ATB Bangla Khabor

ATB Bangla Khabor যে কোন খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন|

20/06/2025

কাদামাখা রাস্তায় 'জয় শ্রীরাম' বনাম 'জয় জগন্নাথ'! কে বড়? চলছে পাল্লাপাল্লি, ভিডিও ভাইরাল নেট মাধ্যমে।

13/06/2025
27/05/2025

আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসার আগে বায়ুসেনার বিশেষ হেলিকপ্টারের মহড়া

25/05/2025

👉👉👉 আসল দোষী কে?
সিভিক ভলেন্টিয়ার নাকি সেই নাবালক বালকের মা? এখানেই অনেক প্রশ্ন থেকে যাচ্ছে,
সেই নিয়েই কিছু আলোচনা করে নেওয়া যাক..!

সপ্তম শ্রেণির পড়ুয়ার মৃত্যুতে সিভিক ভলান্টিয়ারের ছবি অনেকেই ভাইরাল করেছেন, এমনকি আমি নিজেও করেছিলাম, কিন্তু পরে সত্যটা জেনে পোস্টটি নতুন ভাবে করলাম।
আপনারা কয়েকটা ব্যাপার ভেবে দেখুন..

📌কৃষ্ণেন্দুর বর্তমান বাবা হলেন তার সৎ বাবা,
একটু খেয়াল করলেই বুঝতে পারবেন ছেলেটির পদবী "দাস" আর বর্তমান বাবার পদবী "বেরা"।
সেই বাবা সংবাদমাধ্যমের সামনে বলেছেন, "অভিযোগ করবো কিনা ভাবছি!"

📌কৃষ্ণেন্দুর দাদু অশোককুমার দাস বলেছেন, "ছেলেটির বাবা ও মা এই মৃত্যুর জন্য দায়ী"। আবার বলছি, মৃত ছেলেটির দাদু বলেছেন, ছেলেটির বাবা অর্থাৎ সৎ বাবা ও মা , ছেলেটির মৃত্যুর জন্য দায়ী।

📌সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ছেলেটি চুরি করেনি। সিসিটিভি ফুটেজে এইটাও দেখা গিয়েছে যে ছেলেটিকে দোকানের সামনে গালে চড় মেরেছেন তার মা, কান ধরে উঠবোস করিয়েছে তার মা। ইনিই সেই মা, যিনি তার প্রাক্তন স্বামী অর্থাৎ কৃষ্ণেন্দুর প্রকৃত বাবাকে খুন ক*রে ছিলেন।
তার কারণ বর্তমান স্বামীর সাথে তখন তার সম্পর্ক ছিল। তারপর বর্তমান স্বামীর সাথে তার বাড়ি চলে আসে। সিসিটিভিতে এও দেখা গিয়েছে একসময় উক্ত সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দীক্ষিত, মায়ের শাসন থেকে বাঁচাতে ছেলেটিকে রক্ষা করতে জড়িয়ে ধরেছে।

📌 ঘটনার এত সময় ঘটে যাওয়ার পরেও ছেলেটির মা কিন্তু একটা FIR করার সময় পর্যন্তও পাননি। নাকি ইচ্ছে করে করেননি।
চোর অপবাদটি সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দীক্ষিত রটায়নি, এইটি রটিয়েছে সেই পাড়ারই আরেকটি ছেলে। পাড়ায় তার নাম "জামাই"। ঘটনার পর তার খোঁজ পাওয়া যাচ্ছে না।

📌অতএব এইসব থেকে এটা বোঝায় যাচ্ছে,
সৎ বাবা এবং মায়ের সংসারে থাকতে থাকতে, ছেলেটির মনে দীর্ঘদিন ধরে অনেক অভিমান জমে উঠেছিল, হয়ত সে তার প্রকৃত বাবাকে ভীষণ ভালোবাসতো যাকে হারিয়ে ফেলার পর মানসিক ভাবে ভেঙে পরেছিল, কিংবা তার এই সৎ বাবাকে কোনভাবেই সে মেনে নিতে পারেনি। এমনকি
তার প্রকৃত বাবাকে যে হ*ত্যা করেছে অর্থাৎ তার মাকে সে ক্ষমা করতে পারেনি। মানসিক ভাবে ভেঙে পড়া সেই ছেলেটিকে যখন তার মা ভরা বাজারে শাসন করলো সেটা সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করে বসলো।

দায়ী আসলে তাহলে কে?

মা FIR করতে চাইছে না কেন?

📌এখন আর এতটুকুও সন্দেহ নেই, ছেলেটির মাই হলো আসল দোষী। একদিনের ঘটনায় কেউ এইভাবে আত্মহত্যা করে না। ছেলেটির মনে দীর্ঘদিনের অভিমান জমা হয়ে ছিল। সে মানসিক ভাবে ভেঙে পরে ছিল।
একবার ভালোভাবে ভেবে দেখবেন।🙏
~ সংগৃহীত :
❤️ শুভ সন্ধ্যা ❤️

24/05/2025

মাকে চিঠি লিখে চিরকালের বিদায় নিলো এক ছোটো শিশু।

উত্তরবঙ্গের থেকে  কখন ছাড়বে দীঘার বাস? কোন জেলায় কবে ? কত ভাড়া ? দেখে নিন এক ঝলকে।
23/05/2025

উত্তরবঙ্গের থেকে কখন ছাড়বে দীঘার বাস? কোন জেলায় কবে ? কত ভাড়া ? দেখে নিন এক ঝলকে।

কোন সমাজে বাস করছি আমরা?আর কতো নীচে নামবে মানুষ!?হাতের লেখাটি সপ্তম শ্রেণীর পড়ুয়া কৃষ্ণেন্দু দাসের। পূর্ব মেদিনীপুর জেলা...
23/05/2025

কোন সমাজে বাস করছি আমরা?আর কতো নীচে নামবে মানুষ!?
হাতের লেখাটি সপ্তম শ্রেণীর পড়ুয়া কৃষ্ণেন্দু দাসের। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার গোঁসাইবেড় বাজার এলাকায় থাকতো ছোট্ট কৃষ্ণেন্দু। সামান্য চিপস কেনার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল।

পাড়ার দোকানে ব্যবসায়ী তখন সম্ভবত ছিলেন না। তাই চিপস না পেয়ে ফিরে চলে আসছিল ৷ হটাৎই সে রাস্তায় একটি চিপসের প্যাকেট পড়ে থাকতে দেখে। এবং যথারীতি সেটা সেখান থেকে তুলে বাড়ির দিকে ফিরে আসছিলো।

তখন সেই দোকানদার কৃষ্ণেন্দু কে দেখে বাইক নিয়ে ধাওয়া করে ওকে ধরে ফেলে। এবং তাকে বাজারে নিয়ে গিয়ে সবার সামনে কান ধরে ওঠবসও করায়। কৃষ্ণেন্দু বারবার বলে যে সে কোনো চিপস এর প্যাকেট চুরি করেনি এবং সে চিপস এর দাম টুকুও দিয়ে দিতে চাইছিলো কিন্তু সেই দোকানদার কোনো কথা শোনেনি।

এই চোর অপবাদ সহ্য করতে না পেরে চাষের জন্য বাড়িতে থাকা কীট*নাশক খে*য়ে নেয় কৃষ্ণেন্দু এবং...

তার আগে সে তার মা কে উদ্দেশ্য করে লেখে—
"মা, আমি বলে যাচ্ছি যে, আমি কুড়কুড়েটি রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম ৷ চুরি করিনি ৷"

তার কারণ কৃষ্ণেন্দুর মাও তাকে প্রথমে বিশ্বাস করেনি।

আমরা কোন সমাজে বাস করছি?

সংগৃহীত

22/05/2025

রাস্তায় জ্যা/ন্ত মাছের লাফা লাফি।
ঘটনাটি ঘটেছে ফুলবাড়ী বাইপাস রাস্তায়।

22/05/2025

কোন জেলা থেকে কোন দিনে দীঘায় যাবে সরকারী NBSTC বাস দেখুন বিস্তারিত।

14/05/2025

আচমকাই পাট খেত থেকে উঠে এল চিতাবাঘ! আতঙ্কে ক্রান্তি ব্লকের ধলাবাড়ি লালবাড়ি গ্রাম। অভিযোগ, গত পাঁচদিন ধরে ওই চিতাবাঘটি প্রায় দশটি ছাগল শিকার করেছে। মঙ্গলবার সকালেও ছাগল ধরতে এসে এলাকাবাসীর নজরে পড়ে চিতাবাঘটি।

15/04/2025

চাকরি খুইয়ে মানসিক যন্ত্রনা,অসম্মান, অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করলেন ২০১৬ সালের SSC শিক্ষক প্রণব নাইয়া 💔⚠️🥲
ভিডিওটি ফেইসবুক থেকে সংগৃহিত।
ভিডিও সত্যতা যাচাই করেনি ATB BANGLA KHABOR

প্রথম চাকরিহারা বলি।
নাম: প্রণব নাইয়া,
ঠিকানা: মেরিগঞ্জ তেঁতুলবেড়িয়া, থানা: কুলতলী!
জেলা: দক্ষিণ 24 পরগনা!!

15/04/2025

ধর্ম বর্ণ করে কারো অশান্তি বরদাস্ত নয়।

Address

Siliguri
Siliguri
734001

Alerts

Be the first to know and let us send you an email when ATB Bangla Khabor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share