয়ী হতে শেখান..
*"টাকা দিয়ে আপনার সন্তানকে সব কিছু দিতে পারলে ও, বিনয়ী হওয়া কখনো শিখাতে পারবেন না। জীবনে আপনার সন্তানকে আর কিছু দেন আর না দেন, অন্তত বিনয়ী হওয়ার শিক্ষা টা দিয়েন। এটা তার জন্য জীবনের সবচেয়ে জরুরি শিক্ষা।"....
---------------
লেখা - তাহমিনা আক্তার লিলি
কণ্ঠ: শর্মিলা বর্মন

24/07/2025

প্রথম প্রথম অনেকে থাকবে। খুব ভিড় হবে চারপাশে। হাসি, ঠাট্টা, আড্ডা, গল্প, খোঁজখবর, গুডমর্নিং, গুডনাইট ইত্যাদি। সারাদিন কথা হবে, দুর্বলতা শোনা হবে, উইকএন্ডে দেখা হবে, ঝিমঝিমে নেশা হবে।

তারপর আস্তে আস্তে যখন সবটুকু জানা হয়ে যাবে...
-------------------
লেখা: amit dittu
কণ্ঠ: শর্মিলা বর্মন

23/07/2025

বাবার ছেড়া জুতোটা....
রাগ করেই ঘর থেকে বেড়িয়ে পড়লাম। এতটাই রেগে ছিলাম যে বাবার জুতোটা পড়েই বেরিয়ে এসেছি। বাইক ই যদি কিনে দিতে পারবেনা, তাহলে ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবার সখ কেন.? হঠাৎ মনে হল পায়ে খুব লাগছে। জুতোটা খুলে দেখি একটা পিন উঠে আছে। পা দিয়ে একটু রক্তও বেরিয়েছে। তাও চলতে থাকলাম। এবার পাটা ভিজে ভিজে লাগল। দেখি পুরো রাস্তাটায় জল। পা তুলে দেখি জুতোর নিচটা পুরো নষ্ট হয়ে গেছে।...
------------
লেখা: সংগৃহীত
কণ্ঠ: শর্মিলা বর্মন

22/07/2025

মেয়ে সন্তানকে কখনো মানিয়ে নেওয়া শেখাবেন না....
--------------------
লেখা ; সংগৃহীত
কণ্ঠ: শর্মিলা বর্মন

21/07/2025

পুরুষ মানুষ হলো অনেকটা খেজুর গাছের মত, যেমন কোন আদর পায়না যত্ন পায় না, কেউ থাকে জলও দেয় না, সার দেয়না, গোড়ায় কেউ মাটিও দেয় না।

তারপরেও নিজের পায়ের তলায় মাটি নিজেই শক্ত করে, অযত্নে আর অবহেলায় বেড়ে ওঠে, বেড়ে ওঠার পর তার কাছে প্রত্যাশা থাকে সবার অনেক।
-----------------------
লেখা : জেরিন আক্তার
কণ্ঠ: শর্মিলা বর্মন

ওঁ নমঃ শিবায়....🙏🙏🙏
21/07/2025

ওঁ নমঃ শিবায়....🙏🙏🙏

20/07/2025

একটা সময়ের পর জীবন বুঝতে শেখায় জীবনে কোনওকিছুই চিরস্থায়ী নয়। আজ যে আছে, কাল সে চলে যাবে। যাবেই। যতই বুকের ভিতর আঁকড়ে জাপ্টে জড়িয়ে ধরে বসে থাকো না কেন, যতই লুকিয়ে বাঁচিয়ে যত্নে রাখো না কেন, একটা সময়ের পর জীবন যা তোমার থেকে ছিনিয়ে নেওয়ার তা ঠিক ছিনিয়ে নেবে।....
------------------
লেখা: amit dittu
কণ্ঠ: শর্মিলা বর্মন

Address

Santipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when শর্মিলার ডাকবাক্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শর্মিলার ডাকবাক্স:

Share

Category