Eবঙ্গLover

Eবঙ্গLover আসুন সকলে মিলে কল্পনার জগৎ গড়ার কাজ শুরু করি..

27/07/2025

তুমি যখন আমি থাকতেও স্ট্যাটাস দিয়েছিলে,
" সঙ্গে কাটানো মুহূর্ত গুলো স্মৃতি হয়ে রবে,"
ওরে, পাগলি,
" সেদিনই বুঝেছিলাম, থাকতেও তোমার স্মৃতি দিয়ে ইতি বোঝানোর মানে "

27/07/2025

একজনে ভাবে মনের মানুষ রাগ করেছে,

অন্যদিকে মনের মানুষের আগের থেকেই প্ল্যান করে রাখা।
উসকে দিলে, সেদিন অন্যদিকে সময় দিতে পারবে..

আমরা ভাবি অভিমান, আসলে এই ভালবাসার অন্ধের চশমা খুলে দেখো, বাস্তব দেখতে পারবে..

27/07/2025

নাহ্,
সে তো মিথ্যে বলে নি,
আসলে আমিই সত্যি টা বুঝতে চাই নি...

আমি কইতাম,
"তুমি আমার পুরা দুনিয়া"

আর সে কইতো,
"little World" , আমি বুদ্ধু গভীরতাই বুঝি নাই

09/06/2025

প্রথম পিঠ কাটা ব্লাউজের ইতিহাস

একদিন এক মহিলা বাড়িতে সেলাই কাজের অবশিষ্ট টুকরো টুকরো কাপড়ের অংশ দিয়ে একটা পড়ার মতন ব্লাউজ বানিয়ে ছিলেন, এবং পেছনের অংশের কাপড় এর বদলে দুরি বা কাপড় পেচিয়ে রসির মতন বানিয়েছিলেন। বৃষ্টির দিন, জামা কাপড় যা সব ভিজে।
তো ঐটা পরেই জঙ্গল থেকে খড়ি কুড়িয়ে বাড়ি ফিরছিলেন।

সেই সময় কিছু পর্যটন শিল্পীরা পাহাড়ের ছবির সাথে একটা বৃষ্টির দিনে লোকালয়ের জীবন যাপন তুলে ধরতে একটা ছবি করে রাখেন।

এই ছবিই আবার কোনোও ফ্যাশন ডিজাইনার দেখেন, এবং সেটা প্রেজেন্ট করেন, এবং সকলের দৃষ্টি আকর্ষণ করে।

আর এভাবেই একদিন একজন "উলংগ রাজা" কবিতাটি শোনেন।
উনি যে পরিবেশে ওঠা বসা, তাতে উনি জানতেন সবাইকে কিভাবে আকৃষ্ট করা যায়, আর আজকের দুনিয়ার আসল বাস্তব।

ব্যাস, সেই পুরানো স্ট্র্যাটেজির সাথে সুতো বেঁধে ড্রেস তৈরি করে রাতারাতি ভাইরাল...

আর কি হইতে পারে? কিসের ডিপ্রেশন, কিসের দুঃখ, দেখি কত ব্রেইন চলে, কত ডিপ্রেশন, কত গভীরে যাইতে পারেন!

09/06/2025

প্রেমিকার প্রথম ধোঁকা,
সেজে গুঁজে মেক আপ করে দেখা করা...
বউ হয়ে দ্বিতীয় ধোঁকা,
বর বাদে সবার সামনে হিরোইন সেজে যাওয়া..


*D

09/06/2025

of Lipstick/Lipstick এর প্রথম চিন্তা

বিড়ি, সিগারেট বা ধুয়া প্রো খাওয়া ছেলে চিহ্নিত করা হয় ঠোঁট দেখে।
মেয়েরাও খায়, কিন্তু ধরা পরে না।
যে লিপস্টিক বানিয়েছে, হয় সে মহিলা বা তার বউ ধুয়া সেবনকারী ছিলো।

আর কি হইতে পারে?

কি বন্ধু ঠিক তো নাকি??
09/06/2025

কি বন্ধু ঠিক তো নাকি??

08/02/2025

৯৯% লোকে জানে না, আপনি জানেন?
99% People Failed,
Did you know the Name of the Song and the Singer of this Song??

Address

Siliguri Industrial Area

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eবঙ্গLover posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share