30/08/2025
ক্লাস চলাকালীন এক ছাত্রের কাছ থেকে আ*গ্নে*য়া*স্ত্র সদৃশ বস্তু উদ্ধার শ্রীভূমিতে।
শ্রীভূমি শহরের ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি বেসরকারি বিদ্যালয়ে শনিবার পাঠদান চলাকালীন সময়ে শ্যাম কুড়ি নামে একাদশ শ্রেণির এক ছাত্রের পকেট থেকে উদ্ধার হয় আ*গ্নে*য়া*স্ত্র সদৃশ একটি বস্তু। ঘটনা সূত্রে জানা যায়, ক্লাসে বসে শ্যাম কুড়ি বারবার পকেটে হাত দিচ্ছিল, এটা দেখে ক্লাস শিক্ষক সন্দেহ করেন, হয়তো সে মোবাইল নিয়ে এসেছে, কারণ বিদ্যালয়ে মোবাইল আনা নিষিদ্ধ। শিক্ষক পকেটে হাত দিতেই উদ্ধার হয় একটি বন্দুক সদৃশ বস্তু। সঙ্গে সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে সদর থানা পুলিশ বিদ্যালয়ে পৌঁছে অস্ত্র সদৃশ বস্তুটি জব্দ করে এবং ছাত্র ও তার বাবাকে থানায় নিয়ে যায়। প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া বস্তুটি একটি এয়ার গান হতে পারে। তবে পুলিশ গোটা ঘটনার পেছনের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় প্রশ্ন উঠছে স্কুল পড়ুয়ার হাতে এ ধরনের বস্তু কীভাবে এলো ? পুলিশ তা খতিয়ে দেখছে ।