24/06/2024
মেসি নামটা আমাদের মেসি ভক্তদের কাছে শুধু একটা নাম নয়।সেই নামটার সাথে জড়িয়ে আছে কোটি কোটি মানুষের ভালোবাসা, অনুভুতি,আবেগ,ফুটবলের প্রতি প্রেম।আমর ও ঠিক ফুটবলের প্রতি ভালোবাসা শুরু হয়েছিল এই মেসি নামের মানুষটার জন্য।আমিও সেই বার্থ্য রাজার প্রেমিক যে এখন সফল রাজা,মেসি ফুটবল
জগতের এমন এক নক্ষত্র যাকে এখন ছোঁয়া যায়, ভালোবাসা যায়,অনুভব করা যায়।আজকের এই দিনে ১৯৮৭ সালের ২৪ শে জুন আর্জেন্টিনার ছোট্ট রোজারিও শহরে জন্ম নেন আমাদের মেসি,কে জানত রোজারিওতে জন্ম নেওয়া ছোট্ট ছেলেটি আজ ফুটবলের জাদুকরি সব করিশমা দিয়ে বিশ্বে কোটি কোটি ভক্তদের হৃদয়ে জায়গা করে নেবে।সেই ছেলেটিই হবে আজকের বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি 💙👑।আমার এখনোও মনে পরে ছোট বেলায় যখন পাড়ার মাঠে ফুটবল খেলতাম তখন সেই ১০ নম্বর জার্সি পরেই ফুটবল খেলতাম। নিজেকেও মেসির মতোই একজন প্লেয়ার ভাবতাম।ভাববোই না কেনো!?ছোট থেকে সেই মানুষটাকেই গুরু মেনে এসেছি।যখন ডাকতাম টিভিতে মেসি খেলছে তখন সেই মানুষটার কাছ থেকে অনেক কিছু শিখেছি, ডেকেছি ঐ মানুষটাকে নিজের দল কে জেতানোর জন্য প্রাণপন চেষ্টা করতে।ফুটবল দুনিয়ায় তার দান অতুলনীয়।কোটি
কোটি ফুটবল প্রেমীদের মনে সেই মানুষটা রাজা হয়ে থাকে যাবে।👑❤️
আজ সেই শুভ দিন।
HAPPY BIRTHDAY LIONEL MESSI 💙👑:🇦🇷:-