02/08/2024
ভিকটিম অফ ওয়ার ওর ভিক্টিম অফ পিস ! ?
আপনি হয়তো কোনো যুদ্ধের দেশে থাকেন না,
যেখানে হাসপাতাল , বাড়ি , রাস্তা , ফ্যাক্টরি বম্বিং করে উড়িয়ে দেয়া হয় রোজ , সেখানে মানুষ খেতে পায় না , জাল পায় না, ইলেক্ট্রিক পায় না , অনেকে এই সবের অভাবে মারা যান, কেউ কেউ আত্যহত্যা করেন বাস্তবের ছবি দেখে , আর কিছু মানুষ যুদ্ধ করে বেঁচেও যান , যাদের ইনকাম বাড়ে।
আবার এমন ও দেশ আছে যেখানে যুদ্ধ নেই,
তাও গরিবি আছে , আত্মহত্যা আছে , না খেয়ে মানুষ ও মারা যায় , খুন আছে, অঙ্গ পাচার আছে , মেয়ে ও ছেলে পাচার আছে , থ্যালাসেমিয়া আছে , দুটো পার্লামেন্ট আছে , অগুনতি মন্দির, মসজিদ, চার্চ আছে , শুধু সমাধান নেই -
এদের কে বলা হয় ভিক্টিম অফ পিস। ভারতবর্ষ তার লিভিং এক্সাম্পল ৭৭ বছর ধরে
সমস্যা ও দুই ধরণের ভিক্টিম রা কোনো কাজ করেন না সব জানা সত্বেও নিজেদের উন্নতির জন্যে -
তাই যুদ্ধ হোক বা পিস থাকুক - আপনাকেই উঠে দাঁড়াতে হবে , ঘুরে দাঁড়াতে হবে - হেটে কোনো সমস্যার সামাফহন হয় নি আজ অবধি
আজ চাকরি নেই, কাল ডাকাতি থাকবে - অগ্নিবীর এর নাম করে - জোয়ান দেড় হাতে বন্দুক আসছে , কাল অন্ধকার আসবে - এখানে ভাগ্য বলে কিছু নেই, ওটা মানুষেরই বানানো
তাই নেতারা জাতের প্রশ্নে আমাদের কে মাতিয়ে রাখবেন সঙ্গে টি ভি চ্যানেল গুলো
রেজাল্ট ?
যেখানে যুদ্ধ হচ্ছে - সেখানে - লাইট নেই, খাবার নেই, কাজ নেই - মানে নেতাদের দায়িত্ব ও নেই
যেখানে যুদ্ধ নেই - সেখানেও - কাজ নেই , খাবার নেই ( তাই খাওয়াতে হচ্ছে আর কাজ নেই) , চাকরি নেই বা দিতে পারছে না - মানে দায়িত্ব নেই ( ভোট জিতে শপথ নিয়েও )
তাই আমরা ভিক্টিম অফ ওয়ার এন্ড পিস্ - আপনি ভাবছেন যুদ্ধ নেই , তাও এতো প্রব্লেম ? এই ভাবে তো ভাবিনি
এবার ভাবুন আমাদের করণীয়
পাড়া একতা মঞ্চ , সোশ্যাল দূর্গা পূজা , বিনা সুদে ঋণ ( তাও ২০% ইনকাম ) , কোঅপারেটিভ মুভমেন্ট
যতদিন বি যে পি এই দেশে থাকবে , আমরা পিছুতে থাকবো - আবার কিছু জন ডিটেনশন ক্যাম্প এ যাবে সো এ এ এর নামে
দায়িত্ব নেই তাই খবরদারি আছে , সবাই কে রোজ নাচাতে হবে , বাংলার লোকেরা যারা বি যে পি কে দিলেন, তাদের কেই ওরা আগে শেষ করবে
দুটো দেশে যুদ্ধ চলছে, নম্বর ত্রি দেশ যুদ্ধে নামছে - ইরান , এই ভাবে থার্ড ওয়ার্ল্ড ওয়ার ওরা শুরু করবে , লক ডাউন করে মানুষ মারতে পারে নি , এবার ওদের, আমাদের, এই ভাবে মারার পালা , আমাদের হাতে কিছু নেই ,
তলোয়ার সব সময় মাথা কাটে , আজও কাটবে , পেন শুধু লিখবে রক্তের ইতিহাস আর মাঝে মাঝে জিন্দাবাদ
ভাবনা মুখ Debasis Chakraborty Citizens For Justice and Peace CPIM West Bengal Indian National Congress - Gujarat