
13/07/2024
সময় যে হয়ে এলো প্রাণনাথ। কাল আবার ফিরে যেতে হবে তোমাদের মন্দিরে...
এই আটটা দিন আলো করে রেখেছো পুরো কৃষ্ণনগর টাকে ❤️✨ মানুষেরর কত সমাগম, শুধুমাত্র দুচোখ ভরে একটি বার তোমাকে দেখার জন্য। তোমার ওই মোহিত করা রূপ দেখলে যে এই সংসারের আর কোনো কিছুই দেখতে ইচ্ছে করে না। তোমার সৌন্দর্যের আগে সব সৌন্দর্য ফিকে।
তোমাকে ছাড়তে যে একেবারেই ইচ্ছে করছে না প্রভু। আমাদের প্রাণ তুমি। তোমাকে ছাড়া আমরা শূন্য। কিন্তু কি করা যাবে!! তোমাকে তো মন্দিরে ফিরতেই হবে। সেখানেও যে ভক্তরা তোমার জন্য অপেক্ষা করে আছেন।
আবার এক বছরের দীর্ঘ প্রতীক্ষা তোমার আসার। জানি তুমি আসবে। তুমিও যে আমাদের ছেড়ে এক মুহুর্ত থাকতে পারো না 🥹❤️
ভালো থেকো প্রভু। আবার এসো।
সকলের মঙ্গল করো। সকলকে সুস্থ রেখো...
জয় জগন্নাথ 🙌🏻🌿
জয় বলরাম 🙌🏻🌿
জয় সুভদ্রা মহারানী ❤️🌸🙌🏻