
14/08/2025
আগামীকাল স্বাধীনতার ভোর
✍️ গৌতম বিশ্বাস
আগামীকাল স্বাধীনতার ভোর,
আলো ছড়াবে দেশজুড়ে ঘোর,
তেরঙ্গা দোলে গগন তলে,
শহীদের রক্ত স্মরণ জ্বলে।
স্বপ্নের মাটিতে গড়া ইতিহাস,
অমর বাণী শোনায় বাতাস,
দেশপ্রেমের অগ্নি-শ্বাস,
লিখে যান কবি গৌতম বিশ্বাস।
জয় হিন্দ ধ্বনি উঠুক প্রাণে,
ভারত জাগুক নব সম্মানে,
আগামীকাল হোক গর্বের গান,
আমার ভারত, আমার প্রাণ।