Subhankar Bandopadhyay

Subhankar Bandopadhyay Heritage Chronicles with Subhankar Bandopadhyay Content Creator

শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের শুভেচ্ছা সবাইকে হর হর মহাদেব ❤️🙏🌼😌 শ্রাবন মাসের তৃতীয় সোমবারে ভূতনাথ বাবা আর মোটা বাবার দর...
05/08/2024

শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের শুভেচ্ছা সবাইকে হর হর মহাদেব ❤️🙏🌼😌 শ্রাবন মাসের তৃতীয় সোমবারে ভূতনাথ বাবা আর মোটা বাবার দর্শন ❤️🙏😌🌼🔱

হুগলি নদীর তীরে আহিরীটোলা ঘাটের কাছে নিমতলা শ্মশান এর পাশে এই মন্দির টি অবস্থিত। প্রায় ৩০০ বছরের পুরানো এই মন্দির। শ্রাবণ মাসে ও শিব রাত্রি র দিন এখানে প্রচুর লোকসমাগম হয়। এখানে মানুষের চিতাভস্ম দিয়ে ভূতনাথ এর আরতি করা হয়। রাত ৮ টা য় আরতি হয় এবং ভোর ৫ টা য়।

শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী গ্রন্থতে চাঁদকাজীর কথা উল্লেখ রয়েছে। এবং চাঁদকাজী কীভাবে চৈতন্যভক্ত হলেন সেই কাহিনীও রয়েছে। ...
04/08/2024

শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী গ্রন্থতে চাঁদকাজীর কথা উল্লেখ রয়েছে। এবং চাঁদকাজী কীভাবে চৈতন্যভক্ত হলেন সেই কাহিনীও রয়েছে। চাঁদ কাজী দেহত্যাগ করার পর নবদ্বীপে তাঁর সমাধি স্থাপন করা হয়। তাঁর সমাধির উপরে অবস্থিত এই গাছটি 500 বছরেরও বেশি পুরনো। সমাধিক্ষেত্রতে ঢোকার সময়ে চোখে পড়ে উঁচু ইটের গাঁথুনি ও লোহার গেট যুক্ত মূল প্রবেশদ্বার। মূল প্রবেশদ্বারে বড় বড় অক্ষরে লিখিত রয়েছে "ভক্ত চাঁদকাজী সমাধি"। তবে সমাধিক্ষেত্রটি পরিচালনা করেন "মায়াপুর শ্রীচৈতন্য মঠ"। সমাধিটি চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা।

সমাধির উপরে দীর্ঘ বিশালাকার শাখা-প্রশাখা বিশিষ্ট প্রাচীন এক গোলকচাঁপা গাছ রয়েছে। এই গাছটি আসলে অতীতের এই সব ঘটনার সাক্ষী। ভগবান চৈতন্যের ভক্তরা, নম্রতা অনুভব করে, চাঁদ কাজীর সমাধি প্রদক্ষিণ করেন কারণ তিনি প্রভুর করুণা লাভ করেছিলেন। আপনি যদি গাছের দিকে তাকান তবে আপনি দেখতে পাবেন যে এটি ভিতরে ফাঁপা হলেও এটি সর্বদা সুন্দর ফুল দেয়।

অনেক বছর পর ঘুরে এলাম কালীঘাট  মন্দির থেকে। এ কোন কালীঘাট মন্দির? চেনাই যাচ্ছে না। ঢুকে থ হয়ে গেলাম। মন্দিরের সামনের সব ...
31/07/2024

অনেক বছর পর ঘুরে এলাম কালীঘাট মন্দির থেকে।

এ কোন কালীঘাট মন্দির? চেনাই যাচ্ছে না। ঢুকে থ হয়ে গেলাম। মন্দিরের সামনের সব স্টল এবং ডালা সরে গেছে মন্দিরের নতুন কমপ্লেক্স এরিয়ার ভিতর।

মন্দিরের ভিতরের দুধ পুকুর থেকে প্রবেশ পথ, সামনের সমস্ত হকার বা তাদের স্থায়ী কাঠামো সরিয়ে দেওয়া হয়েছে। তাদের স্থান হয়েছে ৩ এবং ৫ নম্বর গেট লাগোয়া প্রবেশ পথের দু ধারে। ২৪ ক্যারেট গোল্ড দিয়ে তৈরি তিনটি সোনার চূড়া। একেবারে নিখাদ সোনার চূড়া। সেই সোনার চূড়া একেবারে ঝলমল করছে মন্দিরের মাথায়। দুশো বছরের প্রাচীন মন্দির। ধীরে ধীরে নতুন রূপে সেজে উঠেছে সেই প্রাচীন মন্দির।

কালীঘাট মন্দিরের একেবারে জগৎজোড়া খ্য়াতি। কলকাতায় আসবেন আর কালীঘাট দেখবেন না এটা যেন অনেকের কাছেই অকল্পনীয়। আর এবার সেই কালীঘাট মন্দির একেবারে নতুন সাজে।

নতুন রূপে আত্মপ্রকাশ কালীঘাট মন্দিরের,

জয় মা🙏🙏🙏🙏


খড়দহে শ্যামসুন্দর দর্শনে ঠাকুর শ্রীরামকৃষ্ণের আগমনের ১৫০ তম বর্ষ স্মরণ অনুষ্ঠান
30/07/2024

খড়দহে শ্যামসুন্দর দর্শনে ঠাকুর শ্রীরামকৃষ্ণের আগমনের ১৫০ তম বর্ষ স্মরণ অনুষ্ঠান

আজ খড়দহে শ্যামসুন্দর দর্শনে ঠাকুর শ্রীরামকৃষ্ণের আগমনের ১৫০ তম বর্ষ স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলাম।১৮৭৪ সালের ২৯শে জুলাই ...
29/07/2024

আজ খড়দহে শ্যামসুন্দর দর্শনে ঠাকুর শ্রীরামকৃষ্ণের আগমনের ১৫০ তম বর্ষ স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলাম।

১৮৭৪ সালের ২৯শে জুলাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর থেকে নৌকা করে নিত্যানন্দ প্রভুর বংশধর শ্রীযাদবকিশোর গোস্বামীর আহ্বানে ও
ব্যবস্থাপনায় খড়দহের রাসখোলা ঘাটে নৌকা থেকে অবতরণ করেন ও হাটা পথে শ্যামসুন্দর মন্দিরে আসেন। শ্যামসুন্দর দর্শন ও ভোগ গ্রহন
করে ঠাকুর আপ্লুত হন।

এই ঘটনাটি খড়দহের এক অবিস্মরণীয় ঐতিহ্য। সময়ের হিসাবে ১৫০তম বর্ষ উদযাপন বিশেষ তাৎপর্য বহন করে এবং এইজন্য একটি স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

মায়াপুরের আগের নাম ছিল মিয়াঁপুর। নবদ্বীপের একেবারে কাছেই, গঙ্গা ও জলঙ্গী নদী যেখানে মিশেছে। চৈতন্য-যুগে নবদ্বীপের অংশ ছি...
12/07/2024

মায়াপুরের আগের নাম ছিল মিয়াঁপুর। নবদ্বীপের একেবারে কাছেই, গঙ্গা ও জলঙ্গী নদী যেখানে মিশেছে। চৈতন্য-যুগে নবদ্বীপের অংশ ছিল মায়াপুর (মিয়াঁপুর চর) ও স্বরূপগঞ্জ।

⭕❗⭕ জয় জগন্নাথ ⭕❗⭕কামারহাটি গুন্ডিচা মন্দির ❤️🙏
11/07/2024

⭕❗⭕ জয় জগন্নাথ ⭕❗⭕

কামারহাটি গুন্ডিচা মন্দির ❤️🙏

Address

Sodepur

Alerts

Be the first to know and let us send you an email when Subhankar Bandopadhyay posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Subhankar Bandopadhyay:

Share

Category