পলাশ সাহিত্য পত্রিকা

  • Home
  • পলাশ সাহিত্য পত্রিকা

পলাশ সাহিত্য পত্রিকা Writer, salil sinhamahapatra, Simlapal Bankura West Bengal

নতুন দিনের আলো সলিল সিংহ মহাপাত্র।চারদিকে মৃত্যুর শব্দ,আকাশজুড়ে অস্থিরতার বিষণ্ন ঢেউ।পুঞ্জিত মেঘের গায়ে লেখা—ভুলের ইতিহা...
27/04/2025

নতুন দিনের আলো
সলিল সিংহ মহাপাত্র।

চারদিকে মৃত্যুর শব্দ,
আকাশজুড়ে অস্থিরতার বিষণ্ন ঢেউ।
পুঞ্জিত মেঘের গায়ে লেখা—
ভুলের ইতিহাস,
ভুল, যা তোমার , আমার নয়।

বিশ্বাসের শিকড়ে ফাটল ধরে,
সম্পর্কগুলো ভেঙে পড়ে নির্বাক ধ্বংসস্তূপে।
অজস্র নিরীহ প্রাণের আর্তনাদ—
কেবল বাতাসে ঝরে।

তবে শেষের দিকে হাঁটছি?
চিরকাল ভয়ের দিশা নিয়ে বাঁচবো?
না, কোথাও গোপন ক্ষোভের ভিতর
জেগে উঠেছে এক নির্ভীক হৃদয়।

বঞ্চনার ছাই থেকে উঠছে জোটের আগুন,
আকাশ ফুঁড়ে উড়ছে আলোর পতাকা।
অত্যাচারের প্রাসাদে বাজছে পতনের সুর।

লক্ষ-কোটি ধ্বংসাবশেষের নীচে
স্বপ্নেরা গুনছে প্রতিশোধের গান।
অন্ধকারের ছিন্নভস্ম সরিয়ে,
তূর্য নয়—
এইবার উঠবে
নতুন সূর্য, নতুন দিনের আলো।

২৭০৪২৫

সুপ্রভাত
26/04/2025

সুপ্রভাত

পৃথিবীর ভূ- ভাগ সৃষ্টি              মাটির অবদান ,মাটির উপর জীবন সৃষ্টি ,          মাটিতে বিলীন প্রান ।❤️🙏❤️🌹❤️❤️❤️ সুপ্র...
18/04/2025

পৃথিবীর ভূ- ভাগ সৃষ্টি
মাটির অবদান ,
মাটির উপর জীবন সৃষ্টি ,
মাটিতে বিলীন প্রান ।
❤️🙏❤️🌹❤️❤️❤️ সুপ্রভাত ❤️🌹❤️🌹❤️🌹❤️
সুন্দর সকাল।


শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।শুভ নববর্ষশুভ হোক এই নতুন ভোর,আলোয় ভরে উঠুক ঘর।ঝরাপাতা পেরিয়ে গিয়েআসু...
17/04/2025

শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
শুভ নববর্ষ

শুভ হোক এই নতুন ভোর,
আলোয় ভরে উঠুক ঘর।
ঝরাপাতা পেরিয়ে গিয়ে
আসুক প্রাণের নতুন পর।

স্মৃতির পাতায় ধুলো জমুক,
ব্যথা ভুলে হাসি ফুটুক।
আকাশ জুড়ে স্বপ্ন ওড়ে,
মন ফিরে পায় রঙিন ফুঁটুক।

আবার গানে উঠুক সুর,
শস্যে ভরুক পথঘাট-ধূলি।
নব রোদের কাঁচা টানে
জীবন হোক সবুজ বুলিতে ভুলি।

শুভ নববর্ষ! প্রেম ও পূজায়,
আনন্দে ভরে উঠুক দুচোখ!
এই দিন হোক আশীর্বাদে,
আলোর পথে নতুন শপথ।

15/04/2025

শুভ নববর্ষ
সুপ্রভাত 🌹❤️

বিদাই ১৪৩১সলিল সিংহ মহাপাত্র চলে গেলে তুমি, ১৪৩১,নিরবে রেখে গেলে ছায়া দীর্ঘদিনের।পাতার কানে কানে বলে গেলে–"আমি ছিলাম, আ...
14/04/2025

বিদাই ১৪৩১
সলিল সিংহ মহাপাত্র

চলে গেলে তুমি, ১৪৩১,
নিরবে রেখে গেলে ছায়া দীর্ঘদিনের।
পাতার কানে কানে বলে গেলে–
"আমি ছিলাম, আমি রইলাম না,
তবুও কিছু স্মৃতি রেখে গেলাম চিরকাল..."

তোমার বুকে ছিল
নবান্নের গন্ধ, বৈশাখের হাওয়া,
আকাশ জোড়া মেঘের ডায়েরি,
কখনও অশ্রুজল, কখনও হিমেল হাসি।

কিন্তু আমার জীবনের পাতায় তুমি এঁকে গেলে
সবচেয়ে গভীর শোকের রেখা—
এই বছরেই বাবা চলে গেলেন,
চিরতরে আমাদের ছেড়ে,
নিঃশব্দে পাড়ি দিলেন সেই অনন্তের দেশে।

বাবার বিদায়ের ক্ষণটা
এই ১৪৩১-এর বুকে লেখা রইল রক্তাক্ষরে—
আমরা অনাথ হলাম,
ঘরটা শূন্য হয়ে গেল,
আর মনটা আজও ভরেনি সেই শুন্যতা ভুলে।

তুমি চলে যাচ্ছ, ১৪৩১,
কিন্তু তোমার দেওয়া এই ব্যথা,
এই অশ্রুর ভার—
চিরকাল রয়ে যাবে হৃদয়ের গহীনে।

আজ বিদায়ের মুহূর্তে—
শুধু বলি, "তুমি আমার কাছে এক দুঃখের বছর!"
তবু তোমারই স্মৃতি বুকে ধরে
চলব আগামী দিনে,
১৪৩২’র আশায়, নতুন সূর্যের প্রহরে।

13/04/2025

❤️🌹Good morning

12/04/2025

Good morning 🌹❤️

11/04/2025

Good morning 🌹❤️🌹

আকাশটাকে একটুখানি রঙিন রাখি সলিল সিংহ মহাপাত্র পল্লবী তোমার মন এতো ধূসর কেন?চোখে ক্লান্তির কুয়াশা,ঠোঁটে একরাশ নীরবতা।পল্...
10/04/2025

আকাশটাকে একটুখানি রঙিন রাখি
সলিল সিংহ মহাপাত্র

পল্লবী
তোমার মন এতো ধূসর কেন?
চোখে ক্লান্তির কুয়াশা,
ঠোঁটে একরাশ নীরবতা।
পল্লবী তাকিয়ে থাকে,
ফিসফিস করে বলে—
চারপাশের সব রং মিশে গেছে,
আমি কিছুতেই আলাদা করতে পারছি না!

প্রতিদিন দুঃসংবাদে ভরে যায় মন
অস্থিরতার লাল আগুনে পোড়ে বিশ্বাস।
স্বপ্নেরা ভেঙে পড়ে অবহেলায়,
মানুষে মানুষে বিভেদের দেয়াল উঁচু হয়,
আকাশটাও ভারী হয়ে আসে ধোঁয়া-ধুলোয়।
পল্লবী চিৎকার করে ওঠে—
"দয়া করে, সবটা ধূসর কোরো না!
আকাশটাকে একটুখানি রঙিন রেখো!"

অন্যায়ের বিরুদ্ধে একটুখানি প্রতিবাদ,
সংকীর্ণতার মাঝে একটুখানি উদারতা,
ঘৃণার জলে ডুবে যেও না,
আলোকের শিখায় উষ্ণতা দাও।
যতই বন্দী করো, জীবন খুঁজবে মুক্তি,
আকাশের মতোই প্রসারিত হবে আশা।

এসো শিল্পী, এসো কবি,
এসো সাধারণ মানুষ,
এসো তারা, যারা স্বপ্ন দেখে!
আসুন, একসঙ্গে তুলির টান লাগাই,
বিবর্ণ আকাশে রং মেশাই,
একটুখানি ভালোবাসা,
একটুখানি আশা দিয়ে—
পল্লবীর আকাশটাকে একটুখানি রঙিন রাখি।
১০০৪২৫

10/04/2025

সুপ্রভাত ❤️🌹

সমাজের গভীরে গেঁথে থাকা মিথ্যাকে ব্যঙ্গ করে লেখা আমার কবিতা তুলে ধরেছে আমাদের চারপাশের এক নির্মম বাস্তবতা।মাধুকরী এখন পে...
09/04/2025

সমাজের গভীরে গেঁথে থাকা মিথ্যাকে ব্যঙ্গ করে লেখা আমার কবিতা তুলে ধরেছে আমাদের চারপাশের এক নির্মম বাস্তবতা।

মাধুকরী এখন পেশা
—সালিল সিংহ মহাপাত্র

এসো, মাধুকরী হই।
ভিক্ষার ছলে যাপন হোক রাজনীতি।
মুঠো মুঠো মিথ্যা বুনে
ভোটের বাক্সে ফসল ফলাই—
না, এতে কোনও জি.এস.টি. নেই,
না ইনকাম ট্যাক্স, না প্রফেশনাল ট্যাক্স।

দেখো, দালালদের মুখে ঢেউ খেলানো ভাষা,
হাজার প্রতিশ্রুতি—
একটিও না রাখা,
তবু তারা মাধুকরী,
পবিত্র, পূজনীয়!

ঘটকের চাতুরীতে বর-কনেকে মিলিয়ে দেওয়া,
বিয়ের আগে দৃষ্টান্ত—
বিয়ের পর, ব্যর্থতা আর কান্না।
তবুও তারা মাধুকরী,
সততার মুখোশে শিল্পী।

মন্দিরে সোনা, মসজিদে মার্বেল—
কোটি কোটি খরচে
নিরব বুভুক্ষু শিশু ভুলে যায় একমুঠো অন্ন।
তবুও সবটাই মাধুকরী—
ঈশ্বরের নামে কর মাফ!

না, মাধুকরীদের বিচার হয় না,
আইনের চোখে তারা ‘ভগবানের প্রতিনিধি’।
শুধু করদাতারাই ধরা পড়ে,
শ্রমিকের ঘামেই ভরে রাষ্ট্রীয় কোষাগার।

তাই এসো, আজ মাধুকরী হই—
শ্রম নয়, সত্য নয়, ঘামে ভেজা মাটি নয়।
মিথ্যার হাওয়ায় উড়ে যাই।
মাধুকরী এখন শ্রেষ্ঠ ব্যবসা—
যার কোনও ট্যাক্স নেই!
০৯০৪২৫

এই কবিতাটি যদি আপনার চিন্তাকে নাড়া দেয়—
তাহলে কমেন্টে আপনার মতামত লিখুন
আর শেয়ার করে ছড়িয়ে দিন বাস্তবতাকে!

#মাধুকরী #সামাজিকব্যঙ্গ #বাংলাকবিতা #পলাশসাহিত্যপত্রিকা

Address

Simlapal

Alerts

Be the first to know and let us send you an email when পলাশ সাহিত্য পত্রিকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share