Assam prime News24×7

Assam prime News24×7 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Assam prime News24×7, News & Media Website, Silchar.

NEWS , Documentry , vlog - সবার প্রথমে আসাম প্রাইম নিউজ 24×7 পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রইল।আসাম প্রাইম নিউজ 24×7
এর পরিবারকে সাপোর্ট করুন এবং ভালোবাসা দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ রইলো ধন্যবাদ।
Assam prime News24×7

30/08/2025

ক্লাস চলাকালীন এক ছাত্রের কাছ থেকে আ*গ্নে*য়া*স্ত্র সদৃশ বস্তু উদ্ধার শ্রীভূমিতে।

শ্রীভূমি শহরের ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি বেসরকারি বিদ্যালয়ে শনিবার পাঠদান চলাকালীন সময়ে শ্যাম কুড়ি নামে একাদশ শ্রেণির এক ছাত্রের পকেট থেকে উদ্ধার হয় আ*গ্নে*য়া*স্ত্র সদৃশ একটি বস্তু। ঘটনা সূত্রে জানা যায়, ক্লাসে বসে শ্যাম কুড়ি বারবার পকেটে হাত দিচ্ছিল, এটা দেখে ক্লাস শিক্ষক সন্দেহ করেন, হয়তো সে মোবাইল নিয়ে এসেছে, কারণ বিদ্যালয়ে মোবাইল আনা নিষিদ্ধ। শিক্ষক পকেটে হাত দিতেই উদ্ধার হয় একটি বন্দুক সদৃশ বস্তু। সঙ্গে সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে সদর থানা পুলিশ বিদ্যালয়ে পৌঁছে অস্ত্র সদৃশ বস্তুটি জব্দ করে এবং ছাত্র ও তার বাবাকে থানায় নিয়ে যায়। প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া বস্তুটি একটি এয়ার গান হতে পারে। তবে পুলিশ গোটা ঘটনার পেছনের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় প্রশ্ন উঠছে স্কুল পড়ুয়ার হাতে এ ধরনের বস্তু কীভাবে এলো ? পুলিশ তা খতিয়ে দেখছে ।

29/08/2025

শুক্রবার বিকাল ৪টার সময় শিলচর অন্নপূর্ণা সেতুর উপর দিয়ে আসা একটি গাড়ি স্থানীয়রা আটক করেন শিলচরের অন্নপূর্ণা সেতুতে। তারপর গাড়িটির ভিতরে স্থানীয়রা দেখতে পান গাড়িতে কার্টুন ভর্তি প্রচুর গো*মাং*স রয়েছে। গাড়ির ভিতর গো*মাং*স দেখে উত্তেজিত জনতারা গাড়িতে ভাঙচুর চালায়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্তলে উপস্থিত হন সদর ওসি অমৃত সিং, টিএসআই শুভজিৎ দত্ত সহ বিশাল পুলিশ বাহিনী। এদিকে ঘটনার খবর পেয়ে বজরং দলের কর্মকর্তারা উপস্থিত হন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বজরং দলের কর্মকর্তারা দাবি রাখেন এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য।

27/08/2025

মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মার হাত ধরে শহিদ মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচন হবে আগামী ৩১আগস্ট। প্রস্তুতি চলছে জোর কদমে।

21/08/2025

করিমগঞ্জ জেলার আনিপুরে এক নিঃশব্দ ছাত্রীকে ধ*র্ষ*ণের প্রতিবাদে কালাইনে রাস্তা অবরোধ করে এবিভিপির বিক্ষোভ।

20/08/2025

শ্রীকুনা ৯৬ নম্বর ইন্দ্রগড় গ্রাও পঞ্চায়েতে ৯নম্বর তাবাং আঞ্চলিক পঞ্চায়েত সমষ্টি আনুষ্ঠানিক সবা।

18/08/2025

জুনিয়র দিল্লি স্কুলে পালিত হলো ৭৯ তম স্বাধীনতা দিবস এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

12/08/2025

সদরঘাট সেতু থেকে বরাক নদীতে মহিলার ঝাঁপ, অবশেষে চিকিৎসকরা মৃ*ত বলে ঘোষণা করলেন।

01/08/2025

কিশোর কুমারকে শ্রদ্ধাঞ্জলি জানালেন চাং কং কাবুই। চার আগস্ট কিশোর কুমারের জন্মদিন কে সামনে রেখে শিবা মিউজিক অমর শিল্পী কিশোর কুমার কে শ্রদ্ধাঞ্জলি জানালো ভিডিও অ্যালবামের মাধ্যমে।

31/07/2025

ইন্ডিপেনডেন্স কাপ কারাটে জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও প্রশিক্ষকদের সংবর্ধনা দিল আইরিশ ইংলিশ স্কুল আগামী ৮ থেকে ১০ আগস্ট পর্যন্ত দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিপেনডেন্স কাপ কারাতে জাতীয় প্রতিযোগিতা ২০২৫।

23/07/2025

জুনিয়র দিল্লি স্কুলে অনুষ্ঠিত হতে চলেছে অঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী আগামী ১৫ই অগাস্ট।

22/07/2025

পরিবারিক দ্বন্দ্বে পড়ুয়াদের ভবিষ্যতে অশনি সংকেত,শিলচর সাউথ পয়েন্ট হাইস্কুল এর ত্রিমুখী লড়াইয়ে ব্যতিব্যস্ত অভিভাবক।

21/07/2025

বরাকবার্তার উদ্যোগে নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অঙ্কন কলার প্রতিযোগিতা হয়।

Address

Silchar
788003

Website

Alerts

Be the first to know and let us send you an email when Assam prime News24×7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share