Assam prime News24×7

Assam prime News24×7 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Assam prime News24×7, News & Media Website, Silchar.

NEWS , Documentry , vlog - সবার প্রথমে আসাম প্রাইম নিউজ 24×7 পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রইল।আসাম প্রাইম নিউজ 24×7
এর পরিবারকে সাপোর্ট করুন এবং ভালোবাসা দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ রইলো ধন্যবাদ।
Assam prime News24×7

19/10/2025
15/10/2025

সোনাই রোড "শ্রী ভূমি ক্লাব" এই বছরের দূর্গা পুজোর প্রতিমায় *প্রথম পুরষ্কার* অর্জন করেছে।
গত শনিবার (১১ অক্টোবর) শিলচর রটারেক্ট ক্লাব "শ্রী ভূমি ক্লাব" কে দূর্গা প্রতিমায় সার্বিক ভাবে *প্রথম পুরষ্কার* দিয়ে সমান্বিত করে । শ্রী ভূমি দূর্গা পূজা কমিটি এই পুরষ্কার এর জন্যে ক্লাব এর প্রত্যেক সদস্যদের কে ধন্যবাদ জ্ঞাপন করেছে এবং জানিয়েছে যে প্রত্যেক সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আজকে এই ক্লাব টি স্থাপনের শুধু পাঁচ বছরের মধ্যেই এই জায়গায় এসে দাঁড়িয়েছে। ২০২২ ইংরিজিতেও শ্রীভূমি ক্লাব ব্যতিক্রমী প্রতিমায় পুরো শিলচরে দৃতীয় পুরস্কার পেয়েছিল।

14/10/2025

রবিবার শিলচরের মেহরপুরের একটি বিবাহ ভবনে NE 24-এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকের সাথে শেষ হয়। এই অনুষ্ঠানটি কেবল স্বীকৃতির একটি প্ল্যাটফর্ম হিসেবেই কাজ করেনি, বরং সমাজ, গণমাধ্যম এবং সংস্কৃতির সাথে জড়িতদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি এবং সহযোগিতার একটি সুন্দর বার্তাও রেখে গেছে। অনুষ্ঠানটি শুরু হয় জনপ্রিয় গায়ক জুবিন গর্গের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে।

12/10/2025

সমগ্র ভারতের সঙ্গে সঙ্গতি রেখে ১২ অক্টোবর রবিবার রাষ্ট্রীয় সয়ং সেবক সংঘের শতবর্ষ পুর্তি উপলক্ষে বিজয়া সম্মেলন অনুষ্ঠান ও পথ সঞ্চালন হয় শিলচরে।

07/10/2025

শিলচর উল্লাসকর দত্ত সরণিতে সংঘঠিত ঘটনার ভিন্ন মোড়, মামলার পর পাল্টা মামলা। দায়ের করে জনৈক যুবতী সুজেন পুরকায়স্থের অভিযোগ খণ্ডন করলেন শিলচর জেল রোড সার্বজনীন দুর্গা পূজা কমিটি সহ উল্লাসকর দত্ত সরণির বাসিন্দারা।

07/10/2025

সোমবার কোজাগরী লক্ষ্মী পূজা বাঙালির ঘরে ঘরে চলেছে অর্থ ও ধনসম্পত্তির দেবী লক্ষ্মী মাতার পূজা। প্রতি বছরের ন্যায় এবারও শিলচর তারাপুর বাজারের লক্ষ্মী পুজোর বাজার জমে উঠে, ধান , দূর্বা , ফুল, ফল, ইত্যাদি নিয়ে ঘরে ও পূজা মন্ডপে গিয়ে মা লক্ষীর পুজো করেন। কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরা হলো।

06/10/2025

অসমের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ডিমাসা মহিলা সংস্থার সভানেত্রী জিমি খেরসার হরিনগরের দশমী কান্ডকে ঘিরে।

02/10/2025

শিলচর দেবদূত পয়েন্ট দুর্গা পুজোর বিসর্জন যাত্রা।

27/09/2025

তারাপুর কালীমোহন রোড সার্বজনীন দুর্গা পূজা কমিটির মণ্ডপ উদ্বোধন হলো শনিবার।

24/09/2025

আসামের হৃদয় স্পন্দনকারী জুবিন গার্গের অকাল মৃ*ত্যু*তে কাছাড় শোক সভা। মঙ্গলবার দুপুরে ১১ ঘটিকার সময় বড়খলা বিধানসভা সমষ্টি শিলকুড়ি নাচ ঘরে হৃদয় স্পন্দনকারী জুবিন গার্গের অকাল মৃ*ত্যু*তে শোক সভার আয়োজন করে। যখন প্রয়াত কিংবদন্তিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে, তখন পরিবেশটি গভীর আবেগঘন হয়ে ওঠে। জেলার বিভিন্ন স্থান থেকে এই বিষণ্ণ সমাবেশে যোগ দেন এবং এই কিংবদন্তি গায়কের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানান, যার সঙ্গীত অসংখ্য, শিলকুড়ি বরম বাবা জিপি এপি সদস্যা শিল্পা দত্ত নুনিয়া ও উপাসভাপতি শঙ্খু মালা জয়নাল উদ্দিন বড় ভূঁইয়া প্রমূখ উপস্থিত ছিলেন।

23/09/2025

শিলচর পাঞ্চায়েত রোডে বেহাল অবস্থা,এলাকার স্থানীয় মহিলা ও পুরুষ মিলে নামলেন নর্দমায়। জানা যায় আগামীকাল সকাল থেকে দুপুর অবধি বন্ধ থাকতে পারে পাঞ্চায়েত রোড।

23/09/2025

মহালয়ার ভোরে সদরঘাট ও অন্নপুর্নাঘাট সেতুতে দর্শণার্থীদের ভিড়। প্রত্যেক বছরই পিতৃপক্ষের সমাপ্ত দিনে মহালয়া সূচনা ও দেবীপক্ষ আরম্ভ।

Address

Silchar
788003

Website

Alerts

Be the first to know and let us send you an email when Assam prime News24×7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share