07/09/2025
এবার শিলচরে দুই ভূয়া চিকিৎসক গ্রেফতার। Police Arrest Two Quack Dentists in Raid on Illegal Clinics.
During the raid, police targeted two clinics — Hazari Dental Clinic and Mazumdar Dental Clinic, both located at Tarapur India Club Masjid Complex. Two men were apprehended while posing as dental surgeons and attending to patients.
Those arrested were identified as:
- Kamrul Islam Hazari (50), son of Late Mamod Ali Hazari, resident of Madhurban, PS Silchar.
- Tinku Mazumdar (53), son of Late Ababur Rahman Mazumdar, resident of Malugram Shib Bari Road, PS Silchar.
অবৈধ ক্লিনিকে অভিযান চালিয়ে দুই কোয়াক ডেন্টিস্টকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযানের সময় পুলিশ দুটি ক্লিনিক লক্ষ্য করে অভিযান চালায় - হাজারী ডেন্টাল ক্লিনিক এবং মজুমদার ডেন্টাল ক্লিনিক, দুটিই তারাপুর ইন্ডিয়া ক্লাব মসজিদ কমপ্লেক্সে অবস্থিত। ডেন্টাল সার্জন হিসেবে নিজেদের পরিচয় দেওয়া এবং রোগীদের সেবা করার সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
ধৃতদের নাম:
কামরুল ইসলাম হাজারী (৫০), মৃত মামোদ আলী হাজারীর ছেলে, মধুরবন, শিলচর থানার বাসিন্দা।
টিঙ্কু মজুমদার (৫৩), মৃত আবাবুর রহমান মজুমদারের ছেলে, মালুগ্রাম শিব বাড়ি রোড, শিলচর থানার বাসিন্দা।
Info: Daily Barak