21/08/2025
পরকীয়া কেড়ে নিলো এক প্রতিভাবান যুবকের ভবিষ্যৎ।💔😭
প্রথম থেকেই ইমরানের মৃত্যু স্বাভাবিক মনে করেননি এলাকার মানুষ।অবশেষে মৃত্যুর দুই সপ্তাহ পর স্পষ্ট হলো— এটি ছিল পরিকল্পিত খুন। জানা গেছে, যাদের তিনি সবচেয়ে কাছের মানুষ মনে করতেন— তাঁর স্ত্রী ও গাড়িচালক, তারাই চক্রান্ত করে হত্যা করেছে তাঁকে। বিশাল সম্পত্তির লোভ ও স্ত্রীর পরকীয়ার জেরেই অকালে ঝরে গেল ইমরানের জীবন। বলা যায়, এতদিন ধরে ঘরে নিজেই দুধকলা দিয়ে কালসাপ পুষছিলেন তিনি।
উল্লেখ্য, গত ১০ আগস্ট মাত্র ত্রিশ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রতিশ্রুতিবান যুবক, উদীয়মান রাজনৈতিক নেতা ও সফল ব্যবসায়ী, রাজনগর খুলিছড়া জিপির নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন বড়ভূইয়া। তাঁর আকস্মিক মৃত্যুতে গোটা ধলাই ভাগা অঞ্চল সহ বরাক উপত্যকা শোকে বিহ্বল হয়ে পড়ে।