07/07/2022
ওদের সারামাসে রোজগার মেরেকেটে 1800 টাকা । টিউশনি করতে হয় । বেশ কয়েকবার তাগাদা দেওয়ার পর তবে টাকাটা পাওয়া যায় । প্রতি সপ্তাহে ওরা কর্মসংস্থান পত্রিকা কেনে । শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী টিক মার্ক দেয় । ওরা Group-D, ক্লার্কশিপ, CGL, CHSL, ,MTS , WBCS,আর্মি,নেভি,Rail,পুলিশ কনস্টেবল,SI সব পরীক্ষা দেয় । কাকভোরে দৌড়োয়,দৌড়োয় চাঁদিফাটা রোদে । ওরা খুঁটিয়ে টেক্সবই পড়ে -Youtube ঘেঁটে নোট বানায়, মক টেস্ট দেয় । ওরা ফর্ম ফিলাপের পর পরীক্ষার জন্য অনন্তকাল অপেক্ষা করতে পারে,পরীক্ষা দিয়ে রেজাল্টের জন্য অনন্তকাল অপেক্ষা করতেও পারে । চোখের সামনে সীমাহীন দুর্নীতি দেখতে পারে । ওরা কোনটায় প্রিলি পাশ করে, কোনটায় Main ।
ওরা পরীক্ষা দিতে যায় বাসের ছাদে চড়ে,স্টেশনের প্ল্যাটফর্মে রাতে ঘুমিয়ে, দম ফেলতে না পারা লালগোলা প্যাসেঞ্জারে বা দু- তিন রাত্রি জেগে ভিনরাজ্যের কোন এক জায়গায় । ওদের মুখস্ত হয়ে যায় TCS গীতবিতান এর অলিগলি, চেনা হয়ে যায় ব্যারাকপুরের মঙ্গল পান্ডে প্যারেড গ্রাউন্ডের প্রতিটা ঘাস, PSC এর waiting রুম ।
ওই 1800 টাকার ওরা পাই পাই হিসেব রাখে । এই টাকার মধ্যেই ওরা সারা মাস চালিয়ে নিতে জানে । কোন মাসে ছাত্র মাইনে না দিলে আটকে থাকে অনেককিছু। লজ্জার মাথা খেয়ে ওদের মাইনে চাইতে হয় । নইলে যে আটকে যাবে ওদের ফর্ম ফিলাপ বা যাতায়াতের ভাড়া বা মোবাইল ফোনের রিচার্জ ।
ওরা বেকারত্বের জ্বালা সইতে পারে। অপমান সইতে পারে। প্রেমিক-প্রেমিকাকে হারাতে পারে । ইচ্ছেগুলোকে সঞ্চয় করতে পারে, অনেক কিছু করতে চেয়েও কিছু করতে না পারার অর্জিত অসহায়ত্ব নিয়ে বাঁচতেও পারে। তবু ওরা মাটি কামড়ে পরে থাকতে জানে । ওরা স্বপ্ন দেখতে জানে।
ওরা জানে ,ওদের একদিন মাকে গয়না গড়িয়ে দিতে হবে, বাবাকে পরিশ্রম করা বন্ধ করাতে হবে,ভাইকে ভালো জায়গায় পড়াতে হবে,ভালোবাসার মানুষের দায়িত্ব নিতে হবে , সমাজের জন্য কিছু করতে হবে । ওরা তাই হেরে গেলেও জিতে যেতে চায় আবার কোন এক পরীক্ষায় । প্রানপন প্রস্তুতি নেয় আবার,প্রানপন দৌড়োয় আবার ,নোট লেখে আবার, মক দেয় আবার,রোদে পোড়ে আবার,ঘামে ভেজে আবার,রাত জাগে আবার । প্রতি সপ্তাহের কর্মসংস্থান ওদের নতুন করে বাঁচার বার্তা বয়ে আনে ।
Website এ নিজের রোল নম্বর পুট করার পর যতদিন না "You have been provisionally selected as......" বা মেরিট লিস্টে নিজের নামটা খুঁজে পাচ্ছে ততদিন এরা দাঁতে দাঁত চেপে লড়ে যেতে জানে ।