27/05/2025
🌀⚠️ ব্যাপক দূর্যোগের সতর্কতা: পূর্ব মেদিনীপুর ⚠️🌀
🔴👉বিশেষ বিজ্ঞপ্তি: ২৬শে মে ২০২৫ সোমবার পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ (Low pressure area) সৃষ্টি হয়েছে যা পরবর্তী ৪৮ ঘণ্টায় আরো শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। সিস্টেমটি ২৯শে মে ২০২৫ বৃহস্পতিবারের আশেপাশে পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
দূর্যোগের প্রকৃতি: ভারী থেকে অতিভারী বর্ষণ। দমকা থেকে প্রবল ঝোড়ো হাওয়া। উত্তাল সমুদ্র ও জলোচ্ছ্বাস।
🔴👉হাইলাইটেড অঞ্চল: #খেজুরি, #নন্দীগ্রাম, #হলদিয়া, #সুতাহাটা, #মহিষাদল, #দেশপ্রাণ, #কাঁথি, #রামনগর #এগরা #ভগবানপুর #চন্ডীপুর, #নন্দকুমার, #তমলুক, #ময়না এছাড়া #মেদিনীপুরের সমগ্র ব্লকে মাঝারি থেকে ভারী ও অতিভারী বর্ষণের পাশাপাশি দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাবে।
পূর্ব মেদিনীপুরবাসীদের উদ্দেশ্যে:-
১) আতঙ্কিত নয় সতর্কতা নিন। ২৮ থেকে ৩০শে মে ২০২৫ পর্যন্ত সময়সীমার মধ্যে দূর্যোগ বাড়বে। সমুদ্র উপকূলে যাদের কাঁচা বাড়ি রয়েছে তারা প্রয়োজনীয় নথিপত্র সহ নিরাপদ আশ্রয়ে চলে আসুন। আসা করা যায় প্রশাসনের পক্ষ থেকে যথা সময়ে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাবে এবং সতর্কতা অবলম্বনে মাইকিং করবে।
২) সিস্টেমটি ট্রপিক্যাল স্টোর্ম বা ডিপ ডিপ্রেশন হলেও উপকূলীয় এলাকায় বাতাসের গতি ভালোই থাকবে এবং লাগাতার ভারী বৃষ্টি ঘটাবে। পূর্ব মেদিনীপুরের যেসমস্ত ব্লকগুলিতে বাঁধ দুর্বল রয়েছে সেগুলো অবিলম্বে মেরামত করা ব্যাবস্থা করতে হবে।
৩) যে সমস্ত টুরিস্ট অপারেটররা সমুদ্র সৈকত ভ্রমণ করিয়ে থাকেন এবং সকল পর্যটকদের অনুরোধ করা হচ্ছে ২৮ থেকে ৩১শে ২০২৫ মে পর্যন্ত #দীঘা, #মন্দারমনি, #বাগুড়ান #জলপাই #শংকরপুর, #উদয়পুর, #তালসারি , #হরিপুর, #তাজপুর ভ্রমণ এড়িয়ে চলুন।
৪) পূর্ব মেদিনীপুর জেলার মৎস্যজীবীদের উদ্দেশ্যে বলা হচ্ছে ২৭শে মে এর মধ্যে তারা গভীর সমুদ্র থেকে ফিরে আসুন। ২৮ থেকে ৩১শে মে পর্যন্ত নতুন করে সমুদ্রে যাবেনা।
৫) সিস্টেম আসার আগে পানীয় জল, খাবার ও ঔষধপত্র সংগ্রহ করুন। এবং ফোন ও পাওয়ার ব্যাঙ্কে চার্জ দিয়ে রাখুন।
26/05/25 (Noon)