
03/20/2025
যেদিন আমেরিকাতে এসেছিলাম প্লেন থেকে কিছু ছবি তুলেছিলাম সেই কিছু ছবি শেয়ার করে নিলাম ।🇮🇳🇺🇸
দিনটা ছিলো ১৮ ই নভেম্বর, এই প্রথমবার মা বাবা দিদা ঠাকুমা আত্মীয় পরিজন ছেড়ে এত্ত দূরে আসা।সেই কষ্ট যে কি সেই বোঝে যে এত্ত দূরে থাকে সবাইকে ছেড়ে ।
আমি আর আমার বর একা এই বিদেশ বিভূইতে আসছি, সব কিছু অচেনা আলাদা কালচার কিভাবে কি করবো একা একা আমরা ,এসব অনেক চিন্তা মাথায় ঘুরছিলো কিন্তু তার মধ্যেও প্লেন থেকে এত্ত অসাধারন সুন্দর view দেখে মনটা বেশ ভালো লাগছিলো ।
তাই কিছু ছবি তুলেছিলাম মন ভালো করতে।🩷
তবে এদেশে এসে অনেক উপকার পেয়েছি আমার husband এর অফিস কলিগ ও ফ্যামিলির থেকে। তাই অচেনা অজানা দেশে নতুন এসে ও অসুবিধাগুলো অনেকটাই কম হয়েছিলো।