সোনার আজিমগঞ্জ

সোনার আজিমগঞ্জ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সোনার আজিমগঞ্জ, Video Creator, Silchar.

29/08/2025

খেলা হবে।

28/08/2025

হোসাম উদ্দিন উত্তর পূর্বাঞ্চলের গৌরব।

আজ করিমগঞ্জ জেলার পাথারকান্দি সমষ্টির চান্দখিরা দক্ষিণ কচুবাড়ির বছর চব্বিশের যুবক হোসাম উদ্দিন ইন্ডিয়ান সফ্টবল ক্রিকেট লিগে বরাক উপত্যকা থেকে সুযোগ লাভ করায় আজ তার ঘরে সোসিয়াল ইউনিটি কমিটির পক্ষ থেকে হোসাম উদ্দিন ও তার বাবা কে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমছুর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী ছাদিক আখতার বলেন, হোসাম উদ্দিন আমাদের উত্তর পূর্বাঞ্চলের গৌরব, যে ক্রিকেট লিগের ব্রাণ্ড এম্বাসেডর সুরেস রায়নার মতো ক্রিকেটার রয়েছেন, সেই ক্রিকেট লিগে সুযোগ পেয়েছে করিমগঞ্জের সুসন্তান হোসাম উদ্দিন। ছাদিক আর ও বলেন, হোসাম উদ্দিন একজন শিক্ষিত তরুন যুবক, তার পরিশ্রমের ফলে সে তার গন্তব্যে পৌঁছার দিকে এগিয়ে যাচ্ছে। শেষে ছাদিক বলেন, একদিন হোসাম উদ্দিন জাতীয় স্তরের ক্রিকেটে সুযোগ পাবে বলে আমরা রাজ্যবাসী আশাবাদী। উপস্থিত ছিলেন, সাদিকুল্লাহ, দিলোয়ার হুসেন, আলতাফ হোসেন, মিনহাজ উদ্দিন, আশরাফুল আলম, মিঠুন নাথ, কাজী ছাবিত আখতার, কাইছুল আহমেদ সহ অন্যান্যরা।

27/08/2025

ধন্যবাদ ফজলুল করিম স্যার মহাশয় হজ ইন্সপেক্টর হিসাবে এইবার হজে গিয়েছিলেন।

27/08/2025

জনাব আছহাব তালুকদার সাহেবের সভাপতিত্বে হজ ইন্সপেক্টরদের কে সংবর্ধনা দেওয়া হচ্ছে।

দানে কখনো ধন কমে না।ক্ষমায় কখনো ক্ষমতা কমে না নম্রতায় কখনো মর্যাদা কমে না।
26/08/2025

দানে কখনো ধন কমে না।ক্ষমায় কখনো ক্ষমতা কমে না নম্রতায় কখনো মর্যাদা কমে না।

26/08/2025

হজ ইন্সপেক্টর মাস্টার মোস্তাক আহমেদ সাহেবের বক্তব্য আপনারা শুনেন।

মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ আমার ছোট ভাইকে নিয়ে একটি ফটো আপলোড করলা...
26/08/2025

মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ আমার ছোট ভাইকে নিয়ে একটি ফটো আপলোড করলাম কেমন হলো

26/08/2025

মাপ চেয়ে নিচ্ছেন মাওলানা বদরুদ্দীন সাহেবে আপনারা সবাই ক্ষমা করে দেন উনাকে।

26/08/2025

গত ২৪ তারিখের নৌকা দৌড়ের দৃশ্য আপনারা সবাই দেখুন।

বন্ধুত্ব এমন এক বস্তু বন্ধুর জন্য বন্ধু জান দিতেও পারে। আর বন্ধুর জন্য বন্ধু এ জান নিতে পারে সেটাই কিন্তু এই সমাজের পরিস...
24/08/2025

বন্ধুত্ব এমন এক বস্তু বন্ধুর জন্য বন্ধু জান দিতেও পারে। আর বন্ধুর জন্য বন্ধু এ জান নিতে পারে সেটাই কিন্তু এই সমাজের পরিস্থিতি এবং এই কথাগুলো হলো বাস্তব।

Address

Silchar

Website

Alerts

Be the first to know and let us send you an email when সোনার আজিমগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category