
19/09/2025
শিল্প জগতে এক অপূরণীয় ক্ষতি।
সাংস্কৃতিক আকাশ থেকে খসে পড়ল এক উজ্জ্বল নক্ষত্র — জুবিন গার্গ।
এক আকস্মিক দুর্ঘটনায় স্তব্ধ হল অসম কন্ঠ।
তাঁর কণ্ঠ, সুর ও অনন্য শিল্পভাবনা আমাদের প্রজন্মকে স্পর্শ করেছে বারবার। কিন্তু থেমে গেল আজ চিরতরে।
একজন সত্যিকারের শিল্পী কখনো হারিয়ে যান না,
তিনি থেকে যান তাঁর সৃষ্টিতে । জুবিন গার্গ এর কণ্ঠের সেই অনন্য সুর আমাদের হৃদয়ে বেঁচে থাকবে চিরকাল।
"বরাক এন্টারটেইনমেন্ট সোসাইটি"
তাঁর প্রতি জানায় গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
🙏🏻ওম শান্তি🙏🏻