উত্তরবঙ্গ হিন্দু জাগরণ মঞ্চ

  • Home
  • India
  • Siliguri
  • উত্তরবঙ্গ হিন্দু জাগরণ মঞ্চ

উত্তরবঙ্গ হিন্দু জাগরণ মঞ্চ উত্তরবঙ্গ হিন্দু জাগরণ মঞ্চ

আবু বক্কর সিদ্দিক অস্ত্র সহ গ্রেফতার হওয়ার পর তার আত্মীয় স্বজন পথ অবরোধ করে সাধারণ মানুষকে হয়রানি করছে । আসামী যদি নি...
28/06/2025

আবু বক্কর সিদ্দিক অস্ত্র সহ গ্রেফতার হওয়ার পর তার আত্মীয় স্বজন পথ অবরোধ করে সাধারণ মানুষকে হয়রানি করছে । আসামী যদি নির্দোষ হয় তাহলে আদলতে না গিয়ে গায়ের জোরে কি করতে চাইছে ।

https://www.facebook.com/share/p/19MbzPLyE6/?mibextid=wwXIfr
28/06/2025

https://www.facebook.com/share/p/19MbzPLyE6/?mibextid=wwXIfr

আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো কোচবিহারের বক্সিরহাট থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম আবু বক্কর সিদ্দিকী (৪৩) তার বাড়ি মানসাই এলাকায়। জানা গেছে ধৃত ব্যক্তির নিঃস্বার্থ মুক্তির দাবিতে থানা চত্বরে জড়ো হন কয়েকশো গ্রামবাসী। গ্রামবাসী এবং পরিবারের দাবি যাকে গ্রেফতার করা হয়েছে তিনি মানসাই এলাকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি এই কাজের সাথে যুক্ত নন তাকে কিছু দুষ্কৃতি চক্রান্ত করে ফাঁসিয়েছে।।
#উত্তরেরসংবাদ

 #মুরুগান_ভক্তার্গল_সমাবেশ  #হিন্দুজাগরণমঞ্চ   হিন্দু মুন্নানির উদ্যোগে তামিলনাড়ুর মাদুরাই মহানগরে শ্রীমুরুগান ভক্তার্গ...
24/06/2025

#মুরুগান_ভক্তার্গল_সমাবেশ #হিন্দুজাগরণমঞ্চ


হিন্দু মুন্নানির উদ্যোগে তামিলনাড়ুর মাদুরাই মহানগরে শ্রীমুরুগান ভক্তার্গল সমাবেশ .. প্রায় ৫ লক্ষ হিন্দুর উপস্থিতিতে সনাতন হিন্দুত্বের গর্জন তামিলভূমে ...

সঙ্ঘের মাননীয় দক্ষিণ ক্ষেত্র সঙ্ঘচালক ডাঃ আর. ভন্নিয়ারাজন এই কার্যক্রমে বৌদ্ধিক রাখেন। অন্ধ্র প্রদেশের উপ মুখ্যমন্ত্রী শ্রী পবন কল্যাণজি এই কার্যক্রমে উপস্থিত ছিলেন।

( প্রসঙ্গত হিন্দু জাগরণ মঞ্চ তামিলনাড়ুতে হিন্দু মুন্নানি নামক সংগঠন হিসেবে কার্যরত )

23/06/2025
21/06/2025

#যোগ_দিবস

জগতবাসীকে একাদশ আন্তর্জাতিক যোগ দিবসের অভিনন্দন।

সুপ্রাচীন বৈদিক সভ্যতা প্রসিদ্ধ ষড়দর্শনের উৎস :: গৌতমের ন্যায়দর্শন, কণাদের বৈশেষিকদর্শন, কপিলের সাঙ্খ্যদর্শন, পতঞ্জলির পাতঞ্জল বা যোগদর্শন, জৈমিনির পূর্বমীমাংসা ও ব্যাসের উত্তরমীমাংসা।

এদের অন্যতম মহাঋষি পতঞ্জলির পাতঞ্জল বা যোগদর্শন। তবে তিনি যোগশাস্ত্রের সূচক ন'ন....হিরণ্যগর্ভ প্রথম যোগশাস্ত্রের প্রচলন করেন, তাকে চর্চা ও চর্যার মাধ্যমে দর্শনের পর্যায়ে প্রণীত করেন ঋষি পতঞ্জলি !

যোগসিদ্ধির অষ্টাঙ্গবিধি :: যম, নিয়ম, আসন, প্রাণায়ম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি !

বর্তমানে যোগ এসে সীমাবদ্ধ হয়েছে মূলত আসন ও প্রাণায়ম এ : শারীরিক অভ্যাস মুখ্যত, দার্শনিক চর্চা সীমিত রয়েছে তাত্ত্বিকমহলে : শারীরিক সক্ষমতা ও ফলস্বরূপ মানসিক একাগ্রতা অর্জিত হলেও যোগশাস্ত্রের সম্পূর্ণ উপযোগিতা গ্রহণে সমাজ তাই এখনও অক্ষম !

কালো মেঘ কেটে যাক.....ঐতিহ্যশালী, সত্যানুসন্ধানী বৈদিক সংস্কৃতির আলোকদ্যুতি ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার শক্তি ও প্রেরণা প্রদান করুক : আন্তর্জাতিক যোগদিবসে এটাই প্রার্থনা !

ওঁ
সর্বে ভবন্তু সুখিনঃ
সর্বে সন্তু নিরাময়াঃ।
সর্বে ভদ্রাণি পশ্যন্তু
মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ।।

 #পশ্চিমবঙ্গ_দিবস আজ ২০শে জুন পশ্চিমবঙ্গ দিবস ! মহম্মদ আলী জিন্নাহ গান্ধী কংগ্রেসের প্রত্যক্ষ সহায়তায় ভারতবর্ষ দ্বিখণ্ড...
20/06/2025

#পশ্চিমবঙ্গ_দিবস

আজ ২০শে জুন পশ্চিমবঙ্গ দিবস ! মহম্মদ আলী জিন্নাহ গান্ধী কংগ্রেসের প্রত্যক্ষ সহায়তায় ভারতবর্ষ দ্বিখণ্ডিত করে পাকিস্তান সৃষ্টি করেছিলেন যাতে অখণ্ড বাঙলার অন্তর্ভুক্তি ছিল সময়ের অপেক্ষা মাত্র !

ভারতকেশরী শ্যামাপ্রসাদ বাঙলাভাষী সোহরাবর্দীর বিপক্ষে গড়ে তুললেন বাঙালী মণীষীদের ঐক্য : আচার্য্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়, ঐতিহাসিক স্যার যদুনাথ সরকার ও ডঃ রমেশচন্দ্র মজুমদার, মতুয়া ধর্মাচার্য্য ও ব্যারিস্টার প্রমথনাথ ঠাকুর সহ এগিয়ে এলেন আরও অনেকে !

এমন কি শেষ পর্যন্ত বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় পশ্চিমবঙ্গের সৃষ্টির জন্য ভোট দিলেন কমরেড জ্যোতি বসুও !

অবশেষে, ১৯৪৭ সালের ২০শে জুন আইনীভাবে জন্ম নিল "পশ্চিমবঙ্গ" : বাঙ্গালীর ( = হিন্দুর) হোমল্যাণ্ড !

"পশ্চিমবঙ্গ দিবস" উদযাপিত হোক পশ্চিমবঙ্গের ঘরে ঘরে... !

কোচবিহারে যৌন অত্যাচার মূক ও বধির নাবালিকাকে, ২০ বছরের সশ্রম কারাদণ্ড অভিযুক্তের ২০২২ সালের ১০ই মে-র ঘটনা। কোচবিহার জেলা...
20/06/2025

কোচবিহারে যৌন অত্যাচার মূক ও বধির নাবালিকাকে, ২০ বছরের সশ্রম কারাদণ্ড অভিযুক্তের

২০২২ সালের ১০ই মে-র ঘটনা।

কোচবিহার জেলার পুন্ডিবাড়ি থানায় অভিযোগ আসে, এক নাবালিকা মেয়ের মূক ও বধির হওয়ার সুযোগ নিয়ে তার বাড়ি ফেরার পথে স্থানীয় বাসিন্দা আবুল হোসেন নাবালিকা মেয়েটির উপর যৌন নির্যাতন চালায়। এরপর সেদিনই নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে কেস রুজু হলে মামলার দায়িত্বভার নেন সাব-ইন্সপেক্টর পিঙ্কি রায় এবং যথাসময়ে তদন্ত সম্পন্ন করে অভিযুক্তের বিরুদ্ধে জমা করেন নিখুঁত চার্জশীট।

গত পরশু কোচবিহার সদর অতিরিক্ত জেলা আদালত দ্বিতীয় কোর্ট মামলার রায় ঘোষনা করে অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাবাস ও সঙ্গে নাবালিকাকে ৫০,০০০ টাকা ক্ষতিপূরণের নির্দেশ শুনিয়েছেন। ।

নাবালিকা বিচার পেয়েছে, এটুকুই স্বস্তি।

Coochbehar Police

19/06/2025

"পশ্চিমবঙ্গ" — কেবল এক রাজ্য নয়, লক্ষ লক্ষ হিন্দুর অস্তিত্ব রক্ষার প্রতীক
স্বাধীন ভারতের ইতিহাসে বাংলার বিভাজন ছিল একটি দুঃখজনক সত্য, কিন্তু পশ্চিমবঙ্গের সৃষ্টি ছিল বাঙালি হিন্দুর আত্মরক্ষার জয়।
📌 ২০ জুন — পশ্চিমবঙ্গ দিবস

Address

Siliguri
Siliguri
734005

Website

Alerts

Be the first to know and let us send you an email when উত্তরবঙ্গ হিন্দু জাগরণ মঞ্চ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to উত্তরবঙ্গ হিন্দু জাগরণ মঞ্চ:

Share