
09/07/2025
৯ জুলাই, হাওড়া: আগামী ১৯ ও ২০ জুলাই কোলকাতা বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে চলেছে Birdwatchers Society ও eBird India এর তরফ থেকে পাখি নিয়ে একটি অনুষ্ঠান Bengal Birders Meet 2025.
চিত্রক প্রামাণিক, বন্যপ্রাণ সংরক্ষণকারী, পরিবেশকর্মী এবং যৌথ পরিবেশ মঞ্চের অন্যতম সদস্য, জানান যে উদ্যোক্তাদের বক্তব্য অনুযায়ী হাওড়া, হুগলি জেলা থেকে ২৫ বছরের কম বয়সী যে সমস্ত ছাত্র-ছাত্রী যারা নিয়মিত পাখির ছবি তোলে, পাখি নিয়ে আগ্রহী তারা বিনামূল্যে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে। ২৫ বছরের উর্দ্ধে হলে রেজিস্ট্রেশন করতে হবে।
পাখির জগৎ #পাখি