
30/06/2025
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু
ভালোবাসা যার মুখের ভাষা
চোখে তার থাকে শান্তির আশা
ভালো মানুষ কখনো ডাকে না কাঁদিয়ে
সে কথা বলে হৃদয় সাজিয়ে
ভালো মানুষ নরম ছায়া
তাকে পেলে জীবন পায় মায়া
নিজে জ্বলে আলো দেয় পাশে
এমন মানুষ থাকে স্মৃতির আশে
সে দেখে না জাত বা ভাষা
সে বোঝে শুধু মনের আশা
ভালো মানুষ হয় না কল্পনায়
সে মেলে অন্তরের খোঁজায়