02/08/2025
🌿💐🌸🙏জয়গুরু 🙏🌸💐🌿
🪔 শুভ সন্ধ্যা 🪔
এক মা এসেছেন, চোখে মুখে উদ্বিগ্নতা। ছেলের বিয়ে দিয়েছেন, কিন্তু বৌমার সাথে কিছুতেই মিল হচ্ছে না। প্রতিটা তুচ্ছ কারণেই সমস্যা হচ্ছে। কী করবেন বুঝতে পারছেন না। অনেক কষ্ট করে গড়ে তোলা সাজানো সংসারে দিন-রাত এই অশান্তি তিনি আর মেনে নিতে পাচ্ছেন না।
☘️শ্রীশ্রীআচার্য্যদেব- সংসারের নিয়মটা হল, তুমি যদি মা হও তুমি তবে একটা মেয়েকে পাবে। সে যত দিনেই হোক। একদিনে হোক আর দু'দিনে হোক, সে তোমার মেয়ে হয়ে উঠবেই। আর, তুমি যদি শাশুড়ি হও তবে তুমি সংসারে বৌমাকে পাবে। শাশুড়িমা হয়ে মেয়ের মতন ব্যবহার আশা করবে, তা কোনদিন পাবে না। এক ছাদের নিচে এক জায়গায় থাকতে গেলে প্রথমেই আগে ছোট ছোট বিষয়গুলোকে ক্ষমা করার অভ্যাসটাকে বাড়িয়ে তুলতে হয়। ক্ষমা করা মানে কি জানো?
ক্ষমা করা মানে নিজের ক্ষমতাকে বাড়িয়ে তোলা। আমি এইটা এরকমভাবেই চাই, আমি ওটা ওভাবেই চাই- এই যদি আমার মনোভাব হয়, তাহলে আমি সংসারের ওই 'এটা-ওটার' মধ্যেই সারা জীবন আটকে থাকবো। তাই মনটাকে আগে এই তুচ্ছ খুঁটিনাটি থেকে মুক্ত করো। করে দেখো, তাহলে তুমি যে জায়গায় আছো সেই জায়গাতেই আনন্দে থাকতে পারবে। যদি বাসনটা এখানে না রেখে ওইখানে রাখা হল, যদি সোজা না রেখে উল্টো রাখা হল, তুমি তা দেখে অস্থির হয়ে উঠলে। কেন বাসনটা যদি সেইভাবে থাকে তাহলে কি বাসনটা ভেঙে যাবে? এই অস্থিরতায় সেই মুহূর্তে তুমি কিছু বললে না, কিন্তু মনে জমে রইল। পরবর্তীতে সেটি অন্য কোনভাবে Uncontrol(অনিয়ন্ত্রিত) হয়ে burst (বিস্ফোরণ) করবে। আর, তুমি যাকে বলবে সেও একদিন দু'দিন মুখ বুজে শুনবে কিন্তু তিন দিনের দিন কোনো না কোন কারণে অন্য কোন Impulse (আবেগ) তাকে প্রভাবিত করলে সব সমেত একসাথে Outburst করবে।
তাই এই সমস্যা-অশান্তি, সেটা বড় কথা নয়, আসল কথা হলো তার পিছনে থাকা প্রত্যেক দিনের ছোট ছোট ক্ষমাহীন এই মুহূর্তগুলো। এগুলোই আসল সমস্যা। তুমি এই ছোট ছোট মুহূর্তগুলোকে আগে ঠিক করো। দেখবে বড় সমস্যা আপনি কেটে গেছে।☘️
আলোচনা☘️ চৈত্র, ১৪৩১ / এপ্রিল, ২০২৫/২৭১-২৭২