21/02/2025
আগামী ২৩শে ফেব্রুয়ারি রবিবার সোনাবাড়িঘাট বাজার সংলগ্ন হযরত পীর হাফিজ শাহ্ সুফি বাসারাত আলী সাহেব (রঃ) এর বাৎসরিক উরুছ মাহফিল ও বাসারতিয়া হাফিজিয়া ও কারিয়ানা মাদ্রাসা বাৎসরিক জলসা অনুষ্ঠিত হবে উক্ত মাহফিলে আপনারা সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটির কর্মকর্তারা।