Public Tv Barak

Public Tv Barak Public Tv Barak
DIGITAL MEDIA NETWORK
REGISTERED UNDER MINISTRY OF MSME
*GOVT OF INDIA*
REGISTRATION NO.

UDYAM-AS-05-0007145
DATE OF INCORPORATION/REGISTRATION OF Portal Media 15/08/2022

22/07/2025

শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনর ১৭নং ওয়ার্ডে সভা বিজেপির সংখ্যালঘু নেতা মাননীয় আতাউর রহমান লস্কর মহাশয়ের সমর্থনে ||

22/07/2025
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জয়নগর উজানগ্রাম আমতলা নিবাসী আলহাজ হজরত মৌলানা সিদ্দিকুর রহমান বড়ভূঁইয়া সাহেব...
21/07/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জয়নগর উজানগ্রাম আমতলা নিবাসী আলহাজ হজরত মৌলানা সিদ্দিকুর রহমান বড়ভূঁইয়া সাহেব (সিন্দুর মেছাব)অধ্য রাত্রি 10 . 35 মিনিটের সময় ইন্তেকাল হইয়াছেন উনার পবিত্র জানাজার নামাজ আগামিকাল 1 . 30 মিনিটের সময় আদায় করা হইবে।

21/07/2025

📌জগদীপ ধনখড়ের আকস্মিক ইস্তফা!

📌দেশজুড়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ll

21/07/2025

পদত্যাগ করলেন দেশের উপ রাষ্ট্রপতি ||

21/07/2025

ভাষা শহিদ জগন-যিশুকে স্মরণ করল আকসা।

ভাষা শহিদ দিবস উপলক্ষে সোমবার বিভিন্ন কার্যসূচির আয়োজন করল ছাত্র সংগঠন আকসার কর্মকর্তারা।শিলচর প্রেসক্লাবে আয়োজিত এক সভায় ভাষা শহিদ জগন্ময় দেব (জগন)ও দিব্যেন্দু দাস (যিশু)র প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংস্থার কর্মকর্তারা। উল্লেখ্য ১৯৮৬ সালের ২১জুলাই সিমান্ত জেলা শ্রীভূমিতে মাতৃভাষা বাংলার অধিকার ও মর্যাদা রক্ষায় পুলিশের গুলিতে দুজনকে নিজের প্রাণ বিসর্জন দিতে হয়েছিল।সেই ১৯৮৬ সালের প্রেক্ষাপট তুলে ধরে দুই শহিদ সেনানীর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন আকসার কর্মকর্তারা।ভাষা আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে সংস্থার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ জানান, দেশের তদানিন্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধী আসুর সঙ্গে আসাম চুক্তি করেছিলেন। এবং সে সময় থেকেই রাজ্যে বিদেশি বাছাইয়ের নামে অ-অসমীয়াদের উপর চরম নির্যাতন চালানো হয়েছিল। এবং পরবর্তীতে অসম গণ পরিষদ ক্ষমতায় আসার পর ভাষা সার্কুলার জারি করে। এবং তার বিরুদ্ধে বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর মানুষ রাস্তায় নেমেছিলেন।বরাক উপত্যকায় ও এর ব্যতিক্রম ছিল না।অগপ সরকারের আমলে ভাষা সার্কুলারের বিরুদ্ধে বরাকে টানা আন্দোলনের ফলে সিমান্ত জেলা যে ঘটনা ঘটেছে তা ইতিহাস বর্ণিত আছে।১৯৮৬র ২১ জুলাই তদানিন্তন সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান ও ভাষা সার্কুলার বাতিলের বিরুদ্ধে টানা আন্দোলনের ফলে সেদিন বরাকের দুজনকে পুলিশের গুলিতে মৃত্যু বরণ করতে হয়েছিল। ঐতিহাসিক সেই ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে ভাষা শহিদ জগন-যীশুকে আজকের দিনে শ্রদ্ধাঞ্জলি জানাতে পেরে নিজেকে ধন্য মনে করছেন আকসার কর্মকর্তারা। তাঁদের বীর গাঁথা অনুসরণ করে তরুণ প্রজন্মকে আগামীতে এগিয়ে চলার এদিন আহ্বান জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা।

20/07/2025

ভরাখাই ঘুংঘুর গাঁও পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত প্রকৃত হিতাধিকারীরা, অভিযোগ উঠল জিয়টেকে অনিয়মের

প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY) থেকে প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে ভরাখাই ঘুংঘুর গাঁও পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জিয়টেক (Geo-tagging) প্রক্রিয়ায় অনিয়ম করে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে নির্বাচিত কয়েকজনকে, যাদের প্রকৃত হিতাধিকারী হিসেবে ধরা হচ্ছে না।
স্থানীয়রা জানান ঘুংঘুর জিপির এসএসজি গ্রুপের দায়িত্বে ছিলেন লিপিকা দাস। অভিযোগ, তিনি নিজে জিয়টেক করতে না এসে মৌমিতা ভট্টাচার্য নামে অন্য একজনকে পাঠান। পরে যখন প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা প্রকাশ হয়, দেখা যায় প্রকৃত হিতাধিকারীদের বাদ দিয়ে নিজের গ্রুপের সদস্যদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

৪ নম্বর ওয়ার্ডের বুথ প্রেসিডেন্ট বিপুল চন্দ্র রি জানান, তিনি নিজে এসএসজি গ্রুপের সদস্যদের নিয়ে ঘরে ঘরে গিয়ে জিয়টেক ফটো সংগ্রহ করেছিলেন। অথচ তালিকায় দেখা যায়, যাঁরা প্রকৃত দরিদ্র ও গৃহহীন, তাঁদের নাম বাদ পড়েছে। এ নিয়ে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
এই অভিযোগ নিয়ে আজ এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়, এতে উপস্থিত ছিলেন বজনা দেবনাথ, চন্দ্রা রানি দেবনাথ, উষারানি দেবনাথ, কিরন নুনিয়া, সুহাগ হোসেন, হেনা বেগম, কুন্তী নুনিয়া, কশ্যলা নুনিয়া, অর্পিতা নুনিয়া, পিয়ংকারী সহ আরও অনেকে। তাঁরা জানান, এই অন্যায়ের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ চাই এবং প্রকৃত হিতাধিকারীদের পুনরায় যাচাই করে তালিকা সংশোধনের দাবি জানান।

Address

Silchar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Public Tv Barak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Public Tv Barak:

Share