07/05/2025
আমরা হয়তো ঘরে বসে এসি তে শুয়ে।।।যুদ্ধ চাই যুদ্ধ চাই করে চিৎকার করতে পারি।।
কিন্তু সীমান্তের বর্ডারে যাদের বাড়ির স্বামী ছেলে ভাই দাদারা বাবারা রয়েছেন তারা হয়তো চায়নায় এরকম কিছু হোক কারণ।। যুদ্ধের কথা শুনলে তাদের গলায় খাবার আটকে যায় গলা দিয়ে খাবার হয়তো তাদের নামবে না।।
হয়তো অনেক ছেলে আর কোনদিন বাড়ি ফিরবে না ।।
কারোর বাবা বাড়ি ফিরবে না
হয়তো কারোর ভালোবাসার মানুষ টার আর বাড়ি ফেরা হবে না ।
শত্রু পক্ষকে অবশ্যই শাস্তি দেয়া হোক সাথে ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমাদের বীর সন্তানেরা সুস্থ স্বাভাবিকভাবে আবার তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারে শত্রু কে দমন করে।। কাউকে যেন অকালে চলে না যেতে হয়।।। ❤️
সবার ই পরিবার আছে😊
#ভারত_মাতা_কি_জয়