Aurangabad City

Aurangabad City In search of truth in Post truth Era. Aurangabad,Murshidabad,West Bengal

সুতির অরঙ্গাবাদ বিধানসভার জগতাই-১ গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় ভোটার লিস্টে অরঙ্গাবাদ আশ্রমের স্বামীজি ২৮ জন ব্যক্তির...
13/11/2025

সুতির অরঙ্গাবাদ বিধানসভার জগতাই-১ গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় ভোটার লিস্টে অরঙ্গাবাদ আশ্রমের স্বামীজি ২৮ জন ব্যক্তির পিতা

📢 পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন আজ, ৭ই নভেম্বর ২০২৫, সরকারি অনুদানপ্রাপ্ত/স্পনসর্ড উচ্চ বিদ্যালয়গুলিতে (Cla...
07/11/2025

📢 পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন আজ, ৭ই নভেম্বর ২০২৫, সরকারি অনুদানপ্রাপ্ত/স্পনসর্ড উচ্চ বিদ্যালয়গুলিতে (Class XI–XII) সহকারী শিক্ষক নিয়োগের জন্য অনুষ্ঠিত ২য় এস.এল.এস.টি (SLST), ২০২৫-এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে।

🔗 প্রত্যেক প্রার্থী নিজস্ব স্কোর (৬০-এর মধ্যে প্রাপ্ত নম্বর) দেখতে পারবেন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে —
👉 https://westbengalssc.com

📄 লিখিত পরীক্ষার ফলাফলের পরবর্তী ধাপে নিয়ম অনুযায়ী ডকুমেন্ট যাচাই (Document Verification) হবে। যাচাইয়ের সময়সূচি ও প্রাথমিক সাক্ষাৎকার তালিকা (Preliminary Interview List) শীঘ্রই প্রকাশ করা হবে।

📚 অতিরিক্ত তথ্য:
Class IX–X স্তরের নিয়োগ পরীক্ষার ফলাফল বর্তমানে প্রস্তুত হচ্ছে এবং খুব শিগগিরই প্রকাশ করা হবে।

04/11/2025

🔴 আজ ছত্তিশগড়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ও আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

রেল ব্যবস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন আবারও সামনে এসেছে। প্রতিবারই তদন্ত ও ক্ষতিপূরণের ঘোষণা হয়, কিন্তু বাস্তবিক উন্নতি কতটুকু হচ্ছে, সে প্রশ্ন জনগণের মধ্যে থেকেই যায়।

সরকার ও রেল কর্তৃপক্ষের উচিত—
✅ দ্রুত উদ্ধার ও চিকিৎসা পরিষেবা নিশ্চিত করা
✅ প্রকৃত কারণ খতিয়ে দেখা
✅ দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া
✅ ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে স্থায়ী সমাধান করা

মানবজীবনের কোনও বিকল্প নেই। শুধু ক্ষতিপূরণ নয়, নিরাপদ রেল পরিষেবা এখন সময়ের দাবি।

🙏 নিহতদের পরিবারকে গভীর সমবেদনা।
প্রার্থনা, এমন দুর্ঘটনা আর না ঘটুক।

১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপের সময় আন্তর্জাতিক ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় দের স্যালারি কেমন ছিল দেখুন😯
28/10/2025

১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপের সময় আন্তর্জাতিক ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় দের স্যালারি কেমন ছিল দেখুন😯

ভাবুন, আপনি যদি কোনো মামলা বা ঝামেলায় পড়েন, আর আপনার কাছে আইনজীবি রাখার মতো টাকা না থাকে তবুও যদি কেবল একটি মোবাইল ফোন ও...
27/10/2025

ভাবুন, আপনি যদি কোনো মামলা বা ঝামেলায় পড়েন, আর আপনার কাছে আইনজীবি রাখার মতো টাকা না থাকে তবুও যদি কেবল একটি মোবাইল ফোন ও ChatGPT ব্যবহার করে আপনি মামলায় জিতে যান! ঠিক এমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে আমেরিকার ক্যালিফোর্নিয়ায়।

Lynn White নামে এক মহিলা বাড়িওয়ালার করা “ভাড়াটিয়া উচ্ছেদ মামলা”-য় প্রথমে হেরে যান। পরে তিনি আইনজীবি না নিয়ে ChatGPT আর Perplexity নামের একটি অনুসন্ধান প্ল্যাটফর্ম ব্যবহার করেন। এই দুই কৃত্রিম বুদ্ধিমত্তা টুল তাকে মামলার নিয়মকানুন, আপিল করার প্রক্রিয়া, এমনকি আইনি যুক্তিগুলো পর্যন্ত বুঝিয়ে দেয়। তিনি ChatGPT-এর সাহায্যে নিজের পক্ষের যুক্তি লিখে আদালতে দাখিল করেন।

অবিশ্বাস্য হলেও সত্যি, আপিল আদালত তার যুক্তিগুলো গ্রহণ করে আগের রায় বদলে দেয় অর্থাৎ তিনি মামলায় জিতে যান। এতে তিনি কেবল ঘর রক্ষা করেননি, বরং বড় অঙ্কের ক্ষতিপূরণও পান।

এই ঘটনায় বোঝা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শুধু গবেষণা বা লেখার কাজে নয়, বাস্তব জীবনের সমস্যার সমাধানেও সহায়ক হতে পারে। তবে বিজ্ঞানীরা সতর্ক করছেন যে ChatGPT-এর মতো টুল সবসময় শতভাগ সঠিক নয়। কখনও এটি ভুল তথ্য বা বানানো আইনগত নজিরও দিতে পারে। তাই ব্যবহারকারীদের উচিত প্রতিটি তথ্য যাচাই করে নেওয়া।

মনে পড়ে কেরোসিন তেল নেওয়ার জন্য লাইন দেওয়ার কথা ?
19/10/2025

মনে পড়ে কেরোসিন তেল নেওয়ার জন্য লাইন দেওয়ার কথা ?

10/10/2025
08/10/2025

07/10/2025


মৃত্যু কংগ্রেস নেতার, 'পিষে মারার' অভিযোগ পরিবারেরপরিবারের দাবি, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পিষে মারা হয়েছে হরিশ্চন্দ্রপুর ১ ...
07/10/2025

মৃত্যু কংগ্রেস নেতার, 'পিষে মারার' অভিযোগ পরিবারের

পরিবারের দাবি, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পিষে মারা হয়েছে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ আইনজীবীকে।

ভয়ঙ্কর । বীভৎস । মর্মান্তিক মৃত্যু হল কংগ্রেস নেতার। গভীর রাতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল হরিশ্চন্দ্রপুর-১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ তথা আইনজীবী নরেন্দ্রনাথ সাহার । বয়স হয়েছিল ৪৫ বছর। এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও চারজন। সোমবার গভীর রাতে, মালদার হরিশ্চন্দ্রপুর থানার কনুয়া ভবানীপুর এলাকায় ঘটনাটি ঘটে। কিন্তু এই মৃত্যু নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এটিকে দুর্ঘটনা বলে মানতে নারাজ পরিবার।তাদের দাবি, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পিষে মারা হয়েছে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ আইনজীবীকে।

সূত্র - ABP Ananda

Address

Suti

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aurangabad City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aurangabad City:

Share