Star Barta TV

Star Barta TV News chanel

প্রশান্ত কিশোর বলেছেন যে বিহার নির্বাচনের প্রার্থীদের নাম ৯ অক্টোবর ঘোষণা করা হবে এবং এটি একটি আশ্চর্যজনক ঘটনা হবে। আমার...
07/10/2025

প্রশান্ত কিশোর বলেছেন যে বিহার নির্বাচনের প্রার্থীদের নাম ৯ অক্টোবর ঘোষণা করা হবে এবং এটি একটি আশ্চর্যজনক ঘটনা হবে। আমার নামও তালিকায় থাকবে। তবে, প্রাক্তন নির্বাচনী কৌশলবিদ বিহারের কোন আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তা নির্দিষ্ট করেননি।

#প্রশান্তকিশোর #বিহার নির্বাচন ২০২৫

06/10/2025

আজ রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে **"My Bharat NSS Award" রাষ্ট্রপতি পুরস্কার** গ্রহণ করলেন বাংলার গর্ব, শিলিগুড়ির বিনয় মোড় এলাকার বাসিন্দা *অনুপ বিশ্বাস*।
শিলিগুড়ির এই যুবক অনুপ বিশ্বাসের এই অর্জনে গোটা উত্তরবঙ্গ গর্বিত।

⭕সিপিআইএম এর পক্ষ থেকে হেল্পলাইন নাম্বার চালু করা হলো ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য।
06/10/2025

⭕সিপিআইএম এর পক্ষ থেকে হেল্পলাইন নাম্বার চালু করা হলো ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য।

⭕শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগে আটকে পড়া পর্যটকদের সুবিধার্থে শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার...
06/10/2025

⭕শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগে আটকে পড়া পর্যটকদের সুবিধার্থে শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাসে পর্যটক সহায়তা কেন্দ্র চালু করা হলো।

হেল্প ডেস্ক নম্বর: ৭৫৫৭০৩৫১৯৪

06/10/2025

⭕বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যান শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ সাথে উত্তর মালদা বিজেপি সাংসদ খগেন মুর্মু কিছু ব্যক্তির দ্বারা আক্রমণ হয় তাদের গাড়িতে এর পরেই চিকিৎসাধীন শিলিগুড়ির একটি হাসপাতালে বিধায়ক শংকর ঘোষ, বিধায়ক খগেন মুর্মু গুরুতর আহত।

06/10/2025

⭕গত পরশু রাতে প্রবল বর্ষণে মিরিকে প্রা *ণ হারিয়েছেন মাটিগাড়া ব্লকের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের শালবাড়ির বাসিন্দা অনুষ প্রধান, তাঁর স্ত্রী অনিতা প্রধান এবং তাঁদের কন্যাসন্তান স্নেহা প্রধান।

⭕আজ তাঁদের পা *র্থিব দে *হ বাড়িতে আনা হলে, অন্তিম শ্রদ্ধা নিবেদন ও পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন জানান মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পাথরঘাটা প্রধান এম ডি শাহিদ, পাথরঘাটা অঞ্চল সভাপতি প্রফুল্ল বর্মন , ব্লক সভাপতি ভূপেন রায়, তৃণমূল নেতা নির্মল রায় সহ আরো অন্যান্যরা।

06/10/2025

⭕দুই ষাঁড় গরুর তাণ্ডবে দাগাপুরে হলো রাস্তা জাম।

লক্ষ্মী পুজোর সকলকে শুভেচ্ছা 🙏
06/10/2025

লক্ষ্মী পুজোর সকলকে শুভেচ্ছা 🙏

06/10/2025

⭕ উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে বিধায়ক শংকর ঘোষ কি বলছেন চালু করা হেল্প লাইন নাম্বারের প্রসঙ্গে।

⭕প্রবল বর্ষণে দার্জিলিং জেলা ও কালিম্পং জেলার জনজীবন বিপর্যস্ত ইতিমধ্যেই ১৭ জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে, বহু মানু...
06/10/2025

⭕প্রবল বর্ষণে দার্জিলিং জেলা ও কালিম্পং জেলার জনজীবন বিপর্যস্ত ইতিমধ্যেই ১৭ জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে, বহু মানুষ নিখোঁজ, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি শ্রী সুবিন ভৌমিক রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা মন্ত্রী জাভেদ আহমেদ খান মহাশয়কে ইমেইল করে অবিলম্বে বিপর্যয় মোকাবিলা (কেন্দ্র ও রাজ্যের) সদস্যদের সাধারণ মানুষকে উদ্ধার করা, এবং জনজীবন স্বাভাবিক করার অনুরোধ জানান।

05/10/2025

⭕টানা বর্ষণের কারণে ক্ষতিগ্রস্ত দুধিয়া ব্রীজ, ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি সংলগ্ন বিভিন্ন এলাকা সাথেই বাড় আসনের পার্শ্ববর্তী কিছু গ্রাম।

04/10/2025

🔴 শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জনসাধারণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ঘোষণা!

🔴 দুর্গাপুজো কার্নিভাল–২০২৫ উপলক্ষে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল ও নিরাপত্তা সুনিশ্চিত করার স্বার্থে, এবং জনস্বার্থে সম্ভাব্য বিপদ, বিঘ্ন ও অসুবিধা এড়ানোর উদ্দেশ্যে, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধিক্ষেত্রে ট্রাফিক নিয়ন্ত্রণ ও যানচলাচলে কিছু অস্থায়ী বিধিনিষেধ ও বিকল্প পথনির্দেশ জারি করা হয়েছে!

🔴 এদিন দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্নলিখিত রাস্তাগুলিতে ট্রাফিক সংক্রান্ত বিধিনিষেধ কার্যকর থাকবে।

🔴 সকল প্রকার যানবাহনের জন্য নিষেধাজ্ঞা / বিকল্প ব্যবস্থা:

🫵 নবীন সেন রোড ও চার্চ রোড কেবলমাত্র জংশন দিক থেকে আগত ছোট যানবাহনের নির্গমন পথ হিসেবে ব্যবহৃত হবে।
🫵 হিলকার্ট রোডের উভয় প্রান্ত থেকে এয়ারভিউ মোড়ের দিকে কোনও যানবাহন প্রবেশ করতে পারবে না।
🫵 সব যানবাহনকে নবীন সেন রোড হয়ে গুরুদুয়ারা দিকে ঘুড়িয়ে দেওয়া হবে।
🫵 শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি/কোচবিহার/আলিপুরদুয়ার/আসামগামী সমস্ত বাস নৌকাঘাট এলাকা থেকে চলাচল হবে।
🫵টিকিয়া পাড়া, থানামোড় ও মহাবীরস্থান থেকে ভেনাস মোড়ের দিকে কোনও ধরনের যানবাহন চলাচল করতে পারবে না।
🫵 জংশন দিক থেকে এয়ারভিউ মোড়ের দিকে কোনও পণ্যবাহী গাড়ি বা বাস প্রবেশ করতে পারবে না।
🫵 চেকপোস্ট থেকে পানিট্যাংকি মোড়ের দিকে আসা চার চাকা যানবাহন ইস্কন মন্দির রোড হয়ে বিকল্প পথে চালিত হবে।
🫵 নৌকাঘাট দিক থেকে এয়ারভিউ মোড়গামী সকল যানবাহনকে ঝংকার মোড় হয়ে ঠাকুর ব্রিজ অতিক্রম করে মাটিগাড়া দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
🫵একইভাবে মাটিগাড়া দিক থেকে ঝংকার মোড়ের দিকে কোনও যানবাহন চলাচল করতে পারবে না।

N.B: ভিড়ের পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে নিষেধাজ্ঞার সময়সূচি পূর্ব ঘোষণা ছাড়াই পরিবর্তিত হতে পারে।

Address

Durgaguri
Siliguri Industrial Area
734003

Alerts

Be the first to know and let us send you an email when Star Barta TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Star Barta TV:

Share