Ram Sarkar

Ram Sarkar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ram Sarkar, Digital creator, Siliguri.

সময় যে হয়ে এলো প্রাণনাথ। কাল আবার ফিরে যেতে হবে তোমাদের মন্দিরে...এই আটটা দিন আলো করে রেখেছো পুরো কৃষ্ণনগর টাকে ❤️✨ মানু...
13/07/2024

সময় যে হয়ে এলো প্রাণনাথ। কাল আবার ফিরে যেতে হবে তোমাদের মন্দিরে...
এই আটটা দিন আলো করে রেখেছো পুরো কৃষ্ণনগর টাকে ❤️✨ মানুষেরর কত সমাগম, শুধুমাত্র দুচোখ ভরে একটি বার তোমাকে দেখার জন্য। তোমার ওই মোহিত করা রূপ দেখলে যে এই সংসারের আর কোনো কিছুই দেখতে ইচ্ছে করে না। তোমার সৌন্দর্যের আগে সব সৌন্দর্য ফিকে।
তোমাকে ছাড়তে যে একেবারেই ইচ্ছে করছে না প্রভু। আমাদের প্রাণ তুমি। তোমাকে ছাড়া আমরা শূন্য। কিন্তু কি করা যাবে!! তোমাকে তো মন্দিরে ফিরতেই হবে। সেখানেও যে ভক্তরা তোমার জন্য অপেক্ষা করে আছেন।
আবার এক বছরের দীর্ঘ প্রতীক্ষা তোমার আসার। জানি তুমি আসবে। তুমিও যে আমাদের ছেড়ে এক মুহুর্ত থাকতে পারো না 🥹❤️

ভালো থেকো প্রভু। আবার এসো।
সকলের মঙ্গল করো। সকলকে সুস্থ রেখো...
জয় জগন্নাথ 🙌🏻🌿
জয় বলরাম 🙌🏻🌿
জয় সুভদ্রা মহারানী ❤️🌸🙌🏻

শুভ জগন্নাথ রথযাত্রা 🚩🙏
07/07/2024

শুভ জগন্নাথ রথযাত্রা 🚩🙏

জয় জয় জগন্নাথ শচীর নন্দনত্রিভুবন করে যার চরণ বনন্দন।নিলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধরনদীয়া নগরে দণ্ড কমণ্ডলু কর।কেহো বলে পুরব...
01/07/2024

জয় জয় জগন্নাথ শচীর নন্দন
ত্রিভুবন করে যার চরণ বনন্দন।
নিলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর
নদীয়া নগরে দণ্ড কমণ্ডলু কর।
কেহো বলে পুরবেতে রাবন বধিলা
গোলোকের বৈভব লীলা প্রকাশ করিলা।
শ্রী রাধার ভাবে এবে গৌরা অবতার
হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার।
বাসুদেব ঘোষ বলে করি জোর হাত
যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ।

অনুগ্রহ করে 👉👉 পেজটি ফলো করে পাশে থাকুন 🙏

এই সব কিছু অতিক্রম করে আমাদের পরমাত্মাকে চিনতে হবে। ভগবান অর্থাৎ নিজেদের আসল ঘর বৈকুণ্ঠে ফিরে যেতে হবে... হরে কৃষ্ণ ❤️🙏🏻
01/07/2024

এই সব কিছু অতিক্রম করে আমাদের পরমাত্মাকে চিনতে হবে। ভগবান অর্থাৎ নিজেদের আসল ঘর বৈকুণ্ঠে ফিরে যেতে হবে...

হরে কৃষ্ণ ❤️🙏🏻

ধর্ম অধর্ম               বাস্তবতার নিরিখে দু'টো নাম একটি ধর্ম আর অপরটি হলো অধর্ম! ধর্ম ও অধর্ম কি ? এটা আমরা সকলেই জানলে...
30/06/2024

ধর্ম অধর্ম
বাস্তবতার নিরিখে দু'টো নাম একটি ধর্ম আর অপরটি হলো অধর্ম! ধর্ম ও অধর্ম কি ? এটা আমরা সকলেই জানলেও অনেকেই তা মানি না!

ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ধর্ম অধর্মের দ্বন্দ্বে যদি আপনি নিরপেক্ষ থাকার চেষ্টা করেন অথবা অরাজনৈতিক থাকার পরামর্শ দেন তবে আপনি অধর্মকে সঙ্গ দিচ্ছেন।

ভীম গদাযুদ্ধের নিয়ম ভঙ্গ করে যখন দুর্যোধনের কোমরের নীচে আঘাত করেন, তখন বলরাম ভীমকে বধ করার প্রতিজ্ঞা করে বসেন।

তখন শ্রীকৃষ্ণ দাদা বলরামকে বললেন, আপনার কোনও অধিকার নেই যে, এই যুদ্ধে কোনও কথা বলার, কারণ আপনি নিরপেক্ষ থাকতেই চেয়েছিলেন এবং সেজন্যই যুদ্ধ চলাকালীন তীর্থভ্রমণে চলে যান।

(১) যখন ভীমকে দুর্যোধন বিষ খাইয়েছিল, আপনি নিরপেক্ষ থেকেছেন।

(২) পান্ডবদের যখন লাক্ষাগৃহে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছিল, আপনি নিরপেক্ষ থেকেছেন।

(৩) দ্যুত ক্রীড়ায় কপটতার সাহায্য নেওয়া হয়েছিল, আপনি নিরপেক্ষ থেকেছেন।

(৪) দ্রৌপদীর বস্ত্রহরণ হওয়ার সময়েও আপনি নিরপেক্ষ থেকেছেন।

(৫) অভিমন্যুকে যখন সমস্ত যুদ্ধনীতির বিরুদ্ধে গিয়ে হত্যা করা হয়েছিল, আপনি নিরপেক্ষ থেকেছেন।

আপনি নিরপেক্ষ থেকে দুর্যোধনেরই সমস্ত অধার্মিক কাজের সঙ্গ দিয়েছেন। তাই আপনার কোনও অধিকার নেই কিছু বলার।

ধর্ম অধর্মের যুদ্ধে যদি আপনি নিরপেক্ষ থাকেন, সেক্ষেত্রে আপনিও অধর্মকে পরোক্ষভাবে সাহায্য করেছেন।

আমাদের এই পুণ্য ভূমি ভারত মাতাও ৭১২ খৃষ্টাব্দ থেকেই ধর্মযুদ্ধ লড়ছে, আমরা প্রত্যেকেই সেই যুদ্ধের এক একজন সৈনিক।

এখানে যদি কেউ নিরপেক্ষ থাকেন, তবে আপনি অবধারিতভাবে অধর্মকে সমর্থন করছেন।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।।

29/06/2024

-তুমি সাজো ভগবানের জন্য,
ভগবান বৈকুন্ঠ ধাম সাজাবে তোমার জন্য....!

🙏🏻🌼 হরেকৃষ্ণ 🌼🙏🏻

29/06/2024

সুদীপার ভাগ্য ভালো সে সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে,,, যদি সে অন্য ধর্মের জন্মগ্রহণ করত,,, ধর্ম অবমাননার দায়ে তার গলা থাকতো মুন্ডু থাকত না।

🌿এই পৃথিবী থেকে যখন চলে যাবেন সাথে করে কিছুই নিতে পারবেন কি??🌼তাহলে এতো অর্থ, এতো লোভ, এতো চাওয়া পওয়া দিয়ে কি হবে।প্রতিদ...
28/06/2024

🌿এই পৃথিবী থেকে যখন চলে যাবেন সাথে করে কিছুই নিতে পারবেন কি??🌼

তাহলে এতো অর্থ, এতো লোভ, এতো চাওয়া পওয়া দিয়ে কি হবে।
প্রতিদিন দেখুন যে ব্যাক্তি মারা যায় তাকে যখন পোড়ানো হয়, কি নেয় সাথে করে তিনি।
শুধু পাশে বসে কৃষ্ণ নাম করেন সবাই, আর এই সোনার দেহ সবাই পোড়ায় সেটাই দেখে সবাই।
আপনি নাস্তিক, আস্তিক যাই হোন না কেনো। সাথে করে কিছুই নিতে পারবেন না।
শুধু মৃত্যুর পর সাথে যাবে আপনার কর্মফল।
যদি ধর্মে বিশ্বাস করেন তাইলে কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেম, ভক্তির মাধ্যমে যে ফল লাভ করেছেন তাই নিয়ে যাবেন।
এবং কর্মফল অনুযায়ী স্বর্গ বা গোলকধামে বসে সুখ লাভ করবেন।
তাই সময় থাকতে, নিজেকে পরিশুদ্ধ করুন।
কৃষ্ণের কাছে আত্ম সমর্পণ করুন।

🙏হরে কৃষ্ণ🙏জয় রাধে 🙏

27/06/2024

Someone-শিক্ষিত হয়ে বড়োদের মুখে মুখে তর্ক করছো..?

Me-শিক্ষিত হয়ে লাভ নেই যদি ভুল দেখে প্রতিবাদ করতে না পারি।

27/06/2024

থাকিতে করিও কৃষ্ণ নাম করিও ভজন, না করিলে উপরে গিয়ে বুঝিবে হারিয়েছ কি রতন:)

🖤_হরে কৃষ্ণ

Address

Siliguri

Telephone

+12345678910

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ram Sarkar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share