Bhabna Mukh

Bhabna Mukh We are opening newspaper banks to create social capital and promote online to include citizens

আমি চেচামিচির নিউস করতে পারিনা , আমি সেই নিউস করি বা লাইভ করি , যার হাত ধরে আপনার সন্তান ও আপনি দেশ কে পথ দেখতে পারবেন ,...
12/10/2024

আমি চেচামিচির নিউস করতে পারিনা , আমি সেই নিউস করি বা লাইভ করি , যার হাত ধরে আপনার সন্তান ও আপনি দেশ কে পথ দেখতে পারবেন , দিনে ১০ তা মিনিট ভাবনা মুখের জন্যে রাখবেন, হৃদয় থেকে , মন থেকে , দেশের খবর - আপনি, আপনার সন্তান , আপনার পরিবার ও দেশ , পাড়া ও প্রতিবেশী , ভারতের প্রথম পদক্ষেপ "সোশ্যাল ক্যাপিটাল" "রোটেশন ইকোনোমি" কি ভাবে আপনার খরচের টাকা আপনার কাছে ফিরে আসবে বৃষ্টির মতন "সোশ্যাল চ্যানেল" তাই মনে করে আমাদের চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে রাখুন -

নিজের মতন সবাই রাস্তায় নামছে - জুনিয়র ডাক্তার রা পথ দেখাচ্ছেন সত্যের - ভাবনা মুখ

13/08/2024

১৫ ওই অগাস্ট , রক্ত দান শিবীর, শ্রীরামপুরে , মানিকতলা ( ইজুকি প্লাজা) , আমার বন্ধু বান্ধবের মধ্যে কেউ দান করতে চাইলে জানাবেন

02/08/2024

ভিকটিম অফ ওয়ার ওর ভিক্টিম অফ পিস ! ?

আপনি হয়তো কোনো যুদ্ধের দেশে থাকেন না,

যেখানে হাসপাতাল , বাড়ি , রাস্তা , ফ্যাক্টরি বম্বিং করে উড়িয়ে দেয়া হয় রোজ , সেখানে মানুষ খেতে পায় না , জাল পায় না, ইলেক্ট্রিক পায় না , অনেকে এই সবের অভাবে মারা যান, কেউ কেউ আত্যহত্যা করেন বাস্তবের ছবি দেখে , আর কিছু মানুষ যুদ্ধ করে বেঁচেও যান , যাদের ইনকাম বাড়ে।

আবার এমন ও দেশ আছে যেখানে যুদ্ধ নেই,

তাও গরিবি আছে , আত্মহত্যা আছে , না খেয়ে মানুষ ও মারা যায় , খুন আছে, অঙ্গ পাচার আছে , মেয়ে ও ছেলে পাচার আছে , থ্যালাসেমিয়া আছে , দুটো পার্লামেন্ট আছে , অগুনতি মন্দির, মসজিদ, চার্চ আছে , শুধু সমাধান নেই -

এদের কে বলা হয় ভিক্টিম অফ পিস। ভারতবর্ষ তার লিভিং এক্সাম্পল ৭৭ বছর ধরে

সমস্যা ও দুই ধরণের ভিক্টিম রা কোনো কাজ করেন না সব জানা সত্বেও নিজেদের উন্নতির জন্যে -

তাই যুদ্ধ হোক বা পিস থাকুক - আপনাকেই উঠে দাঁড়াতে হবে , ঘুরে দাঁড়াতে হবে - হেটে কোনো সমস্যার সামাফহন হয় নি আজ অবধি

আজ চাকরি নেই, কাল ডাকাতি থাকবে - অগ্নিবীর এর নাম করে - জোয়ান দেড় হাতে বন্দুক আসছে , কাল অন্ধকার আসবে - এখানে ভাগ্য বলে কিছু নেই, ওটা মানুষেরই বানানো

তাই নেতারা জাতের প্রশ্নে আমাদের কে মাতিয়ে রাখবেন সঙ্গে টি ভি চ্যানেল গুলো
রেজাল্ট ?

যেখানে যুদ্ধ হচ্ছে - সেখানে - লাইট নেই, খাবার নেই, কাজ নেই - মানে নেতাদের দায়িত্ব ও নেই
যেখানে যুদ্ধ নেই - সেখানেও - কাজ নেই , খাবার নেই ( তাই খাওয়াতে হচ্ছে আর কাজ নেই) , চাকরি নেই বা দিতে পারছে না - মানে দায়িত্ব নেই ( ভোট জিতে শপথ নিয়েও )

তাই আমরা ভিক্টিম অফ ওয়ার এন্ড পিস্ - আপনি ভাবছেন যুদ্ধ নেই , তাও এতো প্রব্লেম ? এই ভাবে তো ভাবিনি

এবার ভাবুন আমাদের করণীয়

পাড়া একতা মঞ্চ , সোশ্যাল দূর্গা পূজা , বিনা সুদে ঋণ ( তাও ২০% ইনকাম ) , কোঅপারেটিভ মুভমেন্ট

যতদিন বি যে পি এই দেশে থাকবে , আমরা পিছুতে থাকবো - আবার কিছু জন ডিটেনশন ক্যাম্প এ যাবে সো এ এ এর নামে

দায়িত্ব নেই তাই খবরদারি আছে , সবাই কে রোজ নাচাতে হবে , বাংলার লোকেরা যারা বি যে পি কে দিলেন, তাদের কেই ওরা আগে শেষ করবে

দুটো দেশে যুদ্ধ চলছে, নম্বর ত্রি দেশ যুদ্ধে নামছে - ইরান , এই ভাবে থার্ড ওয়ার্ল্ড ওয়ার ওরা শুরু করবে , লক ডাউন করে মানুষ মারতে পারে নি , এবার ওদের, আমাদের, এই ভাবে মারার পালা , আমাদের হাতে কিছু নেই ,
তলোয়ার সব সময় মাথা কাটে , আজও কাটবে , পেন শুধু লিখবে রক্তের ইতিহাস আর মাঝে মাঝে জিন্দাবাদ

ভাবনা মুখ Debasis Chakraborty Citizens For Justice and Peace CPIM West Bengal Indian National Congress - Gujarat

https://www.youtube.com/live/4IQlJjaZN5Q?si=iRlTHAty8x0M2qzW    কারা এই দেশের নাগরিক - সেই নিয়ে বিস্তারিত জানালেন মানিক ...
31/07/2024

https://www.youtube.com/live/4IQlJjaZN5Q?si=iRlTHAty8x0M2qzW কারা এই দেশের নাগরিক - সেই নিয়ে বিস্তারিত জানালেন মানিক ফকির - অনেক নেতা, আমলা রাই এই দেশের নাগরিক নন, নতুন নাগরিক আইন যদি প্রণয়ন হয় , তাহলে করণীয় কি ? সেই নিয়ে একটা বই প্রকাশ হচ্ছে , তৃণমূল বাদে কোনো পার্টি আর মুখ খুলছে না , যারা বাঙালি ও বি যে পি করেন ? তারা আসলে কি চাইছেন ? তাদের মধ্যে অনেকেই বেনাগরিক হবেন , তার চেয়ে পার্টি থেকে ইস্তিফা দিয়ে , দেশের জন্যে কাজ করুন , নইলে আপনাদের কে বেবহার করে , ভাইদের রক্তে হাত লাল করবেন, সময় আছে, সরে যান - ভাবনা মুখ

If citizens do not have economic agendas, those country depending only on government will become poor

মেট্রোর লিফ্ট ও আমরা - হাওড়া দিয়ে শুরু হলো আর এক ইতিহাসের, ভারতের নদীর নীচ দিয়ে একটি যাত্রা , রোমাঞ্চকর , যাহা তৈরী হতে ...
26/07/2024

মেট্রোর লিফ্ট ও আমরা -

হাওড়া দিয়ে শুরু হলো আর এক ইতিহাসের, ভারতের নদীর নীচ দিয়ে একটি যাত্রা , রোমাঞ্চকর , যাহা তৈরী হতে লাগলো ৬৬ দিন, তাই অনুভব করুন রোমাঞ্চ, করলাম , মাঝে মাঝে বুক দুরু দুরু করে ৪০% ঘুষ নেয়ার দেশে কোনো একদিন এই সুড়ঙ্গ ভেঙে গেলে কি হবে ? থাক সেই কথা , মেট্রো হয়তো ঘুষ বিহীন কার্য ক্ষেত্র। ( এই আশায় ভয়টা কমে )

লিফ্ট - সামনে লোকজন যেমন করে দাঁড়াচ্ছে মনে হচ্ছে , এটা শেষ ওপরের ওঠা, নইলে কোনো আকাশীয় লড়াইয়ে তারা হেরে যাবে

৯৯% জনতা লাইন করেন না ,
৬০ উর্ধের জন্যে যেটা, সেখানে ইয়ুথ রা বেশি লাইন করে দাঁড়ায় ,
নামার আগেই, ওঠার চেষ্টা ,
বেরোতে দিতে চায় না, তার আগেই ওঠার চেষ্টা
সবাই শিক্ষিত , ওয়েল ড্রেসড , অফিস গোয়িং যাত্রী

নাগরিক , এখনো নাগরিক নয়, কোনো মতে একটা ভিড় , এরা কোনো কাজে লাগবে না,

এরাই ২১ সে জুলাই রাস্তায় নামে , এরাই পাড়া কে বিভাজিত করে রাখে , এরাই রক্ত দান শিবিরে যায় না , এই ভাবে একটা দেশ ভিড়ে পরিণত হয়

এদের কে নিয়ে সস্তা , টিকাও রাজনীতি করা যায় , কিছু না করে পার্টি অফিসে শতাব্দী কাটানো যায়

ভাবনা মুখ Metro Railway, Kolkata Metro Railway, Kolkata কলকাতা মেট্রো Indian Railway Railway Lovers

https://youtu.be/sRZo5XJcWCc?si=znr8F-QPuyK7MHWw   এই মৃত্যু উপত্যকা আমার নয়, অনেককেই বলতে শুনেছেন, যখনি কেউ মারা যায়, ন...
22/07/2024

https://youtu.be/sRZo5XJcWCc?si=znr8F-QPuyK7MHWw এই মৃত্যু উপত্যকা আমার নয়, অনেককেই বলতে শুনেছেন, যখনি কেউ মারা যায়, নিজেরই দেশের পুলিশের গুলিতে, যুদ্ধের কথা শুনলে ভয় হয় , তেলের দাম বাড়লে ভয় হয়, জিনিসের দাম আগুন হলে , জল দিয়ে আমরা সেটাকে কমাতে পারি না , তখন এই দেশ অন্য দেশের মতন লাগে, যেন কিছুই আমাদের নয়!

তাহলে দেশ টা কবে আমাদের হবে ?

আমরা সবাই মৃত্যু ফেরৎ নাগরিক - লক ডাউনের কথা যদি ভুলে না গিয়ে থাকেন , তাখন কেউ ছিল না পাশে, কত মানুষ একাকী চলে গেছেন ঝাঁপ দিয়ে চার তলা বা আট তলা থেকে , এখনো অনেক মানুষ আছেন যারা মারা যাবেন বলে প্রস্তুত ? তাহলে আবার প্রশ্ন করি

দেশ টা কার ?

হেরে যাবার নাম ? না সহজ কিছু পথ অবলম্বন করে ঘুরে দাঁড়ানো? বন্ধুর দিকে হাত বাড়ানো ? দেশ কে নিজের দেশ করতে এগিয়ে আসুন, কি ভাবে পাশে দাঁড়াবেন ! সেই সহজ পথের কথা , গুলি নয়, খবরের কাগজ - কিনুন, পড়ুন ও জমা দিন ( দান করুন) - ভাবনা মুখ ( please remember to Subscribe)

এই মৃত্যু উপত্যকা আমার নয়, অনেককেই বলতে শুনেছেন, যখনি কেউ মারা যায়, নিজেরই দেশের পুলিশের গুলিতে, যুদ্ধের কথা শুনলে ....

সম্মানীয় নাগরিক বৃন্দ, ভারতবর্ষ আজ মানে ২ Nd  জুন আর কাল ৩ Rd  জুন ২০২৪, এই দু দিন কেটে যাবে আপনাদের টি ভি দেখতে দেখতে ,...
01/06/2024

সম্মানীয় নাগরিক বৃন্দ, ভারতবর্ষ

আজ মানে ২ Nd জুন আর কাল ৩ Rd জুন ২০২৪, এই দু দিন কেটে যাবে আপনাদের টি ভি দেখতে দেখতে , কে কত ভোট পাচ্ছে ( তাতে আপনার কি যায় আসবে আমার জানা নেই)

আপনি যাকেই ভোট দিয়ে থাকুন আপনি হারছেন, এটা নিশ্চিত , কারণ তারা আপনাকে নিয়ে ভাবছে না , ভাবলে এতদিনে আপনার বাবা, মায়ের পাশে দাঁড়াতে পারতো ! চাকরি তৈরী করার একটা প্লাটফর্ম তৈরী করতো, হাসপাতাল গুলো আপডেটেড ও মডার্ন হতো। মানুষ সুখে থাকতো, তেলের দাম নিয়ে আলোচনা করতো না , কারণ তার হাতে কাজ ও টাকা থাকতো।

আর প্ল্যানিং না থাকলে দেশের চিন্তাবিদ দের থেকে পরামর্শ নিতে পারতো ,( এই ৭৬ সালে তারা কিছুই পারে নি , পেরেছে পলিটিকাল বন্ড, পি এম কেয়ার ফান্ড আর বন্যা হবার পর সাহায্য ( আগে যে করা যায় জানেই না)

মানে এদের কান নেই, মাথা নেই , (বুদ্ধিও নেই) , আছে সুধে পেট ( তাই দেশ টা গরিব, এদের খাওয়াতে খাওয়াতে ) যে যত ধোনি, সেই করে ততো বড়ো চুরি।

তাহলে এই দু দিন আপনি ভাবুন আপনি কি দেশের কাজে লাগবেন ? যদি ভেবে কোনো উত্তর পান, যে আপনিও কাজের , শুধু ভোটার নন ( ওরা বলছে আপনার জন্যে কোনো ডাটা নেই) শুধু বুথ এ গিয়ে ভোট দিন (এই মিথ্যের প্রতিবাদ করবেন কি করে ? )

শেষ করি এই বলে - এক দল যাকে ভোট দিচ্ছেন সে আপনাকে গরিব করে রাখবে আর এক দল বলবে ডাটা আপনার নয় !
তাহলে দেশ টা আপনার হচ্ছে কি করে ?

কিছু না করলে আপনিও পশু পক্ষির সমান (ওরা প্রমান করে দিয়েছে, এবার বদলান) -

চ্যানেল টা কে সাবস্ক্রাইব করুন , নিজেও ও হয়ে উঠুন পাড়ার মুখ কাজ করে

এক নাগরিকের চিঠি আর এক নাগরিক কে - নরেশ জৈন

Rin Mukt Bharat by applying to govt or Rin Mukt Bharat - if citizens take the initiative to stand beside each other - our aim is very clear what people do no...

শুভ নববর্ষ কুশাংকুর অনুষ্ঠানে প্রদীপ চ্যাটার্জী এর ডাকে , "নরেশ যাবে?" , প্রায় আট বছর পর কোনো সাহিত্য সভায় আবার , আমার ছ...
14/04/2024

শুভ নববর্ষ

কুশাংকুর অনুষ্ঠানে প্রদীপ চ্যাটার্জী এর ডাকে , "নরেশ যাবে?" , প্রায় আট বছর পর কোনো সাহিত্য সভায় আবার , আমার ছবি হয় না প্রায় , কারণ আমি অন্যের ছবি তুলি , জয়ন্ত পাঠক দা ছবি তুলে দিলেন , আমার দায়িত্ব সেই ছবি ফেসবুক এ দেওয়া, কাল এক অদ্ভুত বর্ষ বরণ হলো, একটা বছর পুছে গেলো জীবন থেকে আর এক বছরের আগমন হলো , ঠিক বোঝার আগেই , সব শেষ বা আবার সব শুরু ?

সাহিত্যের হাত ধরলে হয়তো এই সমাজ আর একটু ভালো থাকতো , যদি আমরা বুঝতাম , অক্ষর গুলোর মানে।

যুদ্ধ চলছে পৃথিবী জুড়ে , মানুষ এখনো চেষ্টা করছে ভুল করার , শুন্যের আগে এখনো শুন্য কেউ বসাচ্ছে না তার আগে এক ,

স্বপ্ন বিহীন বাস্তবের ঘরে ষাট দশকের কবিতা কে মনে হয়, আজকের কবিতা , বাস্তবের কিছু বদলায় নি,
আমাদের দেশে রাজনীতি এখনো শূন্যতে, তাই কত মাথা ব্যথা । কত সেটিং, তাও কাজ করবে না।

এই ভাবে কত মানুষ মারা যান , বিচার বিহীন , যোগ্যতা একটা পদ পায় না , সুযোগ পায় না , এই ভাবে অক্ষর গুলো হারিয়ে যায় , বাস্তবের ভিড়ে , সাহিত্য মারা যাবে বলে প্রস্তুত , কিছু মানুষ এখনো লড়ছেন , তাই সমাজ এখনো বেঁচে থাকার লড়াইয়ে আছে।

হারবেন এটা নিশ্চিত , লড়বেন না তা বলে ?

নরেশ জৈন

https://youtu.be/FDzg6sFJbUE  It is a request to Subscribe our channel and help us to reach every corner of India with y...
05/04/2024

https://youtu.be/FDzg6sFJbUE It is a request to Subscribe our channel and help us to reach every corner of India with your friends and also work for the ideas Independently and unite your para - Bhabna Mukh

It is a request to Subscribe our channel and help us to reach every corner of India with your friends and also work for the ideas Independently and unite you...

Address

18, Ashutosh Chaterjee Lane, Mahesh, Serampore, Dist/hooghly
Serampore
712202

Telephone

+919830379639

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bhabna Mukh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bhabna Mukh:

Share