BJP Boxanagar Mandal

BJP Boxanagar Mandal Trying to stand by people

06/01/2025
06/01/2025

এবছর মধ্যপ্রদেশের ভোপালে আয়োজিত রাষ্ট্রীয় কলা উৎসবে মোট ছয়টি বিষয়ে প্রতিযোগিতার মধ্যে তিনটিতেই রাজ্যের ছাত্রছাত্রীরা পুরস্কৃত হ‌ওয়ায় আমি সংশ্লিষ্ট সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন। জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় নৃত্য বিভাগে প্রথম স্থান অর্জন করেছে শ্রী শ্রী রবিশংকর বিদ্যামন্দিরের নবম শ্রেণীর ছাত্র নবরূপ ভট্টাচার্য, থিয়েটার বিভাগে দ্বিতীয় স্থান লাভ করে মেলাঘর ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী দৃশা লোধ এবং যন্ত্রসংগীতে দ্বিতীয় স্থান দখল করে আনন্দনগর স্থিত ডঃ বি আর আম্বেদকর ইংলিশ মডেল স্কুলের ছাত্র মনোজিত দেবনাথ। প্রতিভাবান এই ছাত্রছাত্রীদের সাফল্যের মাধ্যমে গুনগত শিক্ষার মাধ্যমে রাজ্যের অগ্ৰযাত্রা জাতীয় স্তরে সমাদৃত হয়েছে বলে আমি মনে করি। একই সাথে আমি রাষ্ট্রীয় কলা উৎসবে ত্রিপুরা থেকে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

06/01/2025
06/01/2025
01/01/2025

বক্সনগর বিধানসভার সন্মানিত বিধায়ক তফাজ্জল হোসেন মহোদয়ের জন্মদিনে জানাই অনেক অনেক শুভেচ্ছা।

ঈশ্বরের নিকট আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করি।

01/01/2025

রাজ্য বিধানসভার সন্মানিত সদস্য তফাজ্জল হোসেন মহোদয়ের জন্মদিনে জানাই অনেক অনেক শুভেচ্ছা।
পরম করুনাময় আপনাকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর অধিকারী করুন এই প্রার্থনা করি।

31/12/2024

Wishing you all a Happy New Year

May everyone's life be filled with positivity in the year ahead !

31/12/2024

আবারও একটা নতুন বছরের পদধ্বনি!!
সবাইকে জানাই ইংরেজি নববর্ষ ২০২৫ এর আন্তরিক শুভেচ্ছা। নতুন বছর আপনাদের সবার জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও সুস্বাস্থ্য। সুন্দর একটা বছর এবং সুন্দর হোক প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত!
সম্প্রীতির বন্ধনে মঙ্গলময় হয়ে উঠুক সবার জীবন।
হ্যাপি নিউ ইয়ার ২০২৫!!

Address

Boxanagar
Sonamura
799102

Alerts

Be the first to know and let us send you an email when BJP Boxanagar Mandal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BJP Boxanagar Mandal:

Share