আপনার সচেতনতায় আপনার বুদ্ধিমতা Anwar

  • Home
  • India
  • Suti
  • আপনার সচেতনতায় আপনার বুদ্ধিমতা Anwar

আপনার সচেতনতায় আপনার বুদ্ধিমতা Anwar জ্ঞানের কোন সীমা নেই । এটা অসীম যদি আপনি অর্জন করতে পারেন । আপনি যদি কিছু করতে চান তবে করে ফেলেন ।

15/08/2024

স্বাধীনতা দিবস ৭৮তম মাস্টার ছাত্র বিন্দদের সাথে

25/06/2024

বিশ্ব যা কিছু আবিষ্কার হয়েছে তার মূলে ছিল প্রশ্ন জানার কৌতূহল। আমি বলছি বিজ্ঞানী আইনস্টাইনের দু-চারটি মোটিভেশনাল কথা এবং আবিষ্কার। যার কৃতজ্ঞতা পুরো পদার্থবিজ্ঞান এবং বিশ্বের বিজ্ঞানমহল। যারা জ্ঞানী বিজ্ঞানী হয় তারা ভাবার্থ হয় তাদের চিন্তা করার শক্তিটা প্রখর এবং এই প্রকৃতির বিভিন্ন পদার্থ গুলোর আচরণ সম্পর্কে বেসিক নলেজ গুলোকে উপস্থাপন করা। এই চিন্তাধারাগুলো সাধারণ মানুষ থেকে জ্ঞানী এবং জ্ঞানী থেকে বিজ্ঞানী হতে সাহায্য করে।

19/05/2024

বাইরে থেকে কোন কিছু বলা খুবই সহজ । ছোট্ট সংকীর্ণ চিন্তা ধারার মানুষের কাজ হচ্ছে কোন কিছু না জেনে কথা বলা। ভুল বোঝা খুবই সহজ কিন্তু কোন কিছু বুঝতে গেলে সেটার ব্যাপারে জানতে হয় আগে। বুদ্ধিমানের কাজ হচ্ছে যাচাই করা নির্বোধের কাজ হচ্ছে না জেনে কথা বলা। এদের থেকে দূরত্ব বজায় রাখাই ঠিক।

16/05/2024

ভালো থাকার দায়িত্বটা নিজেকে নিতে হয়। মন্দ রাখার জন্য তার আশেপাশের লোকের অভাব হয় না।

06/05/2024

আপনি যা কিছু করেন না কেন সবকিছু নিরর্থক হবে যদি আপনার স্বাস্থ্য ঠিক না থাকে। স্বাস্থ্যকে ঠিক রাখতে শরীরচর্চার কোন বিকল্প নেই। প্রতিদিন আধ ঘন্টা জুড়ে হাঁটা কিংবা হালকা দৌড়ানো শরীরের প্রচণ্ড উপকারে আসে। শরীর ঠিক থাকলে মন উঠে থাকে ।

24/04/2024

একটি গাছ একটি প্রাণ এই কথাটি শুধু বইয়ের পাতায় না থেকে আসুন আমরা বাস্তবে প্রয়োগ করি। উত্তপ্ত পরিবেশকে শীতল করতে গাছ লাগার বিকল্প নেই। সরকার থেকে শুরু করে জনসাধারণকে গাছ লাগার ভূমিকা রাখতে হবে। পরিবেশকে দূষণমুক্ত করতে আমাদের যা যা করণীয় তাই করতে হবে সবাইকে একসাথে।

15/04/2024

কুকুর থেকে সাবধান থাকবেন এবং আপনাদের বাচ্চাদেরকেও সাবধানে রাখবেন। কুকুর কেটে দিলে জলাতঙ্ক রোগের সৃষ্টি হয় সময়মতো ভ্যাকসিন না নিলে। জলাতঙ্ক রোগ হয়ে গেলে রোগীর মৃত্যু হয়।

05/04/2024

হার্ট কে ভালো রাখতে নেশা জাতীয় দ্রব্য ত্যাগ করতে হবে। প্রতিদিন শরীর চর্চা করতে হবে। বাইরের খাবার ত্যাগ করার সাথে সাথে চর্বিযুক্ত খাবার ত্যাগ করতে হবে।

01/04/2024

আপনার সব থেকে বড় বন্ধু আপনি নিজেই। যে নিজেই নিজের বন্ধু হতে পেরেছে তার সেই রকম কোন বন্ধুর প্রয়োজন হয় না। পরিবারের থেকে বড় কেউ আপনজন হয় না। তাই নিজেকে ভালবাসুন পরিবারকে ভালোবাসুন দিনশেষে তারাই আপনার কাজে আসবে। বাকিরা তো প্রয়োজনে প্রিয়জন।

Send a message to learn more

28/03/2024
25/03/2024

নিজেকে নিঃস্ব করে অন্যকে উপকৃত করার অর্থ নিজেকে শেষ করা । আপনি অন্যকে ততটাই দেন যতটা দিলে আপনি নিজেও সুস্থ ভাবে বেঁচে থাকতে পারবেন । পাওয়ার আশায় দেওয়াটাই মানে হীনমন্যতায় ভোগার একটা পর্যায়ে ।

Address

Suti

Website

Alerts

Be the first to know and let us send you an email when আপনার সচেতনতায় আপনার বুদ্ধিমতা Anwar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share