Gopu and golu family. - krishna bhakti.

Gopu and golu family. - krishna bhakti. এই পেজ শুধুমাত্র ভক্তি ও আধ্যাত্মিক পথ দর্শনও আলোচনা জন্য৷এখানে ভক্তি মূলক ভিডিও আধ্যাত্মিক লেখা হবে৷

09/10/2025

হর হর মহাদেব

শিব সম অধিকারে বিশ্বাস করে এটাই শিবের নীতি সে কখনো নারী দের অপমান করে না এবং নারী দের কম জোর ও ভাবে না৷ অসুর রা যখন পার্...
09/10/2025

শিব সম অধিকারে বিশ্বাস করে এটাই শিবের নীতি সে কখনো নারী দের অপমান করে না এবং নারী দের কম জোর ও ভাবে না৷ অসুর রা যখন পার্বতী কে তুলে নিতে আসে পার্বতী শিবের কাছে গিয়ে তাকে রক্ষা করার কথা বললে শিব বললেন যে নিজের রক্ষা নিজে করো বলে পার্বতী হাতে একটা বেলপাতা ধরিয়ে দিয়েছিলো৷ সেই দুঃখে পার্বতী কালী রূপ এবং নিজের সাথে সমস্ত দেবী দের রক্ষা করেছিলো৷ দেবতারা তো অসুর দের ভয়ে পালিয়ে ছিলো৷ নারী কে সামান্য ভাবার ভুল করে পৃথিবী রসাতলে যাচ্ছে ৷ পুরুষ ও প্রকৃতি একে অপরের পরিপূরক কেউ ছোটো বড়ো না৷ দুজনে এই সৃষ্টি রে রচনা করেছে তাই জগতে যারা মনে ভাবে যে পুরুষ সবার ওপরে নারী তাদের সমকক্ষ না তারা আসলে সমাজের নষ্ট হাবার মূল কেন্সার৷ যে নারী না থাকলে জীবন এর জন্ম ই হবে না যে নারী না থাকলে ঘর কখনও সুখের আশ্রম হবে না সে নারী কে যারা অপমান, লাঞ্ছিত ও অবহেলা করে তারা সমাজের অসুর এদের থেকে সমাজে দূশাষোন তৈরি হয় দ্রৌপদীদের বস্ত্র হরণ ও সন্মান হরণ করা জন্য তাই সমাজের ভালো যারা চায় তারা শিবের দেখানো নীতি আদর্শ কে অনুসরণ করে সমাজ কে সু শিক্ষার মধ্যে দিয়ে সাম্যবাদ প্রতিষ্ঠা করে সমান অধিকার , সমান সন্মান দিয়ে এক নতুন যুগের আগমন করা উচিত এতে সমাজ থেকে দূশাষোন দের শেষ করা সম্ভব ৷

08/10/2025

শুভ রাত্রি। হরে কৃষ্ণ 🙏

হর হর মহাদেব
07/10/2025

হর হর মহাদেব

06/10/2025

শুভ রাত্রি ৷ হরে কৃষ্ণ🙏

মা লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা সকল কে।
06/10/2025

মা লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা সকল কে।

শুভ দুপুর।  কি মানি আর কি মানি না সেটা বড়ো কথা না ,আসল কথা হচ্ছে মনে কতোটুকু  বিশ্বাস নিয়ে জীবনে এগিয়ে যাচ্ছি কর্ম গু...
06/10/2025

শুভ দুপুর।
কি মানি আর কি মানি না সেটা বড়ো কথা না ,আসল কথা হচ্ছে মনে কতোটুকু বিশ্বাস নিয়ে জীবনে এগিয়ে যাচ্ছি কর্ম গুলো করছি সেটা গুরুত্বপূর্ণ।

05/10/2025

রাধে রাধে🙏

Address

Sapatgram
Sapatgram
783337

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gopu and golu family. - krishna bhakti. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share