
14/07/2025
♦️ এই লোকটি কে অনেকেই চেনেন, একেএম ফারহাদ. উত্তর 24 পরগনা এর জেলা পরিষদ মেম্বার তথা বন ও ভূমি কর্মাধ্যক্ষ.
♦️ এই লোকটির "প্যান্ট খোলা" ভিডিও ভাইরাল হয়েছিলো. মাদ্রাসা টিচার, এবং মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশন এর রাজ্য সভাপতি! এক মহিলার সাথে সেই সব ভিডিও অডিও ভাইরাল হওয়ার পর এনার নেতা ববি হাকিম এনাকে এড়িয়ে চলতেন বলেই জানি! বর্তমানে কি অবস্থা আমি জানি না.
♦️ আমার এইসব জানার বিন্দুমাত্র ইচ্ছা ও নেই. এই পোস্টটি রাজনৈতিক ও নয়. যার যা ইচ্ছা হচ্ছে রাজনীতিতে করুক. কিন্তু আমার প্রশ্ন হলো, যে লোকটির এরকম নোংরা ভিডিও ভাইরাল হলো, সেই লোকটি এখনো রাজ্য হজ কমিটির মেম্বার! সেই হিসাবে হজ করতে যাওয়া মানুষজন কে ইনিই রিসিভ করছেন, ছাড়ছেন, কোলাকুলি করছেন!
➡️ যারা ধর্ম নূন্যতম মানেন, তারা আমাকে বলুন এটা কোন লেভেলের নোংরামি চলছে? এতো মাইনরিটি সংগঠন কেউ এটা নিয়ে বলে এনাকে অন্তত হজ কমিটি থেকে সরায়নি? লজ্জা জিনিসটা কি সবাই বেচে দিয়েছে! কল্পনা করুন কত বয়স্ক মহিলা হজ করতে যায়, তাঁদের সামনে দাঁড়িয়ে থাকছে এইরকম একটা পিস! আবার বললাম, আমার কনসার্ন হজ কমিটি নিয়ে, বাকি উনি যা ইচ্ছা করুন! ঘটনা ঘটেছে প্রায় 1 বছর, প্রায় 6 মাস ইনি সাইডে ছিলেন, ইদানিং দেখছি আবার সামনে আসছেন!
#নোট - মাদ্রাসা টিচার দের কাছে প্রশ্ন রাখলাম, আপনাদের বিবেক রুচি শালীনতা সব কি বেচে দিয়েছেন! এই লোকটি আপনাদের নেতা?