
19/08/2025
: দুই যুবকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সামাজিক মাধ্যমে এডিট করে অশ্লী"ল ফটো ভাইরাল করলো যুবকরা, লোকলজ্জায় আ"ত্মহ,",ত্যা করলেন দুই সন্তানের জননী। চাঞ্চল্যকর এই ঘ"টনটি ঘটেছে শিলচর সদর থানার অধীনস্থ নিয়াইরগ্রাম দ্বিতীয় খন্ড গ্রামে। এনিয়ে গৃহবধূ খালেদা বেগম লস্করের পিতা সফিক উদ্দিন লস্কর শিলচর সদর থানায় কাপ্তানপুর ১৮ খন্ড টিকরগ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন লস্কর ওরফে টিটু ও ফারুক হোসেন লস্করের বিরুদ্ধে এক মামলা দায়ের করেছেন। এবিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সফিক উদ্দিন লস্কর জানান, প্রায় ছয় বছর আগে কাপ্তানপুর টিকরগ্রামের সাহিন উদ্দিন লস্করের সাথে সামাজিক ভাবে তার মেয়ের বিয়ে দিয়েছিলেন। বিয়ের পর খুব সুন্দর ভাবে তাদের সংসার চলছিল। বর্তমানে এক পুত্রই কন্যা সন্তান রয়েছে তাদের। কিন্তু সম্প্রতি গ্রামের কম্পিউটার দোকানী আনোয়ার হোসেন লস্কর ওরফে টিটু ও তাঁর ভাই ফারুক হোসেন লস্কর তার মেয়েকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। মেয়ে এতে রাজি না হওয়ায় অভিযুক্ত ফারুক হোসেন কম্পিউটারে এডিট করে তাঁর মেয়ের অশ্লী"ল ফটো তৈরি করে। বিষয়টি জানার পর তার মেয়ে ও তার স্বামী এর প্রতি"বাদ করেন। গত ৬ আগস্ট সেখানে এর বিচার সভা হয় হয়। বিচার সভায় অভিযুক্তরা ওই ফটো ডিলেট করার বদলে পাঁচ লক্ষ টাকা দাবি করে বলে অভি"যোগ করেন সফিক উদ্দিন। পরে বিচার সভা ছেড়ে চলে যায় অভিযুক্তরা। ঐদিন রাতেই তিনি তার মেয়েকে নিজের বাড়িতে নিয়ে আসেন। বাবার বাড়িতে থাকাকালীনই নিজের আত্মসম্মান আ"ঘাত লাগায় গত ৯ আগস্ট গলায় ফাঁ"স লাগিয়ে আ",ত্মহ,,,"ত্যা করেছে খালেদা বেগম লস্কর, বলে জানান তিনি। নিজের মেয়ের সুবিচার কামনা করে দুই অভিযুক্তদের ক,"ঠোর শা"স্তির দাবী করেন তিনি। এদিকে খালেদার স্বামী সাহিন উদ্দিন লস্করও পুরো ঘটনা তুলে ধরে সুবিচার চাইলেন।