Birbhum News বাংলা

  • Home
  • Birbhum News বাংলা

Birbhum News বাংলা B News বাংলা- বীরভূম জেলার খবর, অজানাকে জানা, বীরের ভূমিতে বীরত্বের কাহিনি, খবরের মুখ নেতা নয় জনতা।

BIG VACANCY! সুযোগ বার বার আসে না।যোগ্যতা -মাধ্যমিক পাসসরাসরি কোচিং ক্লাসে ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করুন বিদ্যাভারতী একা...
19/09/2025

BIG VACANCY! সুযোগ বার বার আসে না।
যোগ্যতা -মাধ্যমিক পাস
সরাসরি কোচিং ক্লাসে ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করুন
বিদ্যাভারতী একাডেমি, পুরন্দরপুর স্টেট ব্যাংকের দ্বিতল,
সিউড়ী রোড, বীরভূম।
Call: 9547579971

COURSE OFFERED (6 Month Training & Coaching)



পশ্চিমবঙ্গ পুলিশ (WBP)ও কলকাতা পুলিশ(KP), SSC GD, CRPF, CISF, ASSAM RIFLES, সহ বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় প্রস্তুতির জন্য যোগাযোগ করুন বিদ্যাভারতী একাডেমি ।
📞9547579971
✅স্পেশাল অফারে ভর্তি চলছে।
🔴বিদ্যাভারতী একাডেমি, পুরন্দরপুর স্টেট ব্যাংক বিল্ডিং, বীরভূম।
✔️শারীরিক ও লিখিত পরীক্ষার প্রস্তুতি করানো হয়।
✔️মোট ৮ টি স্পেশাল স্টাডি নোটস বুক দেওয়া হবে (সর্বাধিক সংখ্যক কমনের রেকর্ড রয়েছে এই নোটস বুক থেকে)
✔️গনিতের শর্টকাট ক্লাস( Zero থেকে শুরু)
✔️GI এর ক্লাস শর্টকাট পদ্ধতিতে
✔️দরিদ্র ও মেধাবী ছাত্র ছাত্রীদের বিশেষ সুযোগ।
✔️Highly Qualified & Experienced Teachers.
✔️MODERN CLASS ROOM with Computer Screen & White Board.
✔️Digital Library
✔️Regular Mock Test
✔️Computer Lab

খাকি পোশাক পরে দেশের শান্তিরক্ষার দায়িত্ব নেওয়ার স্বপ্ন দেখেন অনেকেই। কিন্তু সহজেই এই দায়িত্বভার অর্জন করা যায় না। পুলিশ হতে গেলে প্রয়োজন দক্ষতা, ধৈর্য এবং কঠোর অনুশীলন।
মাধ্যমিকের পর বসে না থেকে এখন থেকেই পড়াশোনার সঙ্গে সেনাবাহিনী এবং পুলিশের চাকরির জন্য নিজেকে উপযুক্তভাবে তৈরি করো। মনে রেখো সেনাবাহিনী বা পুলিশের চাকরিতে বয়স তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাই সময় অপচয় না করে এখন থেকে প্রস্তুতি শুরু করো।
বিদ্যাভারতী একাডেমি উপযুক্ত শারীরিক প্রশিক্ষণ ও লিখিত পরীক্ষার প্রস্তুতির মাধ্যমে মাত্র ৬ মাসে নিজেকে যোগ্য করে নাও। বিশদে জানতে এই নম্বরে
9547579971 কল করো বা WhatsApp
https://wa.me/919547579971

1️⃣নাম মাত্র খরচে প্রশিক্ষণ
2️⃣শারীরিক প্রশিক্ষণ এ বিশেষ এক্সপার্ট ট্রেনার
3️⃣শর্টকাট গণিত, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল নলেজ, ইংরেজি ইত্যাদি সিলেবাস ভিত্তিক পাঠদান
4️⃣ বিষয়ভিত্তিক দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক
5️⃣কম্পিউটার ল্যাব
6️⃣ কমন যোগ্য সকল বিষয়ের স্টাডি নোটস (উল্লেখ্য WBP -2021 পরীক্ষায় পঞ্চাশটি জেনারেল নলেজের মধ্যে 41 টি কমন)
7️⃣এছাড়াও নিয়মিত চাকরির খবরা খবর ও প্রস্ততি পর্ব সব কিছু আপডেট করা হবে।

নিচের লিংকে ক্লিক করো।
Video -1
https://youtu.be/NWcnMVJWx4s
Video-2
https://youtu.be/RI7ZfW-lR-U
Video-3
https://youtu.be/ayhmI-FX9oA
Video-4
https://youtu.be/iMPqPwccA2g
Video-5
https://youtu.be/8t7D21AyHow

18/09/2025

আপনি কি জানেন অজান্তেই আপনার ফোন কল রেকর্ড হচ্ছে?

17/09/2025

বীরভূমের সিউড়ি শুধু প্রশাসনিক শহরই নয়, বরং এখানে তৈরি মোরব্বার খ্যাতি দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে। তবে সময়ের সঙ্গে বদলেছে অনেক কিছু। বাড়ছে ডায়াবেটিসের মতো জীবনঘাতী রোগ। যার ফলে অনেকেই ইচ্ছে থাকলেও মিষ্টি মোরব্বা খেতে পারেন না। আর সেই সমস্যা সমাধানেই বড় পদক্ষেপ নিল বীরভূম জেলা প্রশাসন।

রবিবার সিউড়িতে আনুষ্ঠানিকভাবে শুরু হল সুগার-ফ্রি মোরব্বা তৈরির প্রকল্প। বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে সংশোধনাগার চত্বরে। এখানকার বন্দীদের দক্ষতা উন্নয়নের অংশ হিসেবেই তাদের হাত ধরে তৈরি হবে এই বিশেষ মোরব্বা।

অবশেষে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিংহ, কোথায় তাঁর সন্ধান পেল পুলিশ?
03/09/2025

অবশেষে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিংহ, কোথায় তাঁর সন্ধান পেল পুলিশ?

সিউড়ি সদর হাসপাতাল চত্বরে বেহাল রাস্তা, বৃষ্টিতে জল জমে চরম দুর্ভোগে রোগী ও পরিজনরাবীরভূম জেলার সদর শহর সিউড়ী। জেলার সবচ...
01/09/2025

সিউড়ি সদর হাসপাতাল চত্বরে বেহাল রাস্তা, বৃষ্টিতে জল জমে চরম দুর্ভোগে রোগী ও পরিজনরা

বীরভূম জেলার সদর শহর সিউড়ী। জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্রগুলির মধ্যে অন্যতম সিউড়ী সদর হাসপাতাল। প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার রোগী চিকিৎসার জন্য এই হাসপাতালে আসেন। কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালের চিত্র দেখে হতবাক সাধারণ মানুষ। হাসপাতাল চত্বরের রাস্তাগুলি বেহাল দশায় পরিণত হয়েছে।

অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু সমান জল জমে যায়। কাদায় ভরা রাস্তা দিয়ে রোগী ও তাদের পরিজনদের চলাফেরা করতে চরম অসুবিধা হচ্ছে। শুধু তাই নয়, যাঁরা জরুরি বিভাগে রোগী ভর্তি করতে আসেন, তাঁদের অ্যাম্বুল্যান্স থেকে রোগী নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়াই হয়ে উঠছে দুরূহ কাজ। মাল্টি স্পেশালিটি বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে রোগীকে এক্সরে বা অন্য পরীক্ষা করাতে নিয়ে যাওয়ার সময়ও বড় সমস্যায় পড়তে হচ্ছে।

হুইলচেয়ার বা স্ট্রেচার ঠেলে নিয়ে যাওয়া কাদামাটি ও জলাবদ্ধতার কারণে কার্যত অসম্ভব হয়ে উঠছে। এর ফলে শুধু রোগী নয়, হাসপাতালের কর্মীদেরও নাজেহাল হতে হচ্ছে। বৃষ্টির দিনে চিত্র আরও করুণ। কাদা-মাখা রাস্তার কারণে পিছলে পড়ে দুর্ঘটনার আশঙ্কা প্রতিনিয়ত বাড়ছে।

রোগীর পরিজনদের অভিযোগ, জেলার সদর শহরের এই গুরুত্বপূর্ণ হাসপাতালের অব্যবস্থা প্রশাসনের উদাসীনতারই পরিচয় দিচ্ছে। হাসপাতালের পরিষেবা ভালো হলেও অবকাঠামোর এই দুরবস্থা দেখে অনেকেই প্রশ্ন তুলছেন – কবে এই সমস্যার সমাধান হবে?

স্থানীয়দের দাবি, হাসপাতাল চত্বরের রাস্তা দ্রুত সংস্কার করা না হলে যেকোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। সাধারণ মানুষ এই বিষয়ে হাসপাতাল সুপার, সিউড়ি মিউনিসিপালিটির পৌরপতি এবং জেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

চিত্র: শান্তিনিকেতন টিভি

বিজেপির পতাকা হাতে হামলা! প্রদেশ কংগ্রেস কার্যালয় ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৩
30/08/2025

বিজেপির পতাকা হাতে হামলা! প্রদেশ কংগ্রেস কার্যালয় ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৩

১৪০০ ‘দাগি অযোগ্য’ আবেদন করেছিলেন চাকরির পরীক্ষায় বসার জন্য! প্রত্যেকের অ্যাডমিট কার্ড বাতিল করে দিল কমিশন।কমিশনের এক কর...
30/08/2025

১৪০০ ‘দাগি অযোগ্য’ আবেদন করেছিলেন চাকরির পরীক্ষায় বসার জন্য! প্রত্যেকের অ্যাডমিট কার্ড বাতিল করে দিল কমিশন।কমিশনের এক কর্তা জানান, মোট ১৪০০ ‘দাগি অযোগ্যে’র অ্যাডমিট কার্ড তাঁরা বাতিল করেছেন। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ মিলিয়ে ২১৬০ অ্যাডমিট কার্ড বাতিল হয়েছে। এর মধ্যে নবম-দশম স্তরের জন্য ১১৪০ এবং একাদশ-দ্বাদশ স্তরের জন্য ১০২০ অ্যাডমিট কার্ড বাতিল হয়েছে।

স্কুলের শৌচালয়ে পুত্রসন্তানের জন্ম দিল নবম শ্রেণির এক ছাত্রী। কর্নাটকের একটি সরকারি আবাসিক স্কুলে এই ঘটনা হয়েছে। ঘটনায় চ...
30/08/2025

স্কুলের শৌচালয়ে পুত্রসন্তানের জন্ম দিল নবম শ্রেণির এক ছাত্রী। কর্নাটকের একটি সরকারি আবাসিক স্কুলে এই ঘটনা হয়েছে। ঘটনায় চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ।

রাজ্যের হাই স্কুল গুলো তে গ্রুপ C ও গ্রুপ D কর্মী নিয়োগ👉গ্রুপ সি (ক্লার্ক) এর ক্ষেত্রে মোট শূন্যপদ ২,৯৮৯ 👉গ্রুপ ডি মোট ...
29/08/2025

রাজ্যের হাই স্কুল গুলো তে গ্রুপ C ও গ্রুপ D কর্মী নিয়োগ
👉গ্রুপ সি (ক্লার্ক) এর ক্ষেত্রে মোট শূন্যপদ ২,৯৮৯
👉গ্রুপ ডি মোট শূন্যপদ ৫,৪৮৮
👉 আগামী ১৬/০৯/২৫ থেকে ৩১/১০/২৫ পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবেন।
👉 ৩১.০৮.২৫ এই বিষয়ে বিস্তারিত নোটিশ দেবে স্কুল সার্ভিস কমিশন।

28/08/2025

সাত দিনের মধ্যে অযোগ্যদের নাম প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের।

রামপুরহাট স্বাস্থ্য দপ্তরে রক্তদান শিবির, রক্ত দিয়ে শিবিরের সূচনা করলেন CMOHরামপুরহাট: রামপুরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স...
28/08/2025

রামপুরহাট স্বাস্থ্য দপ্তরে রক্তদান শিবির, রক্ত দিয়ে শিবিরের সূচনা করলেন CMOH

রামপুরহাট: রামপুরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য দপ্তরে বুধবার (২৭ আগস্ট, ২০২৫) এক বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরটির আয়োজন করে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. শোভন দে নিজে প্রথম রক্ত দিয়ে এই শিবিরের শুভ সূচনা করেন। শিবিরে স্বাস্থ্য দপ্তরের কর্মচারী, চিকিৎসক, নার্সসহ বিভিন্ন স্তরের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন।

ডা. শোভন দে জানান, “রক্তদান এক মহৎ কাজ। এক বোতল রক্ত একজনের প্রাণ বাঁচাতে পারে। আমাদের প্রত্যেকেরই উচিত বছরে অন্তত একবার রক্তদান করা।”

শিবিরে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছিল। রক্ত সংগ্রহের পর দাতাদের হাতে সার্টিফিকেট ও আপ্যায়নের ব্যবস্থা করা হয়। আয়োজকদের মতে, জেলার হাসপাতালে রক্তের জোগান বজায় রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক বলেন, “রক্তের ঘাটতি পূরণ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনেও এই ধরনের শিবির নিয়মিত আয়োজন করা হবে।”

Address


Telephone

+919547579971

Website

Alerts

Be the first to know and let us send you an email when Birbhum News বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share