
27/04/2025
নতুন দিনের আলো
সলিল সিংহ মহাপাত্র।
চারদিকে মৃত্যুর শব্দ,
আকাশজুড়ে অস্থিরতার বিষণ্ন ঢেউ।
পুঞ্জিত মেঘের গায়ে লেখা—
ভুলের ইতিহাস,
ভুল, যা তোমার , আমার নয়।
বিশ্বাসের শিকড়ে ফাটল ধরে,
সম্পর্কগুলো ভেঙে পড়ে নির্বাক ধ্বংসস্তূপে।
অজস্র নিরীহ প্রাণের আর্তনাদ—
কেবল বাতাসে ঝরে।
তবে শেষের দিকে হাঁটছি?
চিরকাল ভয়ের দিশা নিয়ে বাঁচবো?
না, কোথাও গোপন ক্ষোভের ভিতর
জেগে উঠেছে এক নির্ভীক হৃদয়।
বঞ্চনার ছাই থেকে উঠছে জোটের আগুন,
আকাশ ফুঁড়ে উড়ছে আলোর পতাকা।
অত্যাচারের প্রাসাদে বাজছে পতনের সুর।
লক্ষ-কোটি ধ্বংসাবশেষের নীচে
স্বপ্নেরা গুনছে প্রতিশোধের গান।
অন্ধকারের ছিন্নভস্ম সরিয়ে,
তূর্য নয়—
এইবার উঠবে
নতুন সূর্য, নতুন দিনের আলো।
২৭০৪২৫