Dwarbond Live

  • Home
  • Dwarbond Live

Dwarbond Live News & Blogs.

বরাক ভ্যালি, ত্রিপুরা ও মিজোরামের জন্য সুসংবাদ!আগামীকাল দুপুর থেকে হাল্কা যানবাহনের জন্য গ্যামন সেতু খুলে দেওয়া হবে। তি...
14/07/2025

বরাক ভ্যালি, ত্রিপুরা ও মিজোরামের জন্য সুসংবাদ!

আগামীকাল দুপুর থেকে হাল্কা যানবাহনের জন্য গ্যামন সেতু খুলে দেওয়া হবে।
তিন দিন পর প্রায় ৮ ঘণ্টার জন্য সেতুটি বন্ধ থাকবে চূড়ান্ত নিরাপত্তা পরীক্ষার জন্য,
তারপরই ভারী যানবাহনের জন্যও সেতুটি খুলে দেওয়া হবে বলে আশা করা যাচ্ছে।

যাত্রী, পরিবহন ও জরুরি পরিষেবার জন্য বড় স্বস্তি!

08/07/2025

🚇 আজ ৮ই জুলাই-২০২৫, তারিখ মঙ্গলবার, বদরপুর থেকে গুয়াহাটি অভিমুখে শুধুমাত্র দুটি ট্রেন চলবে। বাকি ট্রেনগুলি আপাতত বাতিল করা হয়েছে।

👉২০৫০১ আগরতলা - এএনভিটি রাজধানী, সকাল ৬ টায় আগরতলা থেকে রওয়ানা হবে।

👉 ১৪০৩৭ শিলচর - এনডিএলত্এস সম্পর্ক ক্রান্তি, সকাল ৯ টায় শিলচর থেকে রওয়ানা হবে।

District Administration Cachar

বরাক উপত্যকার ADRE প্রত্যাশীদের জন্য বিশেষ সুযোগের সরকারী নোটিফিকেশন।
24/06/2025

বরাক উপত্যকার ADRE প্রত্যাশীদের জন্য বিশেষ সুযোগের সরকারী নোটিফিকেশন।

23/06/2025

শিলচর থেকে গুয়াহাটি ডিমাহাসও হয়ে যাওয়ার ভূমিস্খলনের ফলে অনেক ট্রেন বাতিল হয়েছে এবং সড়ক যোগাযোগে ব্যাঘাত ঘটায় আগামীকাল বরাক উপত্যকার ADRE যেসকল প্রত্যাশীরা ডকুমেন্ট ভেরিফিকেশনে এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না, তাদের জন্য বিশেষ দেওয়া হবে এবং পরবর্তী তারিখ নির্ধারণ করা হবে বলে মাননীয় মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রী কৌশিক রায় কে ফোন করে জানিয়েছেন l

20/06/2025

কাছাড়ের সকল বাসিন্দাদেরকে এতদ্বারা জানানো যাচ্ছে যে আজ, অর্থাৎ ২০/০৬/২০২৫ তারিখ, অন্ন সেবা সপ্তাহ - এর শেষ দিন। উল্লেখ্য যে, সরকার আগামী তিন মাসের জন্য সকল হিতাধিকারিদের একসাথে খাদ্য সরবরাহ প্রদান করেছে।

অতএব, যারা এখনও তাদের অংশের খাদ্যসামগ্রী ন্যায্যমূল্যের দোকান থেকে সংগ্রহ করেননি, তাদের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে এই শেষ দিনেই তা সংগ্রহ করার জন্য জোরালোভাবে অনুরোধ করা হচ্ছে।

~ জেলা প্রশাসন, কাছাড়।

আসাম প্রদেশ বিজেপি থেকে সাংসদ শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে রাজ্যিক বিজেপি সহ-সভাপতির  দায়িত্বভার ও মুন স্বর্ণকার মহাশ...
19/06/2025

আসাম প্রদেশ বিজেপি থেকে সাংসদ শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে রাজ্যিক বিজেপি সহ-সভাপতির দায়িত্বভার ও মুন স্বর্ণকার মহাশয়াকে সহ-সভানেত্রী হিসেবে মনোনীত করা হয়েছে l

সড়কপথে যোগাযোগ বিছিন্ন বরাক lদুইটি ওভারলোড লরি নিয়ে নদীতে ভেঙে পড়লো নবনির্মিত শিলচর কালাইন সড়কের ভাঙারপাড় হারাঙ নদীর উপর...
18/06/2025

সড়কপথে যোগাযোগ বিছিন্ন বরাক l
দুইটি ওভারলোড লরি নিয়ে নদীতে ভেঙে পড়লো নবনির্মিত শিলচর কালাইন সড়কের ভাঙারপাড় হারাঙ নদীর উপর সেতুটি।
গ্যামন সেতু বন্ধ, ব্যাপক সমস্যায় বরাকবাসী l

অসম সরকারের নির্দেশ অনুযায়ী, সকল সরকারি কার্যালয়ে ইংরেজির পাশাপাশি বাংলায় বিজ্ঞপ্তি ও নথি জারি করতে হবে l
17/06/2025

অসম সরকারের নির্দেশ অনুযায়ী, সকল সরকারি কার্যালয়ে ইংরেজির পাশাপাশি বাংলায় বিজ্ঞপ্তি ও নথি জারি করতে হবে l

শ্রীভূমির কন্টেন্ট ক্রিয়েটর সুজন দেব রায় আটক। জানা গিয়েছে, একজন আঘোরী সাধু শিলচর সদর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করলে ...
16/06/2025

শ্রীভূমির কন্টেন্ট ক্রিয়েটর সুজন দেব রায় আটক। জানা গিয়েছে, একজন আঘোরী সাধু শিলচর সদর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করলে শিলচর থেকে শ্রীভূমির সুজন দেবরায়কে আটক করে সদর পুলিশ। সাধুদের বেশ ধারণ করে নাটক তৈরী করেছিলেন সুজন। যদিও তিনি পোস্টটি নিজের পেইজ থেকে মুছে ফেলেছেন। সুজন দেবরায় সমাজসেবামূলক কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে বরাক উপত্যকায় পরিচিত।। মুছে ফেলা নাটকটি দেখা যায় নি তাই এই নাটকের মুল উদ্দ্যেশ্য কি ছিল তাও স্পষ্ট নয়। পুলিশ সুজনকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়ে শিলচরে পৌঁছাতেই  কনাদ পুরকায়স্ত সংবর্ধনার জোয়ারে ভাসলেন। শনিবার প...
14/06/2025

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়ে শিলচরে পৌঁছাতেই কনাদ পুরকায়স্ত সংবর্ধনার জোয়ারে ভাসলেন।
শনিবার প্রথমবারের মতো রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়ার পর শিলচরে কুম্বীর গ্রাম বিমানবন্দরে উপস্থিত হন কনাদ পুরকায়স্থ নব নির্বাচিত সংসদ কে নিয়ে বিজেপি কর্মীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
এদিন নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থকে কুম্বীরগ্রাম বিমানবন্দর থেকে বিজেপি কর্মীরা বাইক র‍্যালির মাধ্যমে শিলচর নিয়ে আসার পর রংপুর অটল বিহারী বাজপেয়ি আবক্ষ মূর্তি ও শ্যামাপ্রসাদ মুখার্জির আবক্ষ মূর্তি সহ শিলচর গান্ধীবাগে শহীদ বেধিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেনরাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ। তারপর জেলা বিজেপি কার্যালয়ে উপস্থিত হলে নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ কে বিপুল সংবর্ধনা প্রদান করেন বিজেপি সমর্থকরা।

হাইলাকান্দি ও ধুবড়ির পুলিশ প্রশাসনে রদবদল!হাইলাকান্দির নতুন পুলিশ সুপার হলেন অমিতাভ সিনহা l হাইলাকান্দি জেলার পুলিশ সুপ...
13/06/2025

হাইলাকান্দি ও ধুবড়ির পুলিশ প্রশাসনে রদবদল!
হাইলাকান্দির নতুন পুলিশ সুপার হলেন অমিতাভ সিনহা l হাইলাকান্দি জেলার পুলিশ সুপার লীনা দলে ট্রান্সফার হয়েছেন ধুবড়ি জেলায় l

  আহমেদাবাদ পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমান দুর্ঘট"নার পর আজ সকালে তিনি রওয়ানা দিয়েছিলেন ঘটনাস্থলে। যেখ...
13/06/2025

আহমেদাবাদ পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমান দুর্ঘট"নার পর আজ সকালে তিনি রওয়ানা দিয়েছিলেন ঘটনাস্থলে। যেখানে বিমান দুর্ঘটনার পর এপর্যন্ত ২৬৫ জনের মৃ"তদেহ উদ্ধার হয়েছে। যার মধ্যে বিজে মেডিকেল কলেজের ১০ জন ও স্থানীয় বাসিন্দা ২৪জন শামিল। বাকি বিমানে থাকা অনেকজনের দেহাব"শেষ এখনো মিলে নি বলে সুত্রের খবর।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Dwarbond Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share