Kita Khobor -কিতা খবর

Kita Khobor -কিতা খবর " আপনারার গাঁও, গল্লির মা'র ভাষার সত্য, নিরপেক্ষ খবর সবর আগে পাওয়ার লাগি উরুত্তি লাইক করিয়া ভুরুত্তি শেয়ার করবা।
(1)

🔴কাছাড় জেলা গত কয়েক সপ্তাহ ধরে অব্যাহতভাবে অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার মুখোমুখি হচ্ছে।      ⭕️শিক্ষার্থীদের জন্য দিনের ...
10/06/2025

🔴কাছাড় জেলা গত কয়েক সপ্তাহ ধরে অব্যাহতভাবে অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার মুখোমুখি হচ্ছে।
⭕️শিক্ষার্থীদের জন্য দিনের উত্তপ্ত সময়ে একটি শীতল ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সতর্ক বিবেচনা ও আলোচনার পর, আগামী ১১/০৬/২০২৫ থেকে জেলার সকল বিদ্যালয়গুলির সময়সূচি পুনর্বিন্যাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়সূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

কাছাড় জেলার সকল সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহের সংশোধিত সময়সূচি নিম্নরূপ হবে:

(১) নিম্ন প্রাথমিক বিদ্যালয় (L.P. Schools) - সকাল ৭:৩০ টা থেকে দুপুর ১২:১৫ টা পর্যন্ত।

(২) উচ্চ প্রাথমিক বিদ্যালয় (U.P. Schools) - সকাল ৭:৩০ টা থেকে দুপুর ১২:৪৫ টা পর্যন্ত।

(৩) মাধ্যমিক / উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (High Schools / Higher Secondary Schools) - সকাল ৭:৩০ টা থেকে দুপুর ১:১৫ টা পর্যন্ত।

এই আদেশ কাছাড়ের অতিরিক্ত জেলা দণ্ডাধীশ কর্তৃক অনুমোদিত হয়েছে।

সতর্ক থাকুন, সুস্থ থাকুন!

08/06/2025

🔴 ভয়াবহ গুলায় হালাইকান্দির বোয়ালিপার- বিষ্ণুঘরর ২ নং পুল ভাঙ্গীয়া খাল ও, এলাকাবাসির দাবি ৩ জন বিধায়ক আর পূর্তবিভাগের কাছে অতিসত্বর ঠিক করিয়া দেওয়ার লাগি ।

05/06/2025

পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে বিকলাঙ্গ মানুষের হাতে বিভিন্ন কিট তুলে দেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল দক্ষিণ মুম্বাইয়ের সভাপতি প্রিন্স বিশ্বাস।

05/06/2025

ছেলেমেয়ের লাগি খাওয়ার আনতে গিয়া বাড়িত ফিরিয়া আওয়া অইছে না বাবার! পাথারকান্দির বিলবাড়ীত গুলার পানীয়ে কাড়িয়া নিছে বাবার প্রাণ।

05/06/2025

স্বামীর হোটেল থেকে নগদ টাকা সহ মোবাইল ফোন চুরি করে পালালো স্ত্রী।

05/06/2025

এইবারের গুলায় হাইলাকান্দির বিষ্ণুঘর গাঁও র দুইনম্বর পুল ভাঙ্গি লাইছে, যোগাযোগ বিচ্ছিন্ন নিতাইনগর লস্কর বাজারের, জনগণের দাবি অতিসত্বর পুল টা মেরামত করার লাগি পূর্তবিভাগের কাছে ।

05/06/2025
05/06/2025

গৌরব গগৈয়ে বরাকর বন্যা পরিস্থিতির খবর লুয়াত কাছাড় ও আইছইন, তানে গামছা পিন্ধানি লইয়া কংগ্রেস পার্টির মাঝে নাবুঝ বাচ্চাইন্তর মত তুমুল লড়াই ঘুদ্দুম ঘুদ্দুম।

⭕️ বুধ বারে ঈদ-উজ-জুহা উৎসব উপলক্ষে কাছাড়ের জেলা আয়ুক্ত, শ্রীযুক্ত মৃদুল যাদব, ঈদ-উজ-জুহা উৎসব শান্তিপূর্ণভাবে পালনের ...
04/06/2025

⭕️ বুধ বারে ঈদ-উজ-জুহা উৎসব উপলক্ষে কাছাড়ের জেলা আয়ুক্ত, শ্রীযুক্ত মৃদুল যাদব, ঈদ-উজ-জুহা উৎসব শান্তিপূর্ণভাবে পালনের জন্য ঐক্যবদ্ধতা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, গবাদি পশু সংক্রান্ত আইনের কঠোর প্রয়োগ এবং নিরাপত্তা বৃদ্ধির ওপর জোর দেন।

কাছাড়ের পুলিশ সুপার জাল সামাজিক মাধ্যমের পোস্ট সম্পর্কে সতর্কতা জারি করে জনসাধারণের সহযোগিতা চান। এছাড়াও, পানীয় জল, বিদ্যুৎ সরবরাহ ও যানজট ব্যবস্থাপনায় পূর্ণ প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়।

উক্ত বৈঠকে কাছাড়ের অতি. জেলা আয়ুক্ত, শ্রীমতি অন্তরা সেন, অঃঅঃসেঃ; অতি. পুলিশ সুপার (সদর) শ্রীযুক্ত সুব্রত সেন, অঃপুঃসেঃ; সকল মসজিদ কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন।

বরাক নদীর জল কমিয়া আজকে সকাল ১০ টায় ২০.৮১ সেন্টিমিটার প্রতি ঘন্টায় ৩ সেন্টিমিটার করিয়া জল কমের
04/06/2025

বরাক নদীর জল কমিয়া আজকে সকাল ১০ টায় ২০.৮১ সেন্টিমিটার প্রতি ঘন্টায় ৩ সেন্টিমিটার করিয়া জল কমের

03/06/2025

সেন্ট্রাল রোডের লোকনাথ বাড়ীতে সারাদিনব্যাপী সনাতন ধর্মীয় কার্যসূচির মধ্য দিয়ে লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪ তম তিরোধান দিবস পালন

03/06/2025

বন্যার্তদের পাশে দাঁড়ালেন দোহালিয়ার ওয়ার্ড সদস্যা সুমিতা ভৌমিক, ত্রাণ বিতরণে মানবিক নজির«

Address

Silchar
Silchar

Alerts

Be the first to know and let us send you an email when Kita Khobor -কিতা খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kita Khobor -কিতা খবর:

Share