22/03/2025
⭕চিত্র ১: আজকের দেউচা পাঁচামি কয়লাখনি বিরোধী আন্দোলনের সমর্থনে ও দেউচা পাঁচামির আদিবাসী মা বোনেদের উপর পুলিশি অত্যাচারের বিরুদ্ধে কলকাতার রাজপথে আগামী প্রজন্ম। প্রকৃতি নিধনকারী "উন্নয়নের" খাঁড়া সবচেয়ে বেশি যাঁদের উপরে পড়বে তাঁরা আজ রাজপথে।
⭕চিত্র ২: আজকের কলকাতার মিছিল নিয়ে সাধারণ আদিবাসীদের ভুল বোঝানোর জন্য বীরভূম প্রশাসনের নির্দেশিত যে ভুয়ো ডিএম ডেপুটেশন এর আয়োজন করা হয়েছিলো। (বিস্তারিত আগের পোস্টে: https://www.facebook.com/share/p/1GHybD215V/) সেখান থেকে ফেরার পথে ১ প্যাকেট লোভ লালসা নিয়ে ফিরছেন এলাকার কিছু দালালরা।
সরকারের এই ছলচাতুরি বেশিদিন চলবে না। ভবিষ্যত প্রজন্ম পথ দেখাবে। জল জঙ্গল জমি রক্ষা করবে। পরিবেশ বাঁচাবে, পৃথিবী বাঁচাবে। পৃথিবী বাঁচবে। মীরজাফর দের ইতিহাসকে ছাপিয়ে নতুন করে বিপ্লবের ইতিহাস গড়বে আগামীতে।
"লোকসভা না রাজ্যসভা না বিধানসভা?
সবচেয়ে বড়ো গ্রামসভা"✊🏽✊🏽✊🏽