01/11/2025
আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, যে, রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
إِذَا انْتَعَلَ أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِالْيَمِينِ ، وَإِذَا نَزَعَ فَلْيَبْدَأْ بِالشِّمَالِ لِتَكُنِ الْيُمْنَى أَوَّلَهُمَا تُنْعَلُ وَآخِرَهُمَا تُنْزَعُ.
যখন তোমাদের কেউ জুতা পরিধান করে তখন সে যেন ডান দিক থেকে আরম্ভ করে। আর যখন খোলে, তখন সে যেন বাম দিক থেকে আরম্ভ করে। যাতে পরার বেলায় ডান পা প্রথমে হয় এবং খোলার সময় শেষে হয়।