29/07/2025
আজকের গাঁও সভার গুরুত্বপূর্ণ মুহূর্তসমূহ ÷
আজ আমাদের জেলা পরিষদ এলাকার অন্তর্গত স্বাধীন বাজার ও কচুদরম দুইটি গ্রাম পঞ্চায়েতে গাঁও সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বাধীন বাজার জিপির সভায় উপস্থিত ছিলেন জিপি সভানেত্রীর প্রতিনিধি Makbul Hussain Laskar , নবনির্বাচিত সকল সম্মানিত গ্রুপ সদস্য-সদস্যাগণ, এপি সদস্যা Fahmida Fabiya Laskar ও নিলিমা বেগম লস্কর, শিক্ষাবিদ কবির উদ্দিন লস্কর সহ গ্রামের গুণী মুরব্বী, জিপি সচিব এবং দপ্তরের সম্মানিত কর্মকর্তা, আমার প্রিয় মা-বোনেরা সহ অসংখ্য জনতা।
অপরদিকে কচুদরম জিপিতে উপ-সভানেত্রীর নেতৃত্বে গাঁও সভা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন এপি সদস্য Kadir Laskar , প্রাক্তন এপি সদস্য Mizanur Rahman Laskar , জিপির সম্মানিত গ্রুপ সদস্য-সদস্যাগণ, সচিব ও দপ্তরের কর্মকর্তাগণ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ আমার অতি প্রিয় মা ও বোনেরা।
উভয় সভাতেই PMAY-G (প্রধানমন্ত্রী আবাস যোজনা - গ্রামীণ) বিষয়ে বিশদ আলোচনা হয়। স্বচ্ছতা বজায় রেখে প্রকৃত উপভোক্তা নির্ধারণ এবং অনিয়ম দূরীকরণে জিপি স্তরে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং মূল্যবান মতামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।