Public Tv Barak

Public Tv Barak Public Tv Barak
DIGITAL MEDIA NETWORK
REGISTERED UNDER MINISTRY OF MSME
*GOVT OF INDIA*
REGISTRATION NO.

UDYAM-AS-05-0007145
DATE OF INCORPORATION/REGISTRATION OF Portal Media 15/08/2022

03/11/2025
03/11/2025

ধলাইর মালুগ্রামে জনতার হাতে আটক গরু চোর

ধলাই, ৩ নভেম্বরঃ
দিনদুপুরে গরু চুরি করে বিক্রি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ল এক গরু চোর। ঘটনাটি ঘটেছে ধলাইর মালুগ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধলাইয়ের পানিভরা গ্রামের বাসিন্দা বিশু নাথ রামপ্রসাদপুর সিতাকুণ্ড গ্রামের একটি গরু চুরি করে মালুগ্রামে নিয়ে যায়। সেখানে বিক্রির সময় গরুটি গাড়িতে তোলার চেষ্টা করতেই গ্রামবাসী তাকে হাতেনাতে ধরে ফেলে।

গ্রামবাসীর অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে গরু চুরির ঘটনা ঘটলেও চোরের কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। তবে এবার ধরা পড়ে রহস্যের জট খুলে যায়।

স্থানীয়রা জানান, বিশু নাথ পূর্বে কাবুগঞ্জ বাজারে হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। সে সময় বিভিন্ন গ্রামের মানুষকে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরে গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কিছুদিন জেলে ছিলেন তিনি।

জেল থেকে ছাড়া পেয়ে বৈষ্ণবের বেশ ধারণ করে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে বলে স্থানীয়দের দাবি। অবশেষে রবিবার দিনদুপুরে গরু চুরির ঘটনায় জনতার হাতে ধরা পড়ে তার মুখোশ খুলে যায়।

ক্ষুব্ধ জনতা বিশুকে আটক রেখে ধলাই থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।

03/11/2025

শিলচরে দুই দিনে আবারও দুই ভুয়া চিকিৎসক আটক

কাছাড় পুলিশের তৎপরতায় মাত্র দুই দিনের ব্যবধানে আবারও দুইজন ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে।

প্রথম ঘটনাটি ঘটে ১ নভেম্বর। নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ধোয়ারবন্দ থানার অন্তর্গত ছোট জালেঙ্গার বাসিন্দা সোপাল রায়কে আটক করে। জানা গেছে, তিনি নিজ ফার্মেসিতে চিকিৎসক সেজে দীর্ঘদিন ধরে রোগী দেখছিলেন। এমনকি ফার্মেসির পাশে একটি আলাদা ডাক্তার চেম্বারও পরিচালনা করতেন। অভিযানের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

পরদিন ২ নভেম্বর কাছাড় পুলিশের অপর এক অভিযানে ধরা পড়েন আরেক ভুয়া চিকিৎসক ইন্দ্রজিৎ রায় (৩৯), তিনি “মা আয়ুর্বেদ” নামে একটি প্রতিষ্ঠান থেকে তারাপুরের ইএনডি কলোনি এলাকায় ভিজিটিং ডাক্তার হিসেবে রোগী দেখতেন বলে জানা গেছে। পুলিশ তাকে ঘটনাস্থলেই হাতে নাতে আটক করে এবং তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানান, অবৈধভাবে রোগী দেখা ও ভুয়া ডাক্তারি কার্যক্রমের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ভবিষ্যতে এমন অনৈতিক কর্মকাণ্ড রোধে আরও কড়া অভিযান অব্যাহত থাকবে।
অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন কাছাড়ের জনগণের কাছে আবেদন করেন যদি ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে সন্ধান পান তাহলে ৬০২৬৯০৩৩২৯ এই নাম্বারে যোগাযোগ করার জন্য যারা যোগাযোগ করবেন তাদের নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে।

03/11/2025

সমগ্র রাজ্যজুড়ে একযোগে গণতান্ত্রিক আন্দোলনের ডাক দিল **অল আসাম হেলথ অ্যান্ড টেকনিক্যাল এনএইচএম এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন**।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে রাজ্যের প্রতিটি জেলায় এনএইচএম কর্মচারীরা বিক্ষোভ প্রদর্শন ও অবিরত ধর্ণা কর্মসূচি হাতে নিয়েছেন।

এই কর্মসূচির অংশ হিসেবে কাছাড় জেলায় শিলচরের **এস.এম. দেব অসামরিক হাসপাতালে*৩ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত চলবে *“কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট”*।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত এই আন্দোলন চলবে।

সংগঠনের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারের কাছে বারবার দাবিপত্র পেশ করা হলেও এখনো পর্যন্ত স্থায়ীকরণসহ বিভিন্ন মূল দাবি পূরণ করা হয়নি। তাই বাধ্য হয়েই তারা এই গণতান্ত্রিক আন্দোলনের পথে নেমেছেন।

অন্যদিকে, এই কর্মবিরতির ফলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় আংশিক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে সংগঠন জানিয়েছে, জরুরি চিকিৎসা পরিষেবা এই ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে।

**কর্মচারীদের প্রধান দাবিসমূহঃ**

১. জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মরত সকল শ্রেণির কর্মচারীদের জন্য *পে স্কেল* ব্যবস্থা কার্যকর করে বেতন সুরক্ষা প্রদান করতে হবে এবং *Verdict No. 213 of 2013* অনুযায়ী “সম কাজের সম বেতন ও সম অধিকার” নীতি কার্যকর করতে হবে।
২.
২০২১ সালের *Assam Gazette Notification No. HLA.409/2020/Pt/55* সম্পূর্ণভাবে কার্যকর করে নিয়মিত সরকারি কর্মচারীদের সম হারে *গ্র্যাচুইটি, পেনশন, ডেথ বেনিফিট, দার্ভিদ বুক ফেসিলিটি* এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করতে হবে।
এছাড়া, গ্র্যাচুইটি ও পেনশন সংক্রান্ত সুস্পষ্ট নির্দেশনা দ্রুত প্রকাশ করে তা কার্যকর করতে হবে।

৩.
স্বাস্থ্য দফতরে শূন্য পদে এনএইচএম কর্মচারীদের সরাসরি নিয়োগের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি নতুন প্রতিষ্ঠিত স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নতুন পদ সৃষ্টি করে এলএইচএম কর্মচারীদের নিয়োগ দিতে হবে।

৪.
কর্মরত অবস্থায় কোনো কর্মচারীর মৃত্যু হলে তাঁর পরিবারের যোগ্য সদস্যকে চাকরিতে নিয়োগ দিতে হবে; অন্যথায় মৃত কর্মচারীর ৬০ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত তাঁর সম্পূর্ণ বেতন পরিবারকে প্রদান করতে হবে।

৫. সকল এনএইচএম কর্মচারীকে সামাজিক সুরক্ষা আইনের আওতায় এনে *ই.পি.এফ* বা *সি.পি.এফ (Employees/Contributory Provident Fund)* সুবিধা চালু করতে হবে।

সংগঠনের হুঁশিয়ারি, যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সরকার ও স্বাস্থ্য বিভাগ এই দাবিসমূহ পূরণের জন্য লিখিত প্রতিশ্রুতি না দেয়, তবে আন্দোলনের পরবর্তী ধাপ আরও তীব্র করা হবে।
তারা স্পষ্টভাবে জানিয়েছে—এই আন্দোলনের ফলে যে কোনো পরিস্থিতির উদ্ভব হলে তার দায়ভার সংগঠন নেবে না।

02/11/2025

পরম শ্রদ্ধেয় মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় ও সংখ্যালঘু বিজেপি কর্মীদের উদ্দেশ্যে কিছু কথা...

02/11/2025

ঝুমুর নৃত্যে অংশ গ্রহণকারী বরাকের ৩৩১জন প্রশিক্ষক সহ বিনন্দিনীদের সম্মাননা তুলে দিল সাংস্কৃতিক বিভাগের মন্ত্রী বিমল বরা।

VO- গত ২৪ফেব্রুয়ারী গুহাটিতে অনুষ্ঠিত হওয়া ঝুমুর নৃত্যে ইতিহাস রচনা করেছিলেন বিভিন্ন নৃত্য শিল্পীরা। সেখানে গোটা রাজ্যের বিভিন্ন জেলা থেকে ৮হাজারের অধিক প্রশিক্ষক সহ শিল্পীরা অংশ গ্রহণ করেছিলেন। অসমের চা জনগোষ্ঠীর পরম্পরাগত ঝুমুর নৃত্য প্রত্যক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ৫০এর বেশি রাষ্ট্রদূত সহ বিভিন্ন আধিকারিকরা। এবং মুখ্যমন্ত্রী সেদিন প্রশিক্ষক সহ শিল্পীদের প্রশংসা পত্র সহ ২৫হাজার টাকা প্রদান করার প্রতিশ্রুতি দেন।সেই প্রতিশ্রুতি মতে ব্রহ্মপুত্র উপত্যকার প্রত্যেক শিল্পী ও প্রশিক্ষকদের ক্ষেত্রে পূরণ হওয়ার পর রবিবার বরাকের ৩৩১ জন প্রশিক্ষক ও শিল্পীদের হাতেও সম্মাননা সহ অর্থ তুলে দেওয়া হয়েছে। এদিন স্থানীয় বঙ্গ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের সাংস্কৃতিক বিভাগের মন্ত্রী বিমল বরা সম্মাননা ও অর্থ শিল্পীদের হাতে তুলে দেন। আগামীতে বরাক উপত্যকার পরম্পরাগত ধামাইল নৃত্য বিশাল মঞ্চে অনুষ্ঠিত করার পরিকল্পনা রাজ্য সরকার হাতে নিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রি কৌশিক রায় ও বিমল বরা।

Address

Silchar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Public Tv Barak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Public Tv Barak:

Share