
05/08/2024
শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের শুভেচ্ছা সবাইকে হর হর মহাদেব ❤️🙏🌼😌 শ্রাবন মাসের তৃতীয় সোমবারে ভূতনাথ বাবা আর মোটা বাবার দর্শন ❤️🙏😌🌼🔱
হুগলি নদীর তীরে আহিরীটোলা ঘাটের কাছে নিমতলা শ্মশান এর পাশে এই মন্দির টি অবস্থিত। প্রায় ৩০০ বছরের পুরানো এই মন্দির। শ্রাবণ মাসে ও শিব রাত্রি র দিন এখানে প্রচুর লোকসমাগম হয়। এখানে মানুষের চিতাভস্ম দিয়ে ভূতনাথ এর আরতি করা হয়। রাত ৮ টা য় আরতি হয় এবং ভোর ৫ টা য়।