
22/07/2025
ব্যানার্জি এখন ST? পোেস্ট বিজেপি নেতার
ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়। এই পদবীর লোকেরা কুলীন ব্রাহ্মণ বলেই পরিচিত। তাঁরা কি এবার ST (তফসিলি উপজাতি) হয়ে গেল? এমনটাই অভিযোগ বিজেপির। এক্সে সম্প্রতি বের হওয়া WBPSC মিসলেনিয়াস-এর রেজাল্ট পোস্ট করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা। তাতে দেখা যাচ্ছে, ৪৬৫৪ নম্বরে রয়েছেন সায়ন ব্যানার্জি (রোল: ১৮০০৫৭৫)। তাঁর নামের পাশে ক্যাটেগরি জেনারেলের বদলে ST। 'দিদি হ্যায়, তো সব মুমকিন হ্যায়', কটাক্ষ অনুপমের।